BD Jobs Circular and Preparation

BD Jobs Circular and Preparation This is one of the largest free jobs circular and Preparation media for job seekers in Bangladesh.

25/09/2022

যে এলাকায় আগে চামড়ার উটকো গন্ধে টেকা দায় ছিল, ট্যানারিগুলো সাভারে স্থানান্তরিত হওয়ায় এখন সে অবস্থা আর নেই। নেই ময়....

24/08/2022

পোশাক রপ্তানিতে স্থানীয় মূল্য সংযোজন কমছে- সমকাল
--------------------------------------------------
রপ্তানিমুখী তৈরি পোশাক উৎপাদনে বিভিন্ন ধরনের কাঁচামালের আমদানিনির্ভরতা বেড়েছে। ফলে স্থানীয় মূল্য সংযোজনের হার কমেছে। গত ২০২১-২২ অর্থবছর এ হার ৫৪ দশমিক ৩৮ শতাংশে নেমেছে। এর আগের অর্থবছরে স্থানীয় মূল্য সংযোজন ছিল ৫৯ শতাংশ। তৈরি পোশাকে মূল্য সংযোজন বলতে বোঝায় রপ্তানি মূল্য থেকে আমদানি করা কাঁচামালের মূল্য বাদ দিয়ে নিট রপ্তানিকে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ দেশের মধ্যে থেকে কেনা কাঁচামাল।...............

বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন সমকালকে বলেন, তৈরি পোশাকের নিট উপ-খাতে বেশিরভাগ কাঁচামাল জোগান দিয়ে যাচ্ছেন তাঁরা। ওভেন খাতেও সাধারণ মানের পাশাপাশি মানসম্পন্ন সুতা কিংবা কাপড় উৎপাদনের সক্ষমতা আছে তাঁদের। তবে উচ্চ মূল্যের পোশাক তৈরিতে উপযোগী সুতা ও কাপড় উৎপাদনে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ প্রয়োজন, যা পাওয়া যাচ্ছে না। বিস্তারিত........

15/08/2022

১৯৭৫ সালের ১৫ই আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।

মোহাম্মদ আলী খোকন

পরিচালনা পর্ষদ, বিটিএমএ

05/06/2022
29/01/2022

াতাস দিয়ে টাকা নিয়ে যাচ্ছে তিতাস। সঠিকভাবে গ্যাসের চাপ নির্ণয়ে লাগানো হচ্ছে না ইভিসি মিটার। দুপুরে এক সংবা....

24/01/2022

Bangladesh’s apparel sector is facing a huge gap between demand for and supply of yarn-dyed fabrics known as checked and striped shirting clothes as textile businesses are reluctant to establish the fabric manufacturing units due to high costs and...

 #গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে ব্যবসায়ীরাব্যবসায়ীদের মত, গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়বে, যা শিল্পের প্রতিযোগিতা সক্...
21/01/2022

#গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে ব্যবসায়ীরা
ব্যবসায়ীদের মত, গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়বে, যা শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে।
সম্প্রতি গ্যাসের দাম বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব জমা দেয়া শুরু করেছে গ্যাস সঞ্চালন, উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলো। কিন্তু দাম বাড়ানোর এই উদ্যোগের বিরোধিতা করেছেন দেশের শিল্পোদ্যোক্তারা। তারা বলছেন, গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়বে, যা শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে। মহামারিকালে অর্থনীতির ঘুরে দাঁড়ানো ব্যাহত হবে। বুধবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত পাওয়ার, এনার্জি, ইউটিলিস-বিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে চীন ও ভারত আরও ২০ বছর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রাখবে। বাংলাদেশেও শিল্পের বিকাশের স্বার্থে দেশে মজুত থাকা কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেয়া উচিত সরকারের। তিনি গ্যাস অনুসন্ধান কার্যক্রম ব্যাপকভাবে শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাপেক্স একা না পারলে বেসরকারি খাতের সঙ্গে যৌথ অংশীদারত্বে অনুসন্ধান কূপ খননে গতি আনা উচিত। স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর-ইন-চার্জ ও এফবিসিসিআইয়ের পরিচালক আবুল কাশেম খান বলেন, দেশে জ্বালানি খাতে আমদানি-নির্ভরতা বাড়ছে, যা ভবিষ্যতের জন্য নিরাপদ নয়। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও শিল্পায়ন অব্যাহত রাখতে দেশীয় সম্পদকে কাজে লাগানো জরুরি। কয়লা উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদনের পক্ষে মত দেন তিনি। এফবিসিসিআইয়ের পরিচালক মো. নাসের বলেন, বিতরণ ব্যবস্থায় চরম অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ উৎপাদনের সুফল বঞ্চিত হচ্ছেন দেশের ব্যবসায়ীরা। বিস্তারিত জানতে নিন্মের পত্রিকার ক্লিপ গুলোতে চোখ রাখুন।

30/04/2021

Textile Mills Association (BTMA) Job Circular 2021
Post Name: Joint Director and Additional Director
Last date of application: May 16, 2021
Job Details: See Circular
https://facebook.com/BTMABD

Bangladesh Textile Mills Association is the sole non Govt. Association in Bangladesh to regulate enti

24/04/2021
 # # #হট সরকারী চাকুরির খবরপ্রতিষ্ঠান: বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট পদের নাম: ম্যানেজমেন্ট অ্যাডভাইজার, কম্পিউটার...
27/02/2020

# # #হট সরকারী চাকুরির খবর
প্রতিষ্ঠান: বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট
পদের নাম: ম্যানেজমেন্ট অ্যাডভাইজার, কম্পিউটার অপারেটর এবং অন্যান্য
প্রকাশের তারিখ: ফেব্রুয়ারী 27, 2020
বিস্তারিত: http://bit.ly/2VnG9PH

 #  Gas Adarsha High School এ চাকুরীPost: Assistant Teacherhttp://bit.ly/2T4VzFG
23/02/2020

# Gas Adarsha High School এ চাকুরী
Post: Assistant Teacher

http://bit.ly/2T4VzFG

Titas Gas Adarsha High School Job Circular 2020

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BD Jobs Circular and Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Jobs Circular and Preparation:

Share