25/08/2024
আপনারা যারা ১/২ লিটার পানির বোতল ত্রাণের সাথে নিয়ে যাচ্ছেন তারা প্লিজ চেষ্টা করেন বিসিক এ ৫ লিটারের বোতল গুলো আগে থেকে একটু অর্ডার করে রাখতে।৩০টাকা করে ৫ লিটারের পানির বোতল বিক্রি হচ্ছে।সংকট থাকলেও আগে থেকে অর্ডার করলে পাওয়া যাচ্ছে।আর পানি তো আমাদের ঘরবাড়ি গুলো থেকেও নেওয়া যাচ্ছে বোতল হলে।১/২ লিটার পানি টা বন্যা দুর্গত এলাকা গুলায় পর্যাপ্ত নয়।লোকজন কে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় আবার পানি খোঁজে উনারা তখন স্বেচ্ছাসেবকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে পর্যাপ্ত পানি না থাকায়।
১/২ লিটার পানির বোতল উনাদের জন্য পর্যাপ্ত না এই সংকটে বিষয়টা খেয়াল করুন প্লিজ।।