S M Sifat

S M Sifat নিশ্বাস আর বিশ্বাস শব্দ দুটা জীবনের অনেক দামী
S-Sifat, M-Mohammad🌺🌹🌻
(1)

জানালার ওপারে একটা সকাল দাঁড়িয়ে ছিলশুধু আমি পৌঁছাতে পারিনি।আমি চেয়েছি হাত বাড়িয়ে ধরতে,কিন্তু ভেতরের অন্ধকার ঠিক তখনই আরও...
06/08/2025

জানালার ওপারে একটা সকাল দাঁড়িয়ে ছিল
শুধু আমি পৌঁছাতে পারিনি।
আমি চেয়েছি হাত বাড়িয়ে ধরতে,
কিন্তু ভেতরের অন্ধকার ঠিক তখনই আরও জাপটে ধরেছে…

জানি না, কষ্টটা বেশি—
নাকি আলোটা দেখা,
আর তা ছুঁতে না পারার যন্ত্রণা…
-অনুভূতি বেশি__🍁

মানসিক শক্তি যদি হয় অটুট,তাহলেই গড়ে উঠবে স্বপ্নের ঘর।আজকে হয়ত এলোমেলো সব,কাল হবে গুছানো, ইনশাআল্লাহ একদিন হে আমার বর।🌼
02/08/2025

মানসিক শক্তি যদি হয় অটুট,
তাহলেই গড়ে উঠবে স্বপ্নের ঘর।
আজকে হয়ত এলোমেলো সব,
কাল হবে গুছানো, ইনশাআল্লাহ একদিন হে আমার বর।🌼

সফলতার বীজ সবার অন্তরে গড়ে উঠুক,সঙ্কল্প হোক শক্ত, মন যেন না ভেঙে ঝড়ের ধুক।হতাশার ছায়া যাক মুছে, স্বপ্ন হোক দীপ্ত আলো,প্র...
27/07/2025

সফলতার বীজ সবার অন্তরে গড়ে উঠুক,
সঙ্কল্প হোক শক্ত, মন যেন না ভেঙে ঝড়ের ধুক।
হতাশার ছায়া যাক মুছে, স্বপ্ন হোক দীপ্ত আলো,
প্রতিটি হৃদয়ে থাকুক সাহস, জয়ের ইচ্ছে।

মাঠে, ঘরে, বইয়ের পাতায়—হোক নিরন্তর সাধনা,
চেষ্টার ছোঁয়ায় একদিন হাসবে সোনালি প্রেরণা।
সফলতার গল্প যেন জন্মায় প্রতিদিন,
প্রত্যেক প্রাণে ফুটুক বিজয় উচ্ছাসে , হোক না থেমে নতুন যাত্রার দিন।

টাকার গন্ধ এখনো পাইনি —💵💸মনে হয় কপালেই লেখা নেই,দিনরাত খাটছি, তবুওহাতটা এখনো খালি রই।হয়তো সময়টা আসেনি এখনো,আল্লাহ সব দেখ...
23/07/2025

টাকার গন্ধ এখনো পাইনি —💵💸
মনে হয় কপালেই লেখা নেই,
দিনরাত খাটছি, তবুও
হাতটা এখনো খালি রই।

হয়তো সময়টা আসেনি এখনো,
আল্লাহ সব দেখেন, দেন ঠিক সময়মতো।
তুমি ধৈর্য ধরো,
যেখানে ঘাম পড়ছে, সেখানে ফসল হবেই ইনশাআল্লাহ।
💸

জীবন তো আপনারইকি করলে কি পাইবেন, ভাবুন এখনই,পথ ভুলে গেলে দোষ তো কেবল আপনাই।ভুল সময়ে থেমে গেলে, কে আপনাকে তুলবে?আপনার স্ব...
23/07/2025

জীবন তো আপনারই
কি করলে কি পাইবেন, ভাবুন এখনই,
পথ ভুলে গেলে দোষ তো কেবল আপনাই।
ভুল সময়ে থেমে গেলে, কে আপনাকে তুলবে?
আপনার স্বপ্ন, আপনার জীবন, আপনি ছাড়া কে বুঝবে?

