Masum Billah Maruf

Masum Billah Maruf SURBITAN YOU TUBE CHANNEL LINK

https://youtube.com/?si=mSCZDmHjzHKwU61Q

PHONE - 01749970023 - 01915979141

29/10/2025

শিশু শিল্পীর শুটিং টাইম

29/10/2025

বাচ্চাদের গজলের ক্লাস

29/10/2025

পানির উপড় দিয়ে সাইকেলিং

বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘর দেখে আজ কি বিরক্ত হচ্ছেন? খেলনা ছড়িয়ে আছে, দেওয়ালে রঙের দাগ, প্রতিটি কোণজুড়ে ছো...
28/10/2025

বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘর দেখে আজ কি বিরক্ত হচ্ছেন? খেলনা ছড়িয়ে আছে, দেওয়ালে রঙের দাগ, প্রতিটি কোণজুড়ে ছোট্ট পায়ের দৌড়ঝাঁপ… সব যেন অগোছালো!

কিন্তু জানেন কি? এই এলোমেলো ঘর একদিন ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি হয়ে যাবে।
তবে সেই ঘরে থাকবে না খিলখিল করে হেসে ওঠা শিশুর কণ্ঠস্বর, থাকবে না ছোট্ট পায়ের টুপটাপ শব্দ, খেলনার টুংটাং আওয়াজ কিংবা ঠোঁট ফুলিয়ে কান্নার সুর।

হয়তো তখন আপনার ঘর থাকবে, কিন্তু আপনার সোনামণি তার শৈশব পেরিয়ে বড় হয়ে গেছে। তার একটি নিজস্ব জগৎ তৈরি হয়েছে, যেখানে "আম্মু", "আব্বু" বলে আপনাকে বারবার ডাক দেয়ার সময় নেই।
সে এখন আপনাকে আর বিরক্ত করে না, খাবার নিয়ে পেছনে ছুটতে হয় না, অসুখে আর রাত জাগতে হয় না।
শুধু পড়ে থাকে কিছু মধুর স্মৃতি, শৈশবের কোমলতায় গড়া কিছু মুহূর্ত।

সন্তান—আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত।
বিশ্বাস না হলে, একবার তাকান সেই মানুষটির দিকে যার কোল খালি। বুঝে যাবেন, আজ আপনার কাছে যা বিরক্তিকর মনে হচ্ছে, তা কারো কাছে অপ্রাপ্তির যন্ত্রণা।

তাই বলছি, আপনার শিশু সন্তানের দুষ্টুমিগুলোকে বিরক্তির নয়, বরং আনন্দের চোখে দেখুন। পারলে তার সঙ্গে খেলায় যোগ দিন, একসাথে মজা করুন। কারণ সময় একদিন পেরিয়ে যাবে—থেকে যাবে শুধু স্মৃতি।

আরেকটা কথা মনে রাখবেন—
শিশুদের সান্নিধ্য পৃথিবীর সবচেয়ে প্রশান্তিদায়ক অনুভূতি।
আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, সন্তানকে কাছে পেলে অন্তর নরম হয়ে যায়, একটা স্বস্তি কাজ করে—যা আপনি দূর থেকে কখনোই পাবেন না।

আজ রিজিকের খোঁজে অনেকে সন্তানদের থেকে দূরে চলে যাচ্ছেন। মনে রাখুন, রিজিক তো আল্লাহই দেন। কাছ থেকে পরিশ্রম করলেও বরকত পাওয়া যায়। আর সন্তানরাও তখন ভালোভাবে মানুষ হয়ে ওঠে। তাদের মূল্যবোধ, আদব-কায়দা, চরিত্র—সবকিছু গড়ে ওঠে আপনার সান্নিধ্যে।

অন্যথায়, যদি আপনি দায়িত্ব ফেলে দূরে থাকেন, সন্তান মানুষ না হলে একদিন তার জন্য আপনাকেই সারাজীবন ভুগতে হবে।

তাই বলছি, কষ্ট হলেও সন্তানের পাশে থাকুন। সময় দিন, শিক্ষা দিন, ভালোবাসা দিন। এই সময় আর কখনো ফিরে আসবে না।

লিখেছেন- Ismail Hurain

একবার চিন্তা করুণ, টগবগে যুবক, ৩ বারের বিশ্বজয়ী হাফেজ ত্বকির নিথর দেহ কিভাবে পড়ে আছে, ভাবতেই চোখে পানি টলমল করছে 🥲হে দয়া...
28/10/2025

একবার চিন্তা করুণ, টগবগে যুবক, ৩ বারের বিশ্বজয়ী হাফেজ ত্বকির নিথর দেহ কিভাবে পড়ে আছে, ভাবতেই চোখে পানি টলমল করছে 🥲
হে দয়াময় রব!
আপনি এই কোরআনের পাখিকে জান্নাতি বাগানে উড়তে দিন,
কবুল করুন ,আমিন 🥲

28/10/2025

সুরবিতানের গজলের শুটিংয়ে আমরা মুন্সিগঞ্জ

টগবগে যুবক, সদাহাস্যজ্বল চেহারা,তিন বারের বিশ্বজয়ী কোরআনের হাফেজ, প্রিয় ভাই ত্বকি মৃত্যুর কাছে হার মেনে আল্লাহর সান্নিধ্...
28/10/2025

টগবগে যুবক, সদাহাস্যজ্বল চেহারা,
তিন বারের বিশ্বজয়ী কোরআনের হাফেজ, প্রিয় ভাই ত্বকি মৃত্যুর কাছে হার মেনে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে 🥲

তার হাস্যজ্বল চেহারা আর খ্যাতি রয়ে গেছে,
কিন্তু আমরা আর কোনোদিন নতুন করে তাকে হাসতে দেখবো না।

আসুন আমরা তার আত্মার মাগফিরাত কামনায়, সূরা ফাতিহা ও তিনবার সূরা ইখলাস পড়ি।

হে দয়াময় রব! আপনি এই কোরআনের পাখিকে আপনার পছন্দের বাগান, জান্নাতে উড়তে দিন। আমিন।

27/10/2025

শুটিং রাইখা তারা নাকি ঘুমাচ্ছে 😍

দারুণ এক নতুন গান আসছে, দেখতে চোখ রাখুন আমাদের সুরবিতান চ্যানেলে 🥰
27/10/2025

দারুণ এক নতুন গান আসছে, দেখতে চোখ রাখুন আমাদের সুরবিতান চ্যানেলে 🥰

সুরবিতানের শিশু শিল্পীরা 🥰
27/10/2025

সুরবিতানের শিশু শিল্পীরা 🥰

আমাদের পরীর শুটিং চলছে বিক্রমপুরে 🥰
27/10/2025

আমাদের পরীর শুটিং চলছে বিক্রমপুরে 🥰

সময় হলে আ-ল্লাহ প্রেমের দারুণ গজল শুনেশিশু শিল্পীর জন্য দোয়া দিয়ে আসুন - চ্যানেল লিংক কমেন্ট 👇
27/10/2025

সময় হলে আ-ল্লাহ প্রেমের দারুণ গজল শুনে
শিশু শিল্পীর জন্য দোয়া দিয়ে আসুন - চ্যানেল লিংক কমেন্ট 👇

Address

Fulbaria

Telephone

+8801915979141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Billah Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Billah Maruf:

Share