Imran Hasan

Imran Hasan °
ফিদাকা ইয়া রাসুলুল্লাহ ﷺ

18/08/2025

তারেক রহমানের বক্তব্যে তিনি ধর্মপ্রাণ মানুষদের মৌলবাদী আর ইসলামের চর্চাকে চরমপন্থা আখ্যা দিয়েছেন। অথচ সত্য হলো—বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানে ধর্মকে আঁকড়ে ধরা জনগণের ঈমানের অংশ। ইসলাম পালন করা কখনোই মৌলবাদ নয়, বরং নৈতিকতা, সততা আর মানবতার পথ।

👉 প্রকৃত চরমপন্থা হলো—

বিদেশে টাকা পাচার করা,

দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া,

পরিবারতন্ত্র কায়েম করে জনগণের অধিকার কেড়ে নেওয়া।

ধর্মপ্রাণ মানুষদের মৌলবাদী আখ্যা দেওয়া মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে অপমান করা। জনগণ ভালো করেই জানে, যারা ইসলামকে ভয় দেখিয়ে রাজনীতি করে, তারা দেশের কল্যাণ নয়, নিজেদের স্বার্থকেই আগে রাখে।

আমাদের ইসলামই শান্তির ধর্ম, আর ধর্মীয় চর্চা কখনোই দেশের জন্য হুমকি নয়। প্রকৃত হুমকি হলো দুর্নীতি, লুটপাট আর দেশবিরোধী রাজনীতি।

দুইটা ফুল 🥰
17/08/2025

দুইটা ফুল 🥰

17/08/2025

সীতাকুণ্ড পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, এটি আমাদের ধর্মীয় ঐতিহ্যেরও অংশ। এখানে নতুন ধর্মীয় স্থাপনা নির্মাণের পরিকল্পনা আমাদের সমাজে অশান্তি ডেকে আনতে পারে।

ইতিহাস প্রমাণ করে, এক ধর্মের স্থাপনার পাশে অন্য ধর্মের স্থাপনা তৈরি হলে ভুল বোঝাবুঝি ও সংঘর্ষের সম্ভাবনা থাকে।

ইসলাম শেখায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা। যেখানে ফিতনার সম্ভাবনা আছে, সেখানে ধর্মীয় নির্মাণ করা সঠিক নয়।

পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষাও আমাদের দায়িত্ব।

আমরা চাই সীতাকুণ্ড হোক শান্তি, সম্প্রীতি ও সৌন্দর্যের প্রতীক। ধর্মীয় আবেগকে বিভাজনের হাতিয়ার বানানো থেকে বিরত থাকা এখন সবচেয়ে জরুরি।

উগান্ডা সফরে শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ। দারুণ দৃশ্য!
16/08/2025

উগান্ডা সফরে শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ। দারুণ দৃশ্য!

16/08/2025

একটা সংগঠন কতটা স্বৈরাচারী ও অমানবিক হতে পারে, তা আমরা চোখের সামনে দেখেছি। শেখ মুজিবের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে আইডল হিসেবে মেনে নেওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়।

আমরা রাসূলুল্লাহ ﷺ–এর উম্মাহ, তাঁর উত্তরসূরী—তিনিই আমাদের একমাত্র আদর্শ।
যারা একটি দলের ভ্রান্ত ইতিহাস আর তাদের তথাকথিত আইডলকে বারবার সামনে তুলে ধরতে চায়, আমরা তাদের প্রতিও ঘৃণা প্রকাশ করি।

২৪ সালের গণহত্যার পরও যদি কেউ লীগ আর শেখ মুজিবকে আইডল হিসেবে মানতে পারে, তবে সে সত্যিকার অর্থে মানবতার কথা বলার যোগ্য নয়।


15/08/2025

ফিরে দেখা ১৫-ই আগস্ট!
১৯৭৫ সালের এই দিনে যা ঘটেছিল।

আজ নতুন করে আপডেট হলো...
১৫- ই আগষ্ট ২০২৫।

15/08/2025

জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আমিন।

14/08/2025

বাবার অসুস্থতার কারণে গত কিছুদিন ঠিকমতো যোগাযোগ রাখতে পারিনি।
অনেকেই কল ও মেসেজ করেছেন, কিন্তু সাড়া দিতে পারিনি— এজন্য আন্তরিকভাবে দুঃখিত।
কিছু কাজের তারিখ ঠিক করা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে সেগুলো সময়মতো করতে পারিনি।
ইনশা’আল্লাহ খুব শিগগিরই সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব।
এখন যেকোনো প্রয়োজনে নক বা মেসেজ দিলে দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করব।

🤲 আপনাদের সবার কাছে আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
আপনাদের এক মুহূর্তের আন্তরিক দোয়া হয়তো আমার বাবার জন্য সবচেয়ে বড় উপহার হয়ে যাবে।

সিনেমার শেষে পুলিশের এন্ট্রি—এ যেন এক আলাদা রসগোল্লা! 😎
13/08/2025

সিনেমার শেষে পুলিশের এন্ট্রি—এ যেন এক আলাদা রসগোল্লা! 😎

"গরীবের বুফে"—যেখানে ১০০ টাকায় মেলে হাসি, আজ সেখানে নেমে এসেছে নীরবতাআগারগাঁও তালতলায় চাঁদপুরের হাইমচরের এক সাধারণ মানুষ...
13/08/2025

"গরীবের বুফে"—যেখানে ১০০ টাকায় মেলে হাসি, আজ সেখানে নেমে এসেছে নীরবতা

আগারগাঁও তালতলায় চাঁদপুরের হাইমচরের এক সাধারণ মানুষ, মিজান ভাই।
তার স্বপ্ন ছিল—পেট খালি কেউ ফিরবে না।
মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত-তরকারি, ৮০ টাকায় মুরগি আর ৬০ টাকায় ডিমের সাথে সবজি, ডাল—যত খুশি, তত খাও।
এ যেন দয়ার থালা, যেখানে টাকার চেয়ে বড় ছিল মানবতা।

কিন্তু, ভালো কাজ যেন আজকাল বেশি দিন টিকে না।
কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভ্রাম্যমাণ দোকানটি আজ সকালেই উচ্ছেদ করে দিয়েছে পুলিশ।
যে হাসিমুখে মানুষ খেত, আজ সেখানে শুধু শূন্যতা।

আমি চেষ্টা করছি মিজান ভাইয়ের সাথে যোগাযোগের—আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করবো।

ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের বলবো—
সব ভাইরাল ভালো না। ভিউ-এর নেশায় দিন আনে দিন খায় মানুষের রুটি-রুজি কেড়ে নেবেন না। তিনি বারবার বলেছিলেন ভাইরাল হওয়ার দরকার নেই, কিন্তু তবুও ক্যামেরার ফ্ল্যাশ থামেনি।

আমাদের সমাজ যদি চায়, মিজান ভাই আবার তার "গরীবের বুফে" চালু করতে পারেন।
বিত্তবান ভাই-বোনেরা—আপনাদের হাতে আছে সেই সুযোগ।
আজ এক পেট ভরে খাওয়ার হাসি ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার।

13/08/2025

শ্রীলংকায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব l
আমাদের বিপ্লবের পর বিপ্লব সাহেবই গায়েব!

করুন
11/08/2025

করুন

Address

Dhaka

Telephone

+8801741841866

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Hasan:

Share