Gather Your Information

Gather Your Information Let's know Information

22/01/2025

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো! এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুঁটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুঁটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন ?

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।

❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।

❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন।

❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।

❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।

আর আজ- আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। তাহলে হতাশা কেন ?

❒ কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে
সেটা মেনে নিতে পারেন না ?
❒ কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন ?
❒ কেন বলেন আমি আর বাঁচতে চাইনা ?
❒ কেন বলেন, আমি হেরে গিয়েছি ?

এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন ? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন- কি প্রতিভা আছে আপনার ? মনের চাওয়াকে সব সময় মূল্য দিন, সব সময় ঈশ্বরকে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন,শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন।
😌❤️😌

সংগৃহীত

এভাবে একের পর এক মৃ'ত্যু  গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বিস্তারিত: https://www.somoynews.tv/news/2025-01-...
22/01/2025

এভাবে একের পর এক মৃ'ত্যু গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2025-01-22/I8zB0v8N

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি প্রত্যন্ত গ্রামে এক অজ্ঞাত রোগে মাত্র এক মাসের মধ্যে অন্তত ১৭ জনের মৃত্যু হয়.....

21/01/2025
21/01/2025

Success is the Best revenge ❤️

21/01/2025

আন্তোনিও গুতেরেস (জন্ম 30 এপ্রিল, 1949, লিসবন , পর্তুগাল) একজন পর্তুগিজ রাজনীতিবিদ এবং কূটনীতিক যিনি পর্তুগালের প্রধানমন্ত্রী (1995-2002) এবং জাতিসংঘের মহাসচিব (2017-) হিসাবে দায়িত্ব পালন করেছেন।Jan 1, 2025

15/12/2023

ইংরেজিতে ৫০টি গালি!
এবার গালি হবে আনলিমিটেড
1. Stupid - বেকুব
2. Rascal - বদমাশ
3. Cad - লুচ্ছা
4. Incaution - বেয়াক্কেল
5. Witless - বুদ্ধিহীন
6. Devil - শয়তান
7. Demon - শয়তান
8. Lucifer - শয়তান
9. Imp - শয়তানের বাচ্চা
10. Fool - বোকা
11. Chuckle-headed - বোকা
12. Dumbb - বোবা/বোকা
13. B***y - বোকালোক
14. Dullardb- বোকালোক
15. Foolish - নির্বোধ
16. Idiot - নির্বোধ/গাধা
17. Nincompoop - আহাম্মক
18. Impudent - বেহায়া
19. Barefaced - নির্লজ্জ
20. Shameless - লজ্জাহীন
21. Absurd - অদ্ভুত
22. Rubbish - আবর্জনা
23. Cruel - নিষ্টুর
24. Oaf - গন্ডমূর্খ
25. Ass - গর্দভ
26. Mutt - বুদ্ধু লোক/গাড়ল
27. Nasty - বিশ্রি
28. Sinner - পাপী
29. Yahoo - নরপশু
30. Graceless - হতচ্ছাড়া
31. Lascivious - লম্পট
32. Cheater - প্রতারক
33. Swindler - ঠগবাজ/জোচ্ছোর
34. Dissolute - চরিত্রহীন
35. Senseless - অচেতন
36. Nonsense - আজেবাজে কথা
37. Irrational - বিচার শক্তিহীন
38. Thick-head - মাথামোটা
39. Thick-skinned - গন্ডালের চামড়া
40. Black sheep - কুলাংগার
41. Bastard - জারজ সন্তান
42. Go to the hell - যাহান্নামে যাক
43. Son of a bitchb - কুকুরের বাচ্চা
44. Young devil - শয়তানের বাচ্চা
45. Kick ass - পাছায় লাথি মারা
46. Scoundrel - খচ্চর/বজ্জাত
47. Damn it - গোল্লায় যাও/জাহান্নামে যাও
48. Criminal - গুরু অপরাধী
49. Oh s**t - ফালতু জিনিস
50. Who the hell are you? - ঐ শালা তুই কে

10/12/2023

২৪ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ!

