Islami Janala

Islami Janala ইসলামী জানালা পেজটিতে নিয়মিত ইসলামিক বিষয়গুলো শেয়ার করা হয় ।

07/06/2025

🕋🌙 ঈদুল আযহার শুভেচ্ছা!
আত্মত্যাগের মহান শিক্ষা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা।
আসুন, এই ঈদে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হই,
ভ্রাতৃত্ব ও মানবতার জয়গান গাই।
ঈদ মোবারক! 🤲

আজকের "মার্চ ফর গাজা" অনুষ্ঠানে একই মঞ্চে সর্বদলীয় ঐক্য দেখে হৃদয় ভরে গেল। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাই যখন মানবতার পক্...
12/04/2025

আজকের "মার্চ ফর গাজা" অনুষ্ঠানে একই মঞ্চে সর্বদলীয় ঐক্য দেখে হৃদয় ভরে গেল। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাই যখন মানবতার পক্ষে একসাথে দাঁড়ায়, তখন আশার আলো জ্বলে ওঠে। যদি এই ঐক্য এবং সহানুভূতির চেতনা আমরা ধরে রাখতে পারি, তবে বাংলাদেশ শুধু উন্নতির নয়, বিশ্বমানবতার দৃষ্টান্তও হয়ে উঠবে।
প্যালেস্টাইনের পাশে আছি, থাকব।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🥰ঈদ মোবারক🥰
30/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
🥰ঈদ মোবারক🥰

23/03/2025

মিডিয়ায় দেখানো লাখ টাকার শপিংয়ের বেশিরভাগই স্ক্রিপ্টেড—এটা অনেকে বুঝতে পারে না। এগুলো বিশ্বাস করলে শুধু অকারণে কষ্টই পাবেন। নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন, সুখে থাকবেন। মিডিয়া সবসময় মানুষকে অলিক স্বপ্ন দেখায়। ঈদ মানে শপিং নয়—এটা মনে রাখলেই ভালো হয়।

🤲
19/03/2025

🤲

18/03/2025

গাজার এই আজান যেন আর্তনাদ—প্রমাণ করে তারা ভালো নেই। 😭 আল্লাহ তাদের হেফাজত করুন। (আমিন)
মানবতার শত্রু, বর্বর ইসরায়েলিদের প্রতি একরাশ ঘৃণা!

পতিতাবৃত্তির নিন্দা করা যাবে না, তাও বাংলাদেশের মাটিতে এই দাবি😭স্লাট শেইমিং (পতিতা নিন্দা)— মানে পতিতাবৃত্তির নিন্দা করা...
05/03/2025

পতিতাবৃত্তির নিন্দা করা যাবে না, তাও বাংলাদেশের মাটিতে এই দাবি😭
স্লাট শেইমিং (পতিতা নিন্দা)— মানে পতিতাবৃত্তির নিন্দা করা।
প্রকাশ্যে বিড়ি খাওয়ার অধিকার চাও; সেটা না হয় বুঝলাম। কিন্তু পতিতাবৃত্তির নিন্দা করা যাবে না—সেটা আবার কেমন কথা।
এটা আবার কবে থেকে প্রশংসনীয় কাজ হইলো?
পৃথিবীর ইতিহাসে সর্বকালে, সর্বসমাজে পতিতাবৃত্তিকে একটি নিন্দনীয় কাজ হিসেবে বিবেচনা করা হয়ে আসছে।
শুধু ধর্মের বিবেচনায়ই নয়, বরং ভদ্রতা, নৈতিকতা ও সভ্যতার বিবেচনায়ও এটি একটি অশ্লীল ও গর্হিত কাজ হিসেবে পরিচিত।
আর শাহবাগী নামক নর্দমার কীটেরা আসছে—এটাকে গ্লোরিফাই করতে!
না কি এখন থেকে এটাও হাগার বছরের বাঙালি সংস্কৃতির অংশ হয়ে গেল??
যদি সমাজকে ও পরবর্তী প্রজন্মকে পঁচে যাওয়া থেকে বাঁচাতে চান, তাহলে যেকোনো মূল্যে শাহবাগীদেরকে দমাতে হবে।

01/03/2025

রমজানের শুভাগমন, রহমতের আলোয় আলোকিত হোক হৃদয়। 🌙✨
সংযম, ইবাদত ও শান্তির মাসে সবার জন্য রইলো শুভ কামনা! 🤲

21/02/2025
ভ্যালেনটাইন আমাদের সংস্কৃতি নয়
13/02/2025

ভ্যালেনটাইন আমাদের সংস্কৃতি নয়

আর মাত্র কয়েকদিন বাকি🥰
09/02/2025

আর মাত্র কয়েকদিন বাকি🥰

07/02/2025

অনেকে জামাতে নামাজের সময় দাড়িয়ে থাকেন, তারা শেষ পর্যন্ত দেখুন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Janala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islami Janala:

Share