18/08/2025
তারেক রহমানের বক্তব্যে তিনি ধর্মপ্রাণ মানুষদের মৌলবাদী আর ইসলামের চর্চাকে চরমপন্থা আখ্যা দিয়েছেন। অথচ সত্য হলো—বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানে ধর্মকে আঁকড়ে ধরা জনগণের ঈমানের অংশ। ইসলাম পালন করা কখনোই মৌলবাদ নয়, বরং নৈতিকতা, সততা আর মানবতার পথ।
👉 প্রকৃত চরমপন্থা হলো—
বিদেশে টাকা পাচার করা,
দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া,
পরিবারতন্ত্র কায়েম করে জনগণের অধিকার কেড়ে নেওয়া।
ধর্মপ্রাণ মানুষদের মৌলবাদী আখ্যা দেওয়া মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে অপমান করা। জনগণ ভালো করেই জানে, যারা ইসলামকে ভয় দেখিয়ে রাজনীতি করে, তারা দেশের কল্যাণ নয়, নিজেদের স্বার্থকেই আগে রাখে।
আমাদের ইসলামই শান্তির ধর্ম, আর ধর্মীয় চর্চা কখনোই দেশের জন্য হুমকি নয়। প্রকৃত হুমকি হলো দুর্নীতি, লুটপাট আর দেশবিরোধী রাজনীতি।