বাবু ভাই ツ

বাবু ভাই ツ Dhaka, Bangladesh

জরুরী এদের পরিবারের কাছে তথ্যটি পৌঁছে দেন।শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউস...
21/07/2025

জরুরী এদের পরিবারের কাছে তথ্যটি পৌঁছে দেন।
শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।
অভিভাবকরা অন্য কোথাও না খুঁজে সরাসরি ঢাকা মেডিকেলের পাশে বার্ন ইউনিটে চলে যান।

তথ্যটি ছড়িয়ে দিন

21/07/2025

রাজধানীর উত্তরায় আজকের হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছে। তারা অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী বিভিন্ন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে!

এই মূহুর্তে তাদের রক্তের প্রয়োজন। বিশেষ করে যারা নেগেটিভ ব্ল্যাড গ্রুপের তারা নিচের হাসপাতালগুলোতে দ্রুত চলে আসুন। আপনার একটু সহানুভূতি পেলে রক্ষা পেতে তাদের জীবন!

➡️ হাসপাতাল: ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ।

🔜 যেকোনো প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999-এ কল করুন। বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।

এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই। যারা আহত হয়েছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। এমন ভয়ানক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, এই কামনা করি, আমিন।

26/05/2025

তুমি হয়তো জানো না,
তোমার একবার বলা “কেমন আছো?”
আমার পুরো দিনটা বদলে দেয়।

তুমি হয়তো খেয়ালও করো না,
তোমার মুঠোফোনের একটুখানি উপস্থিতি
আমার একাকিত্বে সুখের রঙ লাগায়।

চাঁদফুল, তুমি শুধু নামেই নয়,
আমার অনুভবেও জায়গা করে নিয়েছো।

তুমি অন্য কারো সঙ্গে হাসলে
আমি চুপ হয়ে যাই,
কারণ অভিমান প্রকাশ করাও
সবসময় সম্ভব হয় না।

তোমার দিকে সরাসরি তাকাতে পারি না-
ভয় হয়, তুমি বুঝে ফেলবে
তোমায় কতটা ভালোবাসি।

তুমি অভ্যাস হয়ে গেছো,
তোমায় ছাড়া থাকা
মনে হয় নিজেকে অচেনা করে ফেলা।

❐ চাঁদফুল তুমি আমার চুপ থাকা

15/02/2024

Happy Valentine Day 😁
চারিদাকে শুধু ওয়াও 😆

সমস্ত অবহেলার শেষ বিকেলে, ঘরে ফেরার পাখি হবো। মায়া সেদিন ছিন্ন করে, আমি শুধু'ই আমার হবো...📷এবি... ❤️🌻
01/02/2024

সমস্ত অবহেলার শেষ বিকেলে, ঘরে ফেরার পাখি হবো।
মায়া সেদিন ছিন্ন করে, আমি শুধু'ই আমার হবো...

📷এবি... ❤️🌻

চঞ্চল থেকে চঞ্চলা🥰
27/01/2024

চঞ্চল থেকে চঞ্চলা🥰

ভালোবাসা সুন্দর, যদি মানুষ টি হয় সঠিক 😢
23/01/2024

ভালোবাসা সুন্দর,
যদি মানুষ টি হয় সঠিক

😢

,,,,,,
20/01/2024

,,
,,
,,

25/08/2023

নারী দশমাস গর্ভে ধারণ করে সীমাহীন কষ্ট সহ্য করে সন্তান লালন পালন করেছেন। বড় হয়ে সন্তান স্যাটাস দেয় নারী কিসে আটকায় 💔

05/08/2023
30/05/2023

জীবনটা English Song এর মতো, মজা পাই ঠিকই কিন্তু কিছুই বুঝি না! 🙄

13/05/2023

Pray for কক্সবাজার বাসী!

Address

Dhaka

Telephone

+8801738445526

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবু ভাই ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাবু ভাই ツ:

Share

Category