Zakir Hossain Nishu

Zakir Hossain Nishu A successful entrepreneur is always thinking about change, looking for new opportunities and making positive use of every opportunity.

📞 যোগাযোগের নম্বরসমূহ:
📱 মোবাইল ও WhatsApp: +8801345717989
+8801340 472858
⚠️ সতর্কবার্তা:
আমাদের একমাত্র bKash (পার্সোনাল) নম্বর: 01403 097223
⛔ দয়া করে এই নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে লেনদেন করবেন না।

12/08/2025

📢 বেসিক ইংরেজি জানতে হবে!
🔸 আপনি যদি ইউরোপ বা অন্য কোনো দেশে কাজ করতে আগ্রহী হন, তাহলে ইংরেজি জানা শুধু সুবিধা নয় — এটা প্রয়োজন।
📌 চিন্তার কিছু নেই! আপনার ইংরেজির লেভেল কম হলেও আমরা আপনাকে প্রাথমিক গাইডলাইন ও ট্রেনিং দিয়ে প্রস্তুত করতে সাহায্য করব।
🎯 যাদের মধ্যে শেখার ইচ্ছা আছে, তারাই সফল হয়।

#ইংরেজি_শিখুন #বিদেশে_চাকরি

12/08/2025

⚠️ সতর্কবার্তা:
আমাদের একমাত্র bKash (পার্সোনাল) নম্বর:
📌 01403 097223

⛔ এই নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে লেনদেন করবেন না। প্রতারিত হওয়া থেকে সতর্ক থাকুন।

💻 সার্ভিস অর্ডার করার নিয়ম:
✅ আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন।
📝 পোস্টে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন,
📥 আপনার পছন্দের সার্ভিস বেছে নিন,
💳 ও ইনভয়েস সংগ্রহ করুন।

বিশ্বাস রাখুন নির্ভরযোগ্যতায় | লেনদেন করুন নিরাপদে ✅

11/08/2025

গত ৩ বছর ধরে আমি বলে আসছি— ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশে খুব অল্প খরচে, সরাসরি কোম্পানির স্পনসরশিপ নিয়ে কাজের ভিসায় যাওয়া সম্ভব।

এই সময়ে অনেকেই আমাকে কমেন্টে ও মেসেজে গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন।
কিন্তু আজ দেখলাম— বেশ কয়েকজন এই বিষয় নিয়ে ভিডিও করছেন, ওয়ার্কশপ করছেন, ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।

ভালো লাগছে যে, শেষ পর্যন্ত আমার দেখানো পথে, তাদের হাত ধরে হলেও— আপনারা সচেতন হচ্ছেন।

আমরা আপনাকে দিচ্ছি জব ইন্টারভিউ, ভিসা প্রসেসিং এবং সিভি তৈরির সেরা প্রশিক্ষণ ও সার্ভিস—যা আপনার বিদেশে চাকরির স্বপ্নকে ব...
11/08/2025

আমরা আপনাকে দিচ্ছি জব ইন্টারভিউ, ভিসা প্রসেসিং এবং সিভি তৈরির সেরা প্রশিক্ষণ ও সার্ভিস—যা আপনার বিদেশে চাকরির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে।
যারা বাস্তবসম্মতভাবে এই কোর্সটি করতে চান এবং নিজে নিজে বিদেশে আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য আমাদের বিশেষ অফলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। এই কোর্সে আপনি শিখবেন:
✅ কীভাবে নিজে নিজে কোম্পানি খুঁজে জব অফার সংগ্রহ করবেন
✅ কোম্পানি স্পনসর করবে কি না, সেটা যাচাই করার পদ্ধতি
✅ জব কনফার্ম হলে বাকি প্রসেস কীভাবে সম্পন্ন করবেন
✅ সিভি তৈরির কৌশল, ইন্টারভিউ প্রস্তুতি এবং বাস্তব প্রয়োগ কৌশল
📍 **অনলাইন ট্রেনিং**
👨‍🏫 অভিজ্ঞ ট্রেইনারের সরাসরি দিকনির্দেশনা
✅ রেজিস্ট্রেশন চলছে — এখনই যুক্ত হোন!

