14/06/2025
সোমালিয়ায় ছেলেদের জন্য বিয়ে করা যেন এক বিশেষ সহজ টাইম টেবিলের মতো! ১৮ বছর হলে সবাই তাকে বিয়ের জন্য উৎসাহ দেয়। আর যদি ২০ বছরে পা দিয়ে অবিবাহিত থাকে, তাহলে পরিবারের সম্মান রক্ষা করতে পুরো পাড়া মাথায় ওঠে! প্রথম বিয়ে যুবকের নিজের পছন্দে হয়, তবে আনন্দ বেশিদিন টেকে না। প্রথম সন্তান জন্মানোর পর মা একদিন ছেলের হাতে তার পছন্দের দ্বিতীয় স্ত্রী তুলে দেন, যেন সংসারটা আরও জমজমাট হয়।ত্রিশে তৃতীয় বিয়ে করা রীতি, আর চল্লিশের আগে চার বউ না থাকলে সমাজে মুখ দেখানো দায়! চার স্ত্রীর সংসার মানেই রান্নাঘরে চার ধাঁচের ঝোল, আর বাচ্চাদের ছোটখাটো ফুটবল টিম। খরচ চালানোর জন্য তারা আল্লাহর রহমতের ওপর ভরসা করে এবং গরুর পালের জীবিকা নির্বাহ করে চলে