31/10/2024
Tãńzi's Momênt's এর প্রতিদিনের আয়োজনে ৫ পর্বের ছোট গল্পের ৩য় পর্ব প্রকাশিত হলো আজ।
"আবছায়া"
---- মেঘ
(৩য় পর্ব)
যাহ ! বাবা , কিসের মাঝে কি ভাবছি! এই ভেবেই ডায়রী পড়তে শুরু করলাম আমি আবারো......!
-----------------------------------------------
এরপর থেকেই মূহূর্ত এর সাথে আমার হাসি কান্না ভাগ করে নেয়া শুরু। পাশেই থাকতো মূহূর্ত , আমরা একে ওপরের খুব ভালো বন্ধু হয়ে উঠছিলাম দিন দিন। আমার সব গল্প শুনতো ও মন দিয়ে আর আমাকে প্রতিদিন ফুচকা খাওয়াতো। যখন যখন মন খুব খুশি থাকতো বা খারাপ সব অবস্থাতেই মূহূর্ত ছিলো আমার সব কয়টি সময়ের মিশে যাওয়া অধ্যায়।
এর মধ্যেই অনেক ঘটনাই আমার এখন মনে পড়ে না ! যতটুকু মনে পড়ছে লিখে নিচ্ছি ডায়রীতে! ও হ্যা একদিন আমরা বাসায় কাউকে কিছু না বলে ভোর থেকে সকাল হওয়ার প্রাকৃতিক দৃশ্য দেখতে দূরে একটা জায়গায় চলে গিয়েছিলাম ! মনে পড়ছে না জায়গা টা কোথায়! সেদিন খুব মজা করেছিলাম আমরা , মনে হচ্ছিলো পৃথিবীতে এমন কেউ যদি কারো জীবনে থাকে কষ্ট কি জিনিষ হয়তো কেউ কখন জানতোই না! তবে জীবন এতোটা সুখের না যা আমাকে কাল্পনিক সুখে সব সময় ডুবিয়ে দিতে পারতো!!! মূহূর্ত বড় হচ্ছিলো , সাথে আমিও । ভার্সিটিতে উঠে মূহূর্তকে আর আমি আগের মতো পেতাম না ! একেক সময় একেক মেয়েকে পটিয়ে প্রেম করা হয়ে উঠছিলো ওর নিয়মিত ছক। আমার সাথে সময় কাটানোর সময়ই পেত না !! আমি খুব মিস করতাম ওকে আর কারো সাথে মিশতেও ভালো লাগতো না ,তাই একাই থাকতাম! বিষন্নতা ভর করছিলো আমার মাঝে ! মনে হচ্ছিলো আসতে আসতে হারিয়ে ফেলছি য়ামার গালটু টা কে ! হয়তো বন্ধুত্ব থেকে বেশি কিছু হয়ে উঠছিল ও। তবে শুধু আমার দিক থেকেই ! একটা সময় আর মেনে নিতে পারছিলাম না ! চাচার ঔষধের ঝুড়ি থেকে না গুনে অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে ফেলেছিলাম। যখন জ্ঞান ফিরেছিলো মূহূর্ত আমার খুব কাছেই বসে আমার হাত ২ টো ধরে বসে ছিলো! প্রথমে একটা অনাবিল শান্তি অনুভব করছিলাম, সম্ভিত ফিরে পেয়ে আমি ওর হাত ছাড়িয়ে অন্য দিকে নিয়েছিলাম। মূহূর্ত আবারো আমার হাত মুঠি করে ধরে আমাকে অভয় দিচ্ছিলো। এই আমি প্রমিস করছি আর কখন ও তোমাকে একা ফেলে যাবো না । তুমি ই হবে আমার একমাত্র বন্ধু আর তুমি ই হবে আমার পৃথিবী। সেদিন খুব কেঁদেছিলাম!!!! এই পৃথিবীটাকে ছেড়ে চলে যেতে চাইলাম যেখানে কেউ একজন আমাকেই পৃথিবী বানাতে ব্যস্ত ছিলো! মূহূর্ত সেদিন কিছু কথা বলেছিলো আমাকে, " জীবনে কখন ও নিজেকে একা ভাববে না , কারো সম্বল নয় নিজেই নিজের সম্বল হবে , নিজেকে নিজের জন্যেই বাঁচাবে! এই পৃথিবীতে একা বাঁচা খুব কঠিন, যখনই দেখবে একা বাঁচতে পারছো তখনই দেখবে অন্যেকে সাজিয়েও তুমি সুখ খুঁজে পাবে!!!" মূহূর্তের সেই কথা গুলো আমি আজ ও ভুলিনি!! যদি কখন ও ভুল গেলাম তাই আমার জীবনের কিছু কথা লিখে ফেললাম ডায়রীটায়!!! আজ আমার আর মূহূর্তের রিলেশনের ৬ বছর! তারিখ টা আমার মনে ছিলো না মূহূর্ত ই সব কিছুর আয়োজন করেছে আর আমাকে দিয়েছে এই ডায়রীটা! খুব ঘুম আসছে , আমি বরং এবার ঘুমাই!!!
১৭ ডিসেম্বর, ২০১৩
আজ আমরা একটা সংগঠনের সাথে যুক্ত হয়েছি , সংগঠনটি ব্রেইন ক্যন্সারের রুগীদের নিয়ে কাজ করে। তাদের উৎসাহ দেয় , ফ্রি তে তাদের কে থ্যারাপী দেয়ার ও ব্যবস্থা করে । সংগঠনটিতে মূহূর্ত আমাকে আর নিজেও কাজ করার ইচ্ছা পোষণ করে । হঠাতই আমি মাথা ঘুরে পড়ে যাই সেখানে ! এইমাত্র জ্ঞান ফিরে আমার । কি হয়েছিলো , কীভাবে এখানে আসলাম আমি কিছুই জানি না !! তবে আমার মাথা টা ভিষণ ভার ভার লাগছে!!!! বাইরে সবাই কি যেন বলা বলি করছে , কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না!!!!
২য় পর্বের লিংক-- https://www.facebook.com/share/p/qSV1zpv9gQzAm3WR/