Ogroborty-অগ্রবর্তী

Ogroborty-অগ্রবর্তী Ogroborty means Advance

22/10/2024

আরে এটা তো আমার মেয়ে!!! যদিও এক্সাম্পল টা কলা না হয়ে চকোলেট হবে🤦‍♀️

ধরেন বাসায় একটা কলা আছে
বাচ্চা খেতে চাইলো
আপনি ছিলে দিলেন
এখন সে আর কিছুতেই খাবে না
সে কলাটাকে আগের মত করে দিতে বলছে
খুব কান্না করছে
কলা রেখে দিয়েছে আর সে খাবেই না।
কলা কালো হয়ে যাচ্ছিল বলে
আপনি খেয়ে ফেলেছেন
এখন সে সেই খেয়ে ফেলা কলার জন্য কান্না করছে
এখন আপনি কি করবেন?

😁 কি একটা যন্ত্রণা তাইনা 😁😥😥

এই যন্ত্রণায় আমার জীবন ত্যানা ত্যানা 🤣🤣🤣🤣

With মান্না-সালওয়া কেক'স – I just got recognized as one of their top fans! 🎉
09/10/2024

With মান্না-সালওয়া কেক'স – I just got recognized as one of their top fans! 🎉

09/10/2024

বারিশা হক এক টক শোতে বললেন" জীবনে ভালোবাসার থেকে টাকা গুরুত্বপূর্ণ। যে সন্তান বেশি টাকা ইনকাম করে সে বেশি গুরুত্ব পায় কম ইনকাম করা সন্তানের থেকে। এমনি তার জন্য তরকারির ভালো ভালো পিস গুলো আলাদা বাটিতে তুলে রাখে সেই মা যে মা সব সন্তান কেই জন্ম দেয়।"মায়েরা কি আসলেই এমন করে। আপনাদের কি মতামত?

04/10/2024
❤️❤️
16/09/2024

❤️❤️

27/08/2024

Let's talking about today's hot viral topic:
শেখ মুজিব এর জন্ম নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন মতামত আসছে! সেই সাথে জয় এর জন্ম নিয়েও।
খারাপ লাগলো অনেক প্রাক্টেসিং মুসলিম ভাই বোনরাও এসব নিয়ে ট্রল করছে। কার জন্ম কিভাবে কেন বা কি!! সেটা সেই ব্যাক্তির উপর বর্তায় না। সে হিন্দু নাকি মুসলিম সেটার হিসাব সেই ব্যাক্তিকেই দিতে হবে। শেখ মুজিব যেহেতু মৃত সেহেতু এই ব্যাপারে সে নিজে থেকে কোন প্রমাণ দিতে পারবে না। আর শেখ মুজিব এর বাবা কে অথবা জয় এর বাবা কে সেটা দিয়ে কি জাতির আদৌও কোন কল্যাণ অকল্যাণ লিখিত হচ্ছে!! তারা ব্যাক্তি হিসেবে নিজের বুদ্ধিবৃত্তিক কি কি করেছেন! কি কর্ম করেছেন! কি আদর্শ প্রচার করার কারনে মুসলিম হিসেবে আমাদের ক্ষতি হয়েছে কি হয়নি! কি ধরনের অত্যাচার করেছেন সেগুলো বিষয় গঠনমূলক কথা বলা যেতেই পারে। কিন্ত এইসব ট্রলিং করে নিজেদের গোনাহগার বানানোর কোন দরকার কি আছে?
যারা ট্রল না করেও এই ব্যাপার এ সত্য উন্মোচন হোক তাই শেয়ার দিচ্ছেন বা বলে যাচ্ছেন, তাদের উদ্দেশ্য কথা হলো এটা একান্ত ব্যাক্তিগত পাপ তাদের যদি সেটা সত্যি হয়ে থাকে। কারো ব্যাক্তিগত পাপ ঘাটাঘাটি করা ইসলামীক দিক থেকে উচিত নয়। আর যদি বিষয়টা বানোয়াট হয় তাহলে কিন্ত এটা অপবাদ এর শামিল। সো এই সব বিষয় থেকে নিজেকে বাচিয়ে রাখা উচিৎ।
আল্লাহ আমাদের কে সকল ধরনের গোপন ও প্রকাশ্য গুনাহ থেকে পানাহ দান করুন। আমিন।।

Next time may be Vikkhuk hoye!! Allahu alam...
26/08/2024

Next time may be Vikkhuk hoye!! Allahu alam...

