কাব্য কথা

কাব্য কথা Wherever you are, and whatever you do, be in love.”
― Rumi

কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা?
কবিতা কি ছেলেখেলা, অবহেলা রঙিন বেলুন?
কবিতা কি নোটবই, টু-ইন-ওয়ান, অভিজাত মহিলা -সেলুন?

কবিতা তো অবিকল মানুষের মতো
চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,
তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।

কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে নিয়ে
খুলে দেখো তার সব অণু-পরমাণু জুড়ে
কেবলি জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী।
মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে,
সেও চায় শিল্

প আর স্লোগানের শৈল্পিক মিলন,
তার তা ভূমিকা চায় যতোটুকু যার উৎপাদন।

কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অ-সুখে,
নষ্ট সময় এলে উঠানে দাঁড়িয়ে বলে,–
পথিক এ পথে নয়
‘ভালোবাসা এই পথে গেছে’।

(-হেলাল হাফিজ)

13/10/2024

সব রাখা যায়, সব থাকে
শীতল কৌটার মধ্যে পুরনো চিঠির পাকে পাকে
তোমার আদর স্পর্শ ।

_ শক্তি চট্টপাধ্যায় // তির্যক

07/08/2024

কয়েকটা প্রশ্ন ও মতামতের উত্তর দেই...

১. বিকল্প আছে? বা বিকল্প দেখান !
উঃ বিকল্প তৈরি হচ্ছে । সময় হলেই দেখতে পাবেন ।

২. সব একই ।
উঃ সব এক না, অতীতে হয়ে থাকলেও বর্তমানে বা ভবিষ্যতে হবেনা ।

৩. এক দল খাইছে ১৭ বছর আর এক দল খাবে ১৭ বছর।
উঃ সেই সুযোগ দেয়া হবে না ।

৪. আগেইতো ভালো ছিলো।
উঃ আগে শুধুমাত্র সুবিধাভোগীদের জন্য ভালো ছিল । আপনি কি তাদের মধ্যে একজন?

৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
উঃ স্বাধীন করা হয়েছে দেশ সংস্কার করে নতুন করে গড়ার জন্য । আর এটা রাতারাতি হয় না, সংস্কারের জন্য সময় লাগে । ধৈর্য্য ধরুন, সময় দিন । ১৫ বছর ধৈর্য্য ধরে মুখ বুজে স্বৈরাচারের শাসন ও শোষণ সহ্য করতে পারছেন, দেশ সংস্কারের জন্য কয়েকটা মাস ধৈর্য্য ধরতে পারবেন না ?

৬. জাতি হিসেবে আমরা অসভ্যই থেকে গেলাম !
উঃ প্রতিটা জাতির মধ্যেই অসভ্য মানুষ থাকে । এর জন্য পুরো জাতি অসভ্য হয়ে যায় না । আমাদের মধ্যে হয়ত অসভ্য একটু বেশি, কিন্তু তার দায়ভার পূর্ববর্তী শাসকদের ও তাদের প্রণীত রুগ্ন সমাজ ব্যবস্থার, যারা এদের সভ্য করতে পারেনি বা হতে দেয়নি । নতুনদের হাত ধরে সভ্যতা আসছে, আসবে ।

আপনার সব প্রশ্ন ও শঙ্কার উত্তর হচ্ছে, একটু ধৈর্য্য ধরুন, একটু সময় দিন । পরিবর্তনে বিশ্বাস করতে শিখুন এবং পরিবর্তনের পথে সহযোগিতা করুন; আর এর শুরুটা করুন সর্বপ্রথম নিজের মন-মানসিকতার পরিবর্তন দিয়ে ।

বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে,এত বিদ্রোহ কখনো দেখে নি কেউ,দিকে দিকে ওঠে অবাদ্যতার ঢেউ;স্বপ্ন...
03/08/2024

বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে,
এত বিদ্রোহ কখনো দেখে নি কেউ,
দিকে দিকে ওঠে অবাদ্যতার ঢেউ;
স্বপ্ন-চূড়ার থেকে নেমে এসো সব–
শুনেছ? শুনছ উদ্দাম কলরব?
দেখ আজ তারা সবেগে সমুদ্যত;
তাদেরই দলের পেছনে আমিও আছি,
তাদেরই মধ্যে আমিও যে মরি-বাঁচি।
তাইতো চলেছি দিন-পঞ্জিকা লিখে–
বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে।।
অনুভব – সুকান্ত ভট্টাচার্য
ছাড়পত্র

01/08/2024

দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম,
হে স্বদেশ, ফের সেই কথা জানলাম।

অনেকে বিরূপ, কানে দেয় হাত চাপা,
তাতেই কি হয় আসল নকল মাপা?

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when কাব্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাব্য কথা:

Share

Category