1. গুড় - JAGGERY (জাগারি)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM(খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER(ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান ইংরেজি - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত ইংরেজি -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা ইংরেজি - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা ইংরেজি - BAY LEAF (বেই-লিফ)
20. তিল - SESAME SEED (সেসামি -সিড)
21. হলুদ ইংরেজি - TURMERIC (ঠামারিক)

পড়া শেষে Done লিখুন😊

24/11/2023

Food & Drinks (খাদ্য ও পানীয়)
⭕ Breakfast: (ব্রেকফাষ্ট) নাস্তা
⭕ Butter: (বাটার) মাখন
⭕ Bun: (বন) বনরুটি
⭕ Boiled Rice: (বয়েলড রাইস) ভাত
⭕ Butter milk: (বাটার মিল্ক) ছানা
⭕ Beaten rice: (বীটেন রাইস) চিড়া
⭕ Beef: (বীফ) গরুর গোশত
⭕ Curd: (কার্ড) দধি
⭕ Yolk: (ইওক) ডিমের কুসুম
⭕ Casein: (কেইসিন) ছানা
⭕ Chop: (চপ) বড়া
⭕ Cutlet: (কাটলেট) মাংসের বড়া
⭕ Cheese: (চিজ) পনির
⭕ Cream: (ক্রীম) দুধের সর
⭕ Coarse flower: (কোর্স ফ্লাওয়ার) আটা
⭕ Fried Rice: (ফ্রাইড রাইস) মুড়ি
⭕ Fowl: (ফাউল) মুরগির মাংস
⭕ Feast: (ফিস্ট) ভোজন
⭕ Flesh: (ফ্লেশ) কাঁচা মাংস
⭕ Fry: (ফ্রাই) ভাজা
⭕ Hotch- Potch: (হচ-পচ) কিচুড়ি
⭕ Jelly: (জেলি) চাটনি
⭕ .Jam: (জ্যাম) মোরব্বা
⭕ Loaf: (লোফ) পাউরুটি
⭕ Mutton: (মাটন) খাসির মাংস
⭕ Pulse: (পালস) ডাল
⭕ Pickle: (পিকল) আচার


পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow করে অবশ্যই পাশে থাকবেন।

17/11/2023

খুবই গুরুত্বপূর্ণ!!!!!!!

🖋️সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল -পুন্ড্র জনপদ
🖋️সর্বভারতীয় প্রথম সম্রাট ছিলেন -চন্দ্রগুপ্ত মৌর্য
🖋️বাংলার ১ম স্বাধীন সুলতান-ফখরুদ্দিন মুবারক শাহ
🖋️পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় -১৫২৬ সালে
🖋️পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় -১৫৫৬ সালে
🖋️পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় -১৭৬১ সালে
🖋️বক্সারের যুদ্ধ সংঘটিত হয় -১৭৬৪ সালে
🖋️পলাশীর যুদ্ধ সংঘটিত হয় -১৭৫৭ সালে
🖋️প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় -১৯১৪ সালে
🖋️দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় -১৯৩৯ সালে

16/11/2023

Mandarin orange = মালটা
Golden apple = আমড়া
Rose apple = জামরুল
Wood apple = কৎবেল
Sugar apple = তাল
Elephant apple = চালতা
Cherimoya = আতাফল
Apricot = খুবানি
Sharon fruit = গাব
Shaddock = জাম্বুরা
Cluster fig = ডুমুর
Sugar palm = তাল
Karonda = করমচা
Gooseberry = আমলকী
Sapodila = সফেদা
Longan = লটকন
Muskmelon = বাঙ্গী
Carambola starfruit = কামরাঙ্গা
Belerica = হরতকি

পড়া শেষে done লিখতে ভুলবেন না।

Address

GR
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gather Your Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share