FMpriyo.com

FMpriyo.com বিজয় দিবসের শুভেচ্ছা

মা এখনও অংক বোঝেনা!১ টা রুটি চাইলে ২ টা নিয়ে আসে।কোথাও  যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও বো...
23/04/2024

মা এখনও অংক বোঝেনা!
১ টা রুটি চাইলে ২ টা নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না!
I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী!
না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা!
সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর!
বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয়।

মা নির্লজ্জ!
মাকে যতই বলি আমার জিনিসে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া!
আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই!
আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস!
নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট!
অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পরে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর!
নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা তাঁদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা আমাদের থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে।
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান।
#পৃথিবীর সকল মা ভালো থাকুক।❤️
যে সকল মা কবরবাসী হয়েছে সকল মা জান্নাতুল ফেরদৌউস নসিব হোক এই দোয়া।

আজকের আকাশে কে কি ছবি এঁকেছেন???
17/04/2024

আজকের আকাশে কে কি ছবি এঁকেছেন???

09/04/2024

ইয়া আল্লাহ 🤲😭🤲, এই শেষ রোজার দিনকে স্বাক্ষী রেখে তোমার কাছে চাই- আখেরাত এবং হাশরের ময়দানে তুমি সকলের নিকট আমাকে সম্মানিত কইরো।(আমিন)
এই দুনিয়ার সব না হয় বিসর্জন দিলাম😭

কত বিশাল একটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত! এযে কতবড় আত্মত্যাগ!!অন্য কোনো দেশ হলে তাকে জাতীয় বীরের স্বীকৃতি দিতো, জাতীয় স...
05/04/2024

কত বিশাল একটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত! এযে কতবড় আত্মত্যাগ!!অন্য কোনো দেশ হলে তাকে জাতীয় বীরের স্বীকৃতি দিতো, জাতীয় সংসদে তাকে দাড়িয়ে সম্মান জানাতো।রাস্ট্র তার পরিবারকে পুরস্কৃত করত, কিন্তু এখানে কিছুই হলোনা। মিডিয়া ও সোশ্যাল মিডিয়া এই খবরটাকে পাশ কাটিয়েই গেলো।গোপালগঞ্জের ছোট্ট কিশোর অবৈধভাবে বিমানবন্দরের নিরাপত্তা বেস্টনী পেরিয়ে প্লেনে উঠলো এই নেগেটিভ খবর বিশাল কাভারেজ পায়। কিন্তু জুবায়ের পেলোনা।
ছবির ছেলেটির নাম জুবায়ের। গাইবান্ধা আদর্শ কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ এর সামনের রেললাইনে সে তাকিয়ে দেখে এক কিশোরী মা তার শিশু সন্তানকে কোলে চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে আছে।মুহুর্তে তার ভালোবাসায় ভরা হৃদয়ে কি এক বোধ সঞ্চারিত হলো। এদের বাঁচতে হবে,বাঁচাতে হবে।তিলবিলম্ব না করে সে চলন্ত ট্রেনের সামনে দাড়ানো মাকে সজোরে ধাক্কা দিলো। মাকে বাঁচাতে পারলোনা। কিন্তু শিশুটি ছিটকে পড়লো রেললাইন থেকে দুরে। মায়ের সাথে সাথে জুবায়েরের দেহটা লৌহদানব ট্রেনের চাকায় তিন টুকরো হয়ে গেলো। তার কলেজ ইউনিফর্মের শাদা শার্টটা রক্তে লাল হয়ে গেলো। আর মানুষের জন্য, সব সৃস্টির জন্য ভালোবাসায় ভরা তার বুকটা ছিন্নভিন্ন হয়ে পড়ে রইলো রেললাইনের উপরে। তোর এ আত্মত্যাগে আমরা গর্বিত বাবা। তুই আমাদের নস্ট দেশের নস্ট খবরে অনেক দিন পড়ে এক আকাশ ভরা সুবাাতাস। তুই ওপারেও ভালো থাকবি। তোকে জানাই লাখো সালাম 🤎🖤
আল্লাহ তুমি জুবায়ের কে জান্নাতের উচু মাক্বাম দান করিও। আমীন।

✊বয়কট  ✊বয়কট ✊বয়কটহতে পারেন আপনি অনেক ধনী, কিন্তু আপনার পক্ষে কি সম্ভব সকল গরীব ও মধ্যবিত্তদের বাড়ি মাংস পৌছে দেয়া??? জ্...
31/03/2024

✊বয়কট ✊বয়কট ✊বয়কট
হতে পারেন আপনি অনেক ধনী, কিন্তু আপনার পক্ষে কি সম্ভব সকল গরীব ও মধ্যবিত্তদের বাড়ি মাংস পৌছে দেয়া??? জ্বি অবশ্যই সম্ভব। আপনার তা কিনে দিতে হবে না। শুধু মাত্র সকলের কথা চিন্তা করে ১ মাস মাংস না খেয়ে থাকুন। রমজানের রোজার মাধ্যমে কিন্তু আল্লাহ সংযম করতে বলেছেন গরীবের দু:খকে উপলব্ধি করার জন্য। গরীব ও মধ্যবিত্তরা যদি বছরে ১ বার মাংস খেয়ে বাচতে পারে তাহলে আপনি কি সকলের স্বার্থে ১ মাস পারবেন না!?!? আজ আপনার একটু ত্যাগের বিনিময়ে সকলে মনে আকাংক্ষা পূরণ হতে পারে আসুন আমরা মাংস বয়কট করি।

27/03/2024
♥️♥️প্রতিটি ছবিতেই নবী-রাসুলদের জীবনী রয়েছে।ছবির উপরে ক্লিক করে জেনে নিন তাদের জীবনী। দূর্দান্ত এই কালেকশনটি নিজের ফেসবু...
27/03/2024

♥️♥️প্রতিটি ছবিতেই নবী-রাসুলদের জীবনী রয়েছে।ছবির উপরে ক্লিক করে জেনে নিন তাদের জীবনী। দূর্দান্ত এই কালেকশনটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন। প্রয়োজনে কাজে দিবে♥️♥️

19/03/2024
একটা তরমুজের দাম ৮০০ টাকা!!বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে ৭ দিন তরমুজ না খেয়ে থাকা যাবে। তরমুজ কেনা ৭ দ...
19/03/2024

একটা তরমুজের দাম ৮০০ টাকা!!
বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে ৭ দিন তরমুজ না খেয়ে থাকা যাবে।
তরমুজ কেনা ৭ দিন বন্ধ রাখেন, শুধু তরমুজ নয় যেকোন পণ্য ৭দিন কেনা বন্ধ করেন অটো ঠিক হয়ে যাবে মুনাফা লোভি ব্যবসায়ীরা। সিন্ডিকেট আমাদেরই ভাঙতে হবে।
চলুন সিন্ডিকেট ভেঙ্গে দেই। ।

৩০০ টাকার বাজার সাল ২০০৫ 🙂
17/03/2024

৩০০ টাকার বাজার
সাল ২০০৫ 🙂

23/02/2024

পৃথিবীর সব চেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক।আর বিবেক দিয়ে আদালত চলে না, আদালত চলে কিছু বানানো নিয়ম আর ধারা দিয়ে।যা বেচা কেনা করা যায়।

13/02/2024

কেউ যদি কারো বদনাম আপনার কাছে বলতে আসে তাহলে তাকে জুতার বারি দিবেন এবং সাথে সাথে সেই ব্যক্তিকে জানিয়ে দিবেন যারা বদনাম করা হয়েছে।
-শিক্ষা

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when FMpriyo.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category