Md Sunny

Md Sunny Digital creator


Welcome to my page for more entertainment. news,Travels ETC...

23/05/2024
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?...
01/02/2024

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে? বিল গেটস বলেছিলেন, "হ্যাঁ, এমন একজন আছেন, যিনি আমার চেয়েও ধনী।" এরপর, তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল, যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউইয়র্কের বিমান বন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম। কিন্তু, তখন আমার কাছে খুচরা পয়সা ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন, "এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারব না। কারণ, আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন, "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোনও ক্ষতি হবে না।" আমি পত্রিকাটি নিয়েছিলাম। প্রায় ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি। হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, "হ্যাঁ, আপনি বিল গেটস।" আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম, "আপনার মনে আছে?! আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন, "হ্যাঁ, মনে আছে।" আপনাকে দুইবার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব।’' বিক্রেতা বললেন, "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?" আমি জিজ্ঞাসা করলাম, "কিন্তু, কেন?" তিনি বলেছিলেন, "আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখন-ই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে?" বিল গেটস বলেছিলেন, "আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে, সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ, তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি।" আমাদের বুঝতে হবে যে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে। দামী একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়।

Collected

বাঙ্গালী জাতি  হিসা‌বে আমরা  বে‌শি  শি‌ক্ষিত  মূর্খ এটা আমরা সবাই জানি , পু‌রোপু‌রি  না জে‌নে, না বু‌ঝে  বিচার  বি‌শ্লে...
24/01/2024

বাঙ্গালী জাতি হিসা‌বে আমরা বে‌শি শি‌ক্ষিত মূর্খ এটা আমরা সবাই জানি , পু‌রোপু‌রি না জে‌নে, না বু‌ঝে বিচার বি‌শ্লেষণ না ক‌রেই লাফাই । এতো সুন্দর এক উপস্থাপনাকে কে বা কারা অসুস্থ মনমান‌সিকতার সা‌থে বিকৃত কর‌লো । এখা‌নে কোথায় সমকা‌মিতার কথা বলা হ‌য়ে‌ছে??? সৃ‌ষ্টির সকল জীবই যেখানে ন্যায় পাওয়ার হকদার (পশু-পাখীও) তাহ‌লে তৃতীয় লিঙ্গ কেন নয়??!!! তৃতীয় লিংগ সম্পর্কে যে আমাদের মধ্যে একটা ধারনা এই ধারনাটাকে সঠিকভাবে বাচ্চাদেরকে বুজানোর স্বা‌র্থে এই গল্পের উপাস্থাপন করা হয়েছে। পাঠ্যপুস্তকে যা লিখেছে সম্পুর্ণভাবে হিজরাদের নিয়ে বলা হয়েছে। এই গল্পে সমকামিতা বা ট্রান্সজেন্ডার নিয়ে কোন কথাই বলা হয়নি। আপনারা যারা জনগনের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চান তাহলে ভালো কোন টপিক নিয়ে আসুন। অযথাপরিষ্কার জিনিস কে আপনাদের মতো নোংরা করতে আসবেন না। শিশুদেরকে শিশুকাল থেকেই সব ধরনের মানুষ সম্পর্কে জানানো উচিত, তাদের প্রতি আমাদের আচার-আচরণ কি হবে তা শেখানো উচিত। এখানে ছেলে- মেয়ে ছাড়াও যে অন্য এক লিংগের মানুষ রয়েছে তারা ঠিক আমাদের মতই মানুষ এই সম্পর্কে অবশ্যই শিশুদের জানা অত্যন্ত জরুরি। তা না হলে আমার মতো অবস্থা হবে,ছোটবেলায় যেমন তৃতীয় লিংগকে আসতে দেখলে আতংকে হিম হয়ে যেতাম!!
আপনাদের যাদের নুন্যতম মাথায় ঘিলু আছে তারা অন্তত পুরো গল্পটা পড়ার পর আমাকে কমেন্ট করবেন নয়ত অযথা আর লিখালিখি করবেন না।

বি:দ্র... ছবিটি সকলেত দৃষ্টি আকর্ষণের জন্য গুগল থেকে নেওয়া। আর শরীফ শরীফার পুরো গল্পটা আমার ককমেন্ট বক্সে আপনাদের জন্য রইল।

Address

Sylhet

Telephone

+971564613405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sunny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sunny:

Share