আমরা আপনাকে দিচ্ছি জব ইন্টারভিউ, ভিসা প্রসেসিং এবং সিভি তৈরির সেরা প্রশিক্ষণ ও সার্ভিস—যা আপনার বিদেশে চাকরির স্বপ্নকে ব...
10/08/2025

আমরা আপনাকে দিচ্ছি জব ইন্টারভিউ, ভিসা প্রসেসিং এবং সিভি তৈরির সেরা প্রশিক্ষণ ও সার্ভিস—যা আপনার বিদেশে চাকরির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে।

যারা বাস্তবসম্মতভাবে এই কোর্সটি করতে চান এবং নিজে নিজে বিদেশে আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য আমাদের বিশেষ অফলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। এই কোর্সে আপনি শিখবেন:

✅ কীভাবে নিজে নিজে কোম্পানি খুঁজে জব অফার সংগ্রহ করবেন
✅ কোম্পানি স্পনসর করবে কি না, সেটা যাচাই করার পদ্ধতি
✅ জব কনফার্ম হলে বাকি প্রসেস কীভাবে সম্পন্ন করবেন
✅ সিভি তৈরির কৌশল, ইন্টারভিউ প্রস্তুতি এবং বাস্তব প্রয়োগ কৌশল

📍 **অনলাইন ট্রেনিং**
👨‍🏫 অভিজ্ঞ ট্রেইনারের সরাসরি দিকনির্দেশনা

✅ রেজিস্ট্রেশন চলছে — এখনই যুক্ত হোন!

10/08/2025

📢 এস্তোনিয়ার গুরুত্বপূর্ণ সংবাদ

জার্মান দূতাবাস, ঢাকা থেকে জানানো হয়েছে যে তারা এস্তোনিয়ার ন্যাশনাল ভিসা (Employment Visa) আর গ্রহণ করছে না।

বর্তমানে শুধুমাত্র শেঞ্জেন ভিসা আবেদন প্রক্রিয়া করা হচ্ছে, সেটিও সীমিত সংখ্যক আবেদনকারীর জন্য।

এক সাথে চেষ্টা চলমান আছে স্বপ্ন পূরণের।
10/08/2025

এক সাথে চেষ্টা চলমান আছে স্বপ্ন পূরণের।

10/08/2025

ডেনমার্ক,আয়ারল্যান্ড ওয়ারহাউজ ওয়ার্কার হিসেবে নিজের যোগ্যতা প্রমান করে যারা যেতে চাচ্ছেন এখনি রেজিস্ট্রেশন করুন।

10/08/2025

লো বাজেটে সপরিভারে ইউরোপের কোন দেশে যেতে চাচ্ছেন?
আমি আসতেছে চিটাগং এ বিস্তারিত জানাতে। আগ্রহী হলে কমেন্ট এ দেয়া নাম্বার এ যোগাযোগ করুন এখনি।

10/08/2025

চেক রিপাবলিক ভিসা পাওয়ার রেশিও প্রায় ৯০%।
কি বিশ্বাস হচ্ছে না! কিভাবে নিজে নিজেই এপ্লাই করা যায় বিস্তারিত ভিডিও আসতেছে আজকে রাতে।

10/08/2025

❌ প্রতারিত হয়ে বা শর্টকাটে ইউরোপ যেতে লাখ লাখ টাকা নষ্ট হলেও কোনো সমস্যা নেই!
✅ কিন্তু জব ইন্টারভিউ কোর্স করলে নাকি “ফকির হয়ে যাব”?

একবার ভাবুন—
অবৈধ পথে লাখ টাকা খরচ করে ঝুঁকি নেওয়ার চেয়ে,
সামান্য টাকা দিয়ে স্কিল ডেভেলপমেন্ট করলে
ভবিষ্যতে বৈধ পথে ভালো চাকরি ও ভিসা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেশি।

🎯 টাকা নষ্ট নয়, বিনিয়োগ করুন নিজের দক্ষতায়।

🌸 একটি মানবিক অনুরোধ 🌸আপনি যখন এই পলো শার্টটি কিনবেন, তখন আপনি শুধু একটি পোশাকই নিচ্ছেন না—আপনি একজন অসহায় মানুষের মুখে ...
10/08/2025

🌸 একটি মানবিক অনুরোধ 🌸

আপনি যখন এই পলো শার্টটি কিনবেন, তখন আপনি শুধু একটি পোশাকই নিচ্ছেন না—
আপনি একজন অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলছেন। ❤️

আপনার কেনাকাটার লভাংশের একটি অংশ ‘হাতের পাঁচ’ সংগঠনের মাধ্যমে
সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে বিপর্যস্ত মানুষের সহায়তায় ব্যয় করা হবে।

🤝 আপনার সহযোগিতা হতে পারে কারো জীবনের আশার আলো।
একটি ছোট্ট কেনাকাটা বদলে দিতে পারে একটি বড় গল্প।

হাতের পাঁচ
OxyFashion.com

Address

Motijheel
Fulbaria
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Hossain Nishu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakir Hossain Nishu:

Share