Moon&Abdullah's Mom

Moon&Abdullah's Mom "আল্লাহর সৃষ্টি প্রকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখা"
(1)

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন।শুভ সকাল সবাইকে।
12/08/2025

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন।শুভ সকাল সবাইকে।

❤️❤️বাবা❤️❤️প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা সুপার হিরো।সে রকম এক বাবার মেয়ের কিছু কথা শেয়ার করবো.....বাবা আজ তোমার কথা...
11/08/2025

❤️❤️বাবা❤️❤️
প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা সুপার হিরো।সে রকম এক বাবার মেয়ের কিছু কথা শেয়ার করবো.....
বাবা আজ তোমার কথা খুব মনে পড়ছে..

বাবা আজ তোমার সেই ছোট্ট মেয়েটা অনেক বড় হয়ে গেছে।তুমি কি জানো বাবা তোমার ছোট্ট মেয়েটা এখন আর অল্প কথাতে, অল্প ব্যাথাতে কাঁদে না।😭বাবা তুমি কি জানো তোমার সেই ছোট্ট মেয়েটা আজ কারো কাছে কোন জিনিষের জন্য জেদ ধরে না।😭বাবা তুমি কি জানো তোমার সেই ছোট্ট মেয়েটা আজ নিজেই নিজের অনেক দায়িত্ব নিতে শিখে গেছে।😭বাবা তুমি কি জানো তোমার সেই ছোট্ট মেয়েটা আজ সবাইকে খুশি রাখতে যেয়ে নিজের খুশিটা হারিয়ে ফেলেছে।😭বাবা..........তোমার ছোট্ট মেয়েটা আজ বড় হয়ে গেছে।

আল্লাহ যেন সকল বাবা সুস্থ রাখেন ভালো রাখেন। আমিন

10/08/2025

আমাদের সমাজের নারী এবং পুরুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।যা আমরা অনেকেই খালি চোখে দেখতে পাই না।এবং বুঝতে চেষ্টা করি না।আমাদের সমাজের অধিকাংশ নারীরা তার স্বামীর সাথে সময় কাটিয়ে, কথা বলে, ঘুরে বিনোদন খুজে পাই।আর আমাদের সমাজের অধিকাংশ পুরুষেরা বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে,ঘুরে,গল্প করে, বিনোদন খুজে পাই।আমাদের সমাজের মেয়েরা স্বামীর অপমান কোন ভাবে মেনে নিতে পারে না।প্রয়োজনে অপমান কারীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে।কিন্তু ছেলেরা স্ত্রীর অপমান অনায়াসে মেনে নেই।এটাই সব থেকে বড় পার্থক্য।

শুভ সকাল সবাইকে
10/08/2025

শুভ সকাল সবাইকে

08/08/2025

শুভ সকাল সবাইকে।সবাই কেমন আছেন।আচ্ছা বলুনতো আমার মত কার কার এমন অবস্থা হয়। মাঝে মাঝে পেজে কাজ করতে একদমই ইচ্ছে করে না।হতাশ হয়ে পড়ি।মনে হয় আমার দিয়ে কিছু হবে না।

সংসার জীবন যদি মানুষ সুখের না হয়। তাহলে দুনিয়ায় জাহান্নাম মনে হবে।আমার কাছে মনে হয় সংসার জীবন সুখের হতে হলে দুটি মানুষের...
07/08/2025

সংসার জীবন যদি মানুষ সুখের না হয়। তাহলে দুনিয়ায় জাহান্নাম মনে হবে।আমার কাছে মনে হয় সংসার জীবন সুখের হতে হলে দুটি মানুষের অনেক বেশি ছাড় দেওয়া ও ছেড়ে দেওয়া মানুষীকতা থাকতে হবে।একজন যখন রেগে গেলে ওপর পক্ষ শান্ত থাকতে হবে।রাগান্বিত অবস্থায় এমন কিছু শব্দ ব্যবহার করা উচিত না।যেটা ওপর পক্ষ কোনদিন আর মন থেকে ভুলতে পারবে না। রাগ যতই হোক সব সময় খেয়াল রাখতে হবে সন্তানের সামনে কেউ কাউকে ছোট করে কথা বলা যাবে না।মানুষ মাত্রই ভুল করে। তাই কেউ কোন কারনে ভুল করলে sorry বলাটা জরুরী।sorry বললে কেউ কখন ছোট হয় না।এতে সম্পর্ক মজবুত হয়।তাই আসুন আমরা সকলে একটু চেষ্টা করি আর নিজেদের পরিবারটাকে জান্নাতের এক একটা টুকরো বানায়।

