11/07/2024
ভালই যদি বাসবি তবে
একটু একটু কেন,
আইসক্রীমের মতো বুঝি
ফুরিয়ে যাবে যেন!
বেশী পেলে সইবে না যে,
বলিস মুখে হেসে,
ভয়টা তোর বুঝতে পারি,
হারালে সব শেষে!
লোভী আমি নইকো মোটে,
ফেরৎ পাবি ঠিক,
থাকুক পথে হাজার কাঁটা,
হাঁটবো তোর দিক।