22/08/2024

যুদ্ধ বিদ্ধস্ত দেশে পরিনত করেছো আমাদের। আলহামদুলিল্লাহ!! আমাদের আল্লাহ আছেন। একটা একটা করে হিসাব নেওয়া হবে, ইং শা আল্লাহ। মুসলমানদের জন্য দুনিয়ার জীবন পরীক্ষার। আখিরাত এর ব্যাকুলতায় ব্যাকুল থাকে মুসলিম রা! তোমরা ভাবছো আমাদের দুনিয়ার জীবন যেকোনো ভাবে ধ্বংস করে দিচ্ছো! আর আমরা ভাবছি তোমাদের আখিরাত তো শেষ!!! প্রাকৃতিক দূর্যোগ কে রাজনৈতিক দুর্যোগে পরিনত করে লাভ নাই। ইং শা আল্লাহ এর।মাধ্যমে আমাদের ইমানি শক্তি আরো স্ট্রং হবে।

22/08/2024

"আদেশ হল, হে জমীন তোমার পা‌নি গি‌লে ফেল, হে আকাশ, পা‌নি বর্ষণ বন্ধ ক‌রো!" (সূরা হূদ, ৪৪)

হে আল্লাহ! আপ‌নি হযরত নূহ আ.-এর প‌ক্ষে আকাশ ও জমীন‌কে যেভা‌বে আদেশ ক‌রে‌ছেন, আমা‌দের প‌ক্ষেও সেরূপ রহম করুন!

আমিন।

মা, মাতৃভূমি এবং মাতৃভাষা—এ তিনটি জিনিস মানুষের সবচেয়ে প্রিয়। মাতৃভূমির প্রতি টান মানুষের সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার ...
03/08/2024

মা, মাতৃভূমি এবং মাতৃভাষা—এ তিনটি জিনিস মানুষের সবচেয়ে প্রিয়। মাতৃভূমির প্রতি টান মানুষের সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার প্রয়োজনে, কর্তব্যের টানে মানুষ বিদেশে থাকলেও জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলে থাকতে পারে না। এই ভালোবাসা ও মমত্ববোধকে বলা হয় দেশপ্রেম। যেকোনো দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে দেশপ্রেমের বিকল্প নেই।

পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেশের প্রতি ভালোবাসা অনুপ্রাণিত করা হয়েছে। যদিও স্পষ্টভাবে কোথাও এর উল্লেখ নেই কিন্তু এর ইঙ্গিত রয়েছে একাধিক আয়াতে। জন্মভূমি মক্কার প্রতি মহানবী (সা.)-এর অপরিসীম ভালোবাসার কথা সবারই জানা। মক্কার লোকদের চরম নিষ্ঠুরতায় একসময় তিনি প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন পবিত্র মদিনার উদ্দেশে রওয়ানা হয়ে প্রিয় মাতৃভূমির দিকে ফিরে তাকিয়ে বলেছিলেন, ‘কত উত্তম ভূখণ্ড তুমি! আমার কত প্রিয়! আমার স্বজাতি যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, তবে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতাম না।’ (তিরমিজি: ৩৯২৬)

হে আমার মাতৃভুমি, হে আমার বাংলাদেশ আমি তোমায় ভালীবাসি😭

এখন ভাবছি সেই ১৪০০ বছর আগেও যখন জালিম রা রাসুলুল্লাহ সাঃ কে বের করে দিয়েছিল তার উপর জুলম করেছিল কতই না কষ্ট পেয়েছিলেন আমার রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ogroborty-অগ্রবর্তী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ogroborty-অগ্রবর্তী:

Share

Category