
08/08/2025
“তোর হাতে হাত রেখে সারাটা জীবন পার করতে চাই, আমার সোনা বাচ্চা। তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার হাসির কারণ, আমার প্রতিদিনের প্রেরণা। যতদিন আমি বেঁচে আছি, তোর জন্য ভালোবাসা, যত্ন আর আশীর্বাদ কখনো কমবে না। সুখে-দুঃখে, হাসি-কান্নায়, প্রতিটা মুহূর্তে আমি থাকব তোর পাশে—তোর মা শুধু মা না, তোর সবথেকে বড় বন্ধু, তোর ভরসা, তোর নিরাপদ ঠিকানা। তুই আমার গর্ব, আমার পৃথিবী, আমার সবকিছু। ❤️🌸”