03/08/2024
মা, মাতৃভূমি এবং মাতৃভাষা—এ তিনটি জিনিস মানুষের সবচেয়ে প্রিয়। মাতৃভূমির প্রতি টান মানুষের সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার প্রয়োজনে, কর্তব্যের টানে মানুষ বিদেশে থাকলেও জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলে থাকতে পারে না। এই ভালোবাসা ও মমত্ববোধকে বলা হয় দেশপ্রেম। যেকোনো দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে দেশপ্রেমের বিকল্প নেই।
পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেশের প্রতি ভালোবাসা অনুপ্রাণিত করা হয়েছে। যদিও স্পষ্টভাবে কোথাও এর উল্লেখ নেই কিন্তু এর ইঙ্গিত রয়েছে একাধিক আয়াতে। জন্মভূমি মক্কার প্রতি মহানবী (সা.)-এর অপরিসীম ভালোবাসার কথা সবারই জানা। মক্কার লোকদের চরম নিষ্ঠুরতায় একসময় তিনি প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন পবিত্র মদিনার উদ্দেশে রওয়ানা হয়ে প্রিয় মাতৃভূমির দিকে ফিরে তাকিয়ে বলেছিলেন, ‘কত উত্তম ভূখণ্ড তুমি! আমার কত প্রিয়! আমার স্বজাতি যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, তবে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতাম না।’ (তিরমিজি: ৩৯২৬)
হে আমার মাতৃভুমি, হে আমার বাংলাদেশ আমি তোমায় ভালীবাসি😭
এখন ভাবছি সেই ১৪০০ বছর আগেও যখন জালিম রা রাসুলুল্লাহ সাঃ কে বের করে দিয়েছিল তার উপর জুলম করেছিল কতই না কষ্ট পেয়েছিলেন আমার রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!