সামনে আগান, পেছন ডাকে কি লাভ?
যা করবেন এখনই, সেটাই তো ভবিষ্যতের ভাব।
জীবন এক আয়না, যা দিবেন তাই ফেরে"!
নিজেকে হারাবেন না, দুনিয়ার শোরগোলে ঘেরে।আপনার জীবন আপনার সিদ্ধান্ত "!
মনের ভয় করতে হবে যে আপনার জয় __

মৃত্যপুরে পথচলামানুষ হয়ে জম্ম মানুষ হইলাম কই।আমি কি খুঁজি, কী পাই তাতে.!চেনা মুখ গুলা আজ অচেনা রাতে।স্বপ্নগুলো মরে যায় ...
22/07/2025

মৃত্যপুরে পথচলা
মানুষ হয়ে জম্ম মানুষ হইলাম কই।
আমি কি খুঁজি, কী পাই তাতে.!
চেনা মুখ গুলা আজ অচেনা রাতে।
স্বপ্নগুলো মরে যায় বাঁচার মাঝপথে,
এ দুনিয়া যেন শুধু মৃত্যুর প্রহর গুনে।

চাইলাম আলো, পেলাম ছায়া,
চাইলাম ভালোবাসা, এলো নির্জনা ছায়া।
পৃথিবীটা বড় বেশি কঠিন হায়রে,
বেঁচে থাকলেও ভেতরে কেউ মরে যায় ধীরে।
তবে মৃত্যু এই শেষ গন্তব্য চিরো সত্যি।

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ"!🏢কুল্লু নাফসিন জাইকাতুল মাউত "যার অর্থ "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হব...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ"!🏢

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত "যার অর্থ "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"।

এমন মৃত্যু দিও না রব কাউকে যা সহবার মতো না"!

"কি থেকে কি হয়ে গেলো,
আসলাম পরতে—
হাসি খুশিতে ক্লাস করতেে"
ফিরে যাচ্ছি নিথর লাশ হয়ে।
স্বপ্ন ছিল চোখে, এখন শুধুই অন্ধকার,
হারিয়ে গেল সবকিছু এক নিমিশে হায় আল্লাহ!"

21/07/2025

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"
"যার অর্থ "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"।
কিন্তু কিছু মুহূর্তে এবং হারানোর ব্যথা মানুষের মন কে বোবা বানিয়ে দেয়"!

এ কেমন নিরর্মম মৃত্যু আল্লাহ যা মানিয়ে নেওয়ার মতো না।আপনি আমাদের এ কেমন পরীক্ষায় ফেলছেন
মৃত্যু এতোটা কঠিন আল্লাহ😭

উত্তরয় মাইলস্টোন কলেজ"!
একটা ছোট্ট সময়… মাত্র কয়েক মিনিট…
কতো স্বপ্ন, কতো হাসি, কতো ভবিষ্যৎ এক নিমিষেই থেমে গেলো।
আল্লাহ্ যেনো সবাইকে শহীদ হিসেবে কবুল করেন,
আহতদের সুস্থতা দান করেন,
আর সকল পরিবারগুলোকে ধৈর্য দান করেন।
আমিন। 🤲

শুনছি যা হয় ভালোর জন্য হয়,আমার বেলায় কেমন যেনো সবকিছু ভিন্ন হয় তবে আলহামদুলিল্লাহ ধৌর্য রাখার তৌফিক দিন আল্লাহ আমায়
21/07/2025

শুনছি যা হয় ভালোর জন্য হয়,
আমার বেলায় কেমন যেনো সবকিছু ভিন্ন হয়
তবে আলহামদুলিল্লাহ ধৌর্য রাখার তৌফিক দিন আল্লাহ আমায়

জীবন চলছে অজানা এক গন্তব্যে আমি যে দিনটা খুঁজতেছি,🌸ঐ দিনটাই সুয়ে সুয়ে ভাবি—চেষ্টা ছাড়া পার করে দেই,🌼
21/07/2025

জীবন চলছে অজানা এক গন্তব্যে
আমি যে দিনটা খুঁজতেছি,🌸
ঐ দিনটাই সুয়ে সুয়ে ভাবি—
চেষ্টা ছাড়া পার করে দেই,🌼

সব কিছুই ক্ষণিকের অতিথি,সুখ, দুঃখ, আনন্দ কিংবা যন্ত্রণা।রয়ে যায় শুধু মৃত্যু —চিরন্তন, নীরব সত্য।🌼💯
20/07/2025

সব কিছুই ক্ষণিকের অতিথি,
সুখ, দুঃখ, আনন্দ কিংবা যন্ত্রণা।
রয়ে যায় শুধু মৃত্যু —
চিরন্তন, নীরব সত্য।🌼💯

"সময়টা হয়তো এখন খারাপ,তবু মন বলো, সহ্য কর সব কষ্টের চাপ।কারণ, এমন দিন তো চিরকাল থাকবে না,একদিন ঠিকই আসবে নতুন প্রভা।"
20/07/2025

"সময়টা হয়তো এখন খারাপ,
তবু মন বলো, সহ্য কর সব কষ্টের চাপ।
কারণ, এমন দিন তো চিরকাল থাকবে না,
একদিন ঠিকই আসবে নতুন প্রভা।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M Sifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share