আমাদের জীবনের সুখ নামক জিনিষটা বড়ই অদ্ভুত। সেটা না ধরা যায়,না সেটা ছোয়া যায়।আমাদের প্রত্যেকের উচিত নিজের শরীর ও মনের যত্...
06/08/2025

আমাদের জীবনের সুখ নামক জিনিষটা বড়ই অদ্ভুত। সেটা না ধরা যায়,না সেটা ছোয়া যায়।আমাদের প্রত্যেকের উচিত নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার।মন ভাল থাকলে শরীর ও ভালো থাকে। নিজের মনকে ভালো রাখার জন্য মাঝে মাঝে নিজের পছন্দের খাবার গুলা খেতে হবে।মাঝে মাঝে নিজের পছন্দ মতো জায়গায় ঘুরতে যেতে হবে,মাঝে মধ্যে নিজের সাধ্য মতো শখ পূরণ করতে হবে ।তাই আসুন আমরা সকলে নিজেকে ভালো রাখার একটু চেষ্টা করি।নিজেকে সুস্থ ও হাসি খুশি রাখার চেষ্টা করি।

আমাদের সমাজের অধিকাংশ পুরুষরা  ঘরের বউ হিসেবে যেমন বউ দেখতে চাই। বউ সুন্দরী হতে  হবে।বউ শিক্ষিত হতে হবে।বউ পরহেজগার নামা...
04/08/2025

আমাদের সমাজের অধিকাংশ পুরুষরা ঘরের বউ হিসেবে যেমন বউ দেখতে চাই। বউ সুন্দরী হতে হবে।বউ শিক্ষিত হতে হবে।বউ পরহেজগার নামাযী হতে হবে।পরিবারের সকলের সাথে মানিয়ে ধর্য্য ধরে থাকতে জানতে হবে।সংসারে সব কাজে পারর্দশি হতে হবে।আরো কত কি...........আচ্ছা....

আমরা কি কখন ভেবে দেখেছি এই দুনিয়াতে আমরা কেউই পরিপূর্ণ মানুষ না।আল্লাহ সবাইকে কোন না কোন বিষয়ে কমতি রেখেছেন। যারা এতো পারর্দশী বউ খোঁজেন। তারা কি সব বিষয়ে পারদর্শী আমার জানার অনেক আগ্রহ।যাই হোক আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।আমিন

জীবনে কিছু মিথ্যা কথা আমরা সবাই কম বেশি বলে থাকি।যেমন আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালবাসি।আমি তোমার সাথে সারাটা জীব...
02/08/2025

জীবনে কিছু মিথ্যা কথা আমরা সবাই কম বেশি বলে থাকি।যেমন আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালবাসি।আমি তোমার সাথে সারাটা জীবন গাছ তলায় কাটিয়ে দিতে পারবো।একটা শুকনো রুটি খেয়ে সারাটা দিন তোমার সাথে হাঁসতে হাঁসতে কাটিয়ে দিতে পারবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না।এসব কথা শুধু আবেগেই চলে।বাস্তবে এই সব কথার কোন ভিত্তি নাই।আর আবেগ দিয়ে কখনো বাস্তব জীবন চলে না।

আমাদের চারপাশের বিভিন্ন রকম কিছু ঘটনা দেখে নিজের প্রতি নিজেই  বিশ্বাস হারিয়ে ফেলছি।নিজের চেনা মানুষ গুলাকে খুব অচেনা মনে...
31/07/2025

আমাদের চারপাশের বিভিন্ন রকম কিছু ঘটনা দেখে নিজের প্রতি নিজেই বিশ্বাস হারিয়ে ফেলছি।নিজের চেনা মানুষ গুলাকে খুব অচেনা মনে হচ্ছে।আমার মনে হচ্ছে আর কিছুদিন পর কেউ কাউকে আর বিশ্বাস করবে না।কেউ কাউকে আর ভালবাসবে না।হারিয়ে যাবে ভালবাসা নামক শব্দটা। যাই হোক আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাযত করেন।আমিন

অনেক ফুল ফোটার আগেই ঝরে যায়।
28/07/2025

অনেক ফুল ফোটার আগেই ঝরে যায়।

Address

Dhaka

Telephone

+8801769913242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moon&Abdullah's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moon&Abdullah's Mom:

Share

Category