খোলা জানালা

খোলা জানালা খোলা জানালা

www.youtube.com/

01/12/2024

গত পর্বের কুইজ বিজয়ী

রাব্বু হোসেন (০১৬১০****৪৩)

30/11/2024

১৮ জুলাই ২০২৪....... যাত্রাবাড়ীর এক গলি থেকে ফজর নামাজ পড়ে ৩/৪ টা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য, ভোর হবার আগেই যাত্রাবাড়ী চিটাগং রোড হাইওয়ে দখলে নেয়া।

আর মাত্র ৫ টা বিল্ডিং পরে গলি শেষ, সামনে মেইন রোড। হঠাৎ গুলির শব্দ, তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়ল। ছেলেটার নাম মারুফ। হতবিহ্বল বাকীরা বুঝতে পারছিল না কোথা থেকে গুলি এসেছে, কে গুলি করেছে। এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। তার দিকে ভালো ভাবে তাকাতেই ২য় গুলির শব্দটা শোনা গেল। উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল। এদের গায়ে গুলি লাগে নি। এরা নিরাপত্তার জন্য শুয়েছে৷ আহত মারুফকে টেনে হিঁচড়ে গলির ভেতরে নিয়ে যাওয়া হলো। মারুফের কাঁধ ছুয়ে গুলি বেরিয়ে গেছে। রাবার বুলেট না। এটা স্নাইপার বুলেট। এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হত্যা করতে।

এদিকে যাত্রাবাড়ী বাসী গত ৩ দিন গুলির শব্দ শুনে অভ্যস্ত তবে এখন ভোর হওয়ায় শব্দের মাত্রাটা বেশি ছিল। এলাকার সবার ঘুম ভেঙে গেল। অনেকে বাসা থেকে নেমে গেল। বাইরে কী হচ্ছে জানার জন্য।

গুলির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্নাইপার আছে। গলি থেকে বের হলেই গুলি করবে। কিন্তু কোন বিল্ডিং এ স্নাইপার সেটা জানে না কেউ। আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে। যদিও এটা যাত্রাবাড়ী। মেইন রোডে যাওয়ায় অনেকগুলো রাস্তা আছে। আশেপাশের গলি থেকেও সেইম তথ্য এলো। গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে।

এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করেই হোক স্নাইপারের লোকেশন বের করতে হবে। এটা বের করার জন্য জানবাজ কিছু লোক দরকার যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি। কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে। পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে। কে হবে সেই জানবাজ?

ইন্টার পড়ুয়া একটা ছেলে আগে যেতে রাজি হলো। সে একা একা আগে যাবে।

ছেলেটার নাম অনিক। সে বন্ধুর সাথে কোলাকুলি করল। এক বন্ধুর কানে কানে বলল "আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস।" বন্ধু দুস্টামি করে উত্তর দিল "আর তোর ক্রাশ?" অনিক উত্তর দিল "তাকে আমার কথা বলিস।'

হাসিমুখে অনিক গলির মুখের দিকে এগোলো। তার চোখে সতর্ক দৃষ্টি। আগে যেখানে মারুফ গুলি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল। এদিকে অনিক আগে থেকেই একে বেঁকে চলছিল। গুলি তার গায়ে লাগে নাই। তবে গুলিটা আশেপাশের.......

29/11/2024

আগামীকাল কুইজ বিজয়ীর নাম ঘোষনা হবে।

চোখ রাখুন।

25/11/2024

আপনি কি কিছু জানেন?
কিছু শুনেছেন?

ভু/য়া খ/বর হচ্ছে শাহবাগ এ ১লক্ষ টাঃ ঋ/ন দিচ্ছে নাকি বিনা জামানতে। 🤣🤣🤣

বিস্তারিত জানতে কমেন্ট এ লিংক খুঁজবেন না

ব্যাপক সাড়া দিয়েছেন সকলেই। কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছিনা। আপনার হয়তো সাবমিট এর পর নিজেরা বুঝতে পেরেছেন স্কোর কম। আশাকরি...
24/11/2024

ব্যাপক সাড়া দিয়েছেন সকলেই। কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছিনা। আপনার হয়তো সাবমিট এর পর নিজেরা বুঝতে পেরেছেন স্কোর কম।

আশাকরি নির্দিষ্ট সময়ে মধ্যেই ভালো কিছু স্কোর পাওয়া যাবে।

কুইজ ফরম লিংক 👉 https://shorturl.at/VjkeD

পোস্ট টি শেয়ার করব কুইজ এ অংশ নিন।

৩টি কুইজ রুম হতে ১টি বেছে নিন। এবং কুইজ এ অংশ নিয়ে জিতে নিন পুরস্কার।
বিঃদ্রঃ কুইজ মডেল টি স্পন্সর এর চাহিদা মত সাজানো হয়েছে।

২৬ তারিখ সন্ধ্যা ৭টায় ডেডলাইন।

কুইজ ফরম লিংক 👉  https://shorturl.at/VjkeDপোস্ট টি শেয়ার করব কুইজ এ অংশ নিন।৩টি কুইজ রুম হতে  ১টি বেছে নিন।  এবং কুইজ এ ...
23/11/2024

কুইজ ফরম লিংক 👉 https://shorturl.at/VjkeD

পোস্ট টি শেয়ার করব কুইজ এ অংশ নিন।

৩টি কুইজ রুম হতে ১টি বেছে নিন। এবং কুইজ এ অংশ নিয়ে জিতে নিন পুরস্কার।
বিঃদ্রঃ কুইজ মডেল টি স্পন্সর এর চাহিদা মত সাজানো হয়েছে।

২৬ তারিখ সন্ধ্যা ৭টায় ডেডলাইন।

23/11/2024

অপেক্ষা করুন
বিজয়ের মাস সামনে রেখে সন্ধ্যায় কুইজ লিংক আসছে

কুইজ ফরমটি পূরন করে জিতে নিন পুরস্কার।

VISIT YT
21/06/2024

VISIT YT

21/06/2024

কু /ই/জ লাইভ অন

ই.উ.টি.উ.ব

31/05/2024

ইউটিউব এ লাইভ অন

31/05/2024

দুঃখিত যদি ১৫ মিনিটের মধ্যে লাইভ এ না আসি তবে আজ আর কুইজ হবে না।
আগামীকাল বিকালবেলা ট্রাই করবো

( বিদ্যুৎ বিভ্রাট)

31/05/2024

লোডশেডিং এর কারনে বিলম্ব হচ্ছে

Address

Fulbaria

Telephone

1199464224

Website

Alerts

Be the first to know and let us send you an email when খোলা জানালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share