25/05/2025
ফেসবুক থেকে ইনকাম করা ভীষণ সহজ অন্তত আমি মনে করি। ই উ টি উ ব থেকেও ফেসবুকে ইনকাম করা অনেক বেশি সহজসাধ্য কারণ ফেসবুকে একটু সামান্য বাস্তব বুদ্ধি কাজে লাগালেই কিন্তু ইনকাম করা যায়।
প্রথমে বলি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে হলে প্রথমে একাউন্ট টা কে গ্রো করাতে হবে। মানে আপনার ফ্যান ফলোয়ার্স বাড়াতে হবে। এবার সেটা কিভাবে করবেন একটা খুব সহজ উপায় বলি?
1. ফ্লা ও য়া র গি ফ ট করুন। আপনার গি ফ ট করা ফ্লা ও য়া র থেকে যদি না আপনার ফলোয়ার বাড়ে তখন আমাকে বলবেন।
2. অবশ্যই কাজ করতে হবে। মানে শুধু ফ্লা ও য়া র গি ফ ট করলেই তো হবে না মানুষকে আপনার প্রোফাইল বা পেজে আটকে রাখতে হলে আপনাকে কাজ দেখাতে হবে। মানে আপনাকে ফটো পোস্ট করতে হবে ।ভিডিও পোস্ট করতে হবে ।কারণ কাজ না করলে টাকা আপনাকে কেউ দেবে না।
এবার বলি কিভাবে কাজ করবেন?
আপনার মধ্যে কোন ট্যালেন্ট নেই আমি ধরে নিলাম। আপনি ভিডিও বানাতে পারেন না। আপনি লিখতে পারেন না।। কপি পেস্ট করতে পারবেন তো?
1. লেখা কপি পেস্ট এর মাধ্যমে ফেসবুকে ইনকাম এখন অনেকেই করছে। এটার মধ্যে কোন ভুল নেই। কোন অন্যায় নেই । হ্যাঁ যদি লেখকের নাম জেনে থাকেন লেখার নিচে লেখকের নামটি অবশ্যই উল্লেখ করবেন। আর লেখকের নাম না জানা থাকলে সংগৃহীত কথাটি অবশ্যই লিখবেন। মানে হল অন্যের লেখাটি নিজের লেখা বলে চালাতে যাবেন না।
2. সারাদিনে কিছু ভালো করে ফটো তুলুন নিজের। কিংবা পরিবেশের ,প্রাকৃতিক সৌন্দর্য ,ফুল ,খাবার সেইগুলো দিয়ে কিছু লেখা কপি পেস্ট করে পোস্ট করে দিন।
এখন তো ভিডিওর থেকেও লেখা বা ফটোতে ইনকাম বেশি হচ্ছে।
3. এবার যদি নিজের ভিডিও বানাতে প্রবলেম হয় বা না পারেন সেক্ষেত্রে ভিডিও ডাউনলোড করুন। ভয়েসটা নিজে দেওয়ার চেষ্টা করুন দিয়ে ভিডিওটি যে কোন ভিডিও এডিটিং অ্যাপ এ গিয়ে এডিট করে রি পোস্ট করুন। কোন কপিরাইট আসবেনা ।শুধু মিউজিকটা একটু খেয়াল রাখবেন। মানে পারলে অরিজিনাল ভয়েস দিয়ে মিউজিকটা তৈরি করবেন।
4. এবার যদি বলেন কি ভয়েজ দেব সেক্ষেত্রে যে কাউকে অনুকরণ করুন।
5. আর যদি মনে হয় নিজে ভিডিও তৈরি করব কিন্তু নিজের ফেস দেব না সে ক্ষেত্রে আপনার বিভিন্ন সারা দিনের কাজ সেগুলোকে ভিডিও করতে পারেন ।রান্নার ভিডিও করতে পারেন এবং তার সাথে একটা ভয়েস এডিট করে দিতে পারেন। ভীষণ সহজ।
তবে ফেসবুকে কাজ করার ক্ষেত্রে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ধৈর্য। ধৈর্য হারালে কিন্তু ফেসবুকের কাজটি আপনার জন্য নয়। আপনি দেখবেন আপনি কাজ করবেন যত রেগুলারিটি মেনটেন করে টাইম মেইন করে আপনার রিচ এনগেজমেন্ট তর তর করে বাড়বে। কিন্তু কাজ করতে করতে আপনি যদি সাত দিনের গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই যে এত দিনের কষ্টটা বৃথা চলে যাবে। আবার আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে এবং নতুন করে কাজ করতে হবে।
আমার কথা মেনে কাজ করে দেখুন ফেসবুকে সাফল্য আসবেই আসবে। আমার ফলোয়ার কম এটা নিয়ে মাথা ঘামাবেন না ।কেউ কেউ 5000 ফলোয়ারেও ইনকাম করছে ।কেউ কেউ 50000 ফলোয়ারেও ইনকাম করতে পারছে না। সুতরাং followers does not matter.
অনেকের আবার ফেসবুকে কাজ করা নিয়ে অনেক রকম সমস্যা রয়েছে। মানে নিজেরা তো করতে পারেনা অন্য কেউ করলেও তাদের সমস্যা হয়।
আমি মনে করি রাস্তায় বসে পরনিন্দা পরচর্চা করার থেকে ঘরে বসে নিজের ফোনেতে নিজের ফেসবুকে নিজের পছন্দমত কাজ করে যদি দুটো পয়সা কেউ রোজগার করে সেটার মধ্যে কোন খারাপ কিছু নেই । হ্যাঁ অবশ্যই ফেসবুকে এসে অশ্লীলতা করাটাকে কখনোই আমি সাপোর্ট করিনা।