আওয়ামীলীগ “৭১”

আওয়ামীলীগ “৭১” বাংলাদেশ আওয়ামীলীগের ধারক ও বাহক

05/08/2025

জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের চাঙ্গা করলেন বিজয় থালাপতি

04/08/2025

পুলিশ হ'ত্যা দিবসে আমরা বিনম্র শ্রদ্ধায় স্বরণ করি যাত্রাবাড়ীতে নি'র্মমভাবে নি'হত এএসআই ফিরোজ এবং কলমতলী থানার মুন্সীকে।সেদিন এভাবেই তাদেরকে হ'ত্যার পর নারকীয় উল্লাসে মেতে উঠেছিল তথাকথিত জুলাইযোদ্ধারা। #যাত্রাবাড়ী #৫আগস্ট #পুলিশহত্যা

03/08/2025

১৯৭১ এ পাক হানাদার বাহিনী ঠিক এইভাবে নিরীহ বাঙালির উপর অত‍্যাচার করে জোরপূর্বক পাকিস্তান জিন্দাবাদ বলাতো।

আজ স্বাধীনতার ৫৪ বছরে আজ একই দৃশ‍্য আবারো দেখা গেলো। রাজনীতিতে উথান পতন নতুন কিছু নয়। পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া মাত্র। কিন্তু এই দৃশ‍্য কি স্বাভাবিক কোনো দৃশ‍্য?
যদি এই দৃশ‍্য আপনার বিবেক কে না নাড়ায়, যদি এই ঘটনার প্রতিবাদ জানাতে আপনার মন সায় না দেয় তবে মনে রাখবেন অন‍্যায় যে করে এবং অন্যায় যে সহে উভয়ই সমঅপরাধী। আর কিছু বলার ভাষা নেই।

কবির দুটো লাইন মনে পরে
“সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালি করে, মানুষ কর নি”

31/07/2025

বিসমিল্লাহির রাহমানীর রাহিম
আমদের দীর্ঘ সংগ্রামের পথচলায় এই মাটির জন্য লড়েছি, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।

কিন্তু এই পথে আমাদের ভুলও হয়েছে , তেলবাজরা আমাদের পথভ্রষ্ট করেছে— হয়তো অজান্তেই কোনো ভাইয়ের হক নষ্ট করেছি, কারো মনোবেদনা দিয়েছি, অহংকার বা বিভেদের দেয়াল তুলেছি। সেই সব ভুলের বোঝা আজ আমাদেরই পিছু টানে।

ইয়াহিয়ার চক্রান্তকারীরা সেই ফাটলেই আঘাত হেনেছে। তাতে আমরা বিচলিত নই আমরা আবারো এই পরাজিত শক্তিকে পরাজিত করবো এবং এইবার তাদের কোনো ক্ষমা প্রদর্শন হবে না ইনশাআল্লাহ কিন্তু তার আগে আমাদের দেশবাসী ও ভাইদের সাথে সকল অভিযোগ মিটিয়ে নিতে হবে কারন এই দেশ এই দেশের জনগন আমাদের পরিবার।

তাই আজ আমি আপনাদের কাছে আবেদন করছি:-
যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আজই ক্ষমা চাই।
যদি কারো অধিকার নষ্ট করি, সেটা ফিরিয়ে দিই।

এই আহ্বান শুধু রাজনীতির জন্য নয়—এটা আমাদের ইহকাল ও পরকালের মুক্তির পথ। প্রতিটি ঘটনাই শিক্ষনীয় ।এখন আত্মশুদ্ধির সময়, এখন মাথা নত না করে মানুষের পাশে দাঁড়ানোর সময়। আমরা প্রমাণ করতে চাই ক্ষমতার চেয়ারের চাইতে জনতার ভালোবাসা আমাদের কাছে বেশি মূল‍্যবান।
মনে রাখবেন ভিন্ন দল করা কোনো অপরাধ নয় আমাদের বিরোধিতা করা সমালোচনা করা ও কোনো অপরাধ নয় , কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মত অপরাধ এর কোনো ক্ষমা নাই।

**সতর্কবাণী:**
আজ বাংলাদেশ শকুনের থাবায় আক্রান্ত! এই লুটেরারা দেশের শেষ রক্তবিন্দুও শুষে নেবে। কিন্তু আমরা যদি ৭১ এর মতো ঐক্য গড়ে তুলি, যদি ,অহংকার ভুলে মানুষের দরদে মিশে যাই, তাহলে কোনো শক্তি আমাদের দাবায়ে রাখতে পারবে না।

প্রিয় দেশবাসীঃ
একজন পিতা বা মাতা কখনোই তার সন্তানের ক্ষতি চায় না তেমনি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জীবনের তেরটি বছর জেলে উৎসর্গ করে নিজের জীবন ও যৌবন উৎসর্গ করে স্বাধীন করা দেশটার ক্ষতি চান নাই এতটুকু যদি না বুঝেন যদি ঐ ধর্মব‍্যবসায়ী মুনাফেকদের ছলচাতুরি না বুঝেন তাদের ফেতনা থেকে না বাঁচতে পারেন তাহলে এই শেষ জমানায় দাজ্জাল এর ফেতনা থেকে আপনারা কীভাবে বাঁচবেন???

ভেবে দেখেন।নিশ্চয়ই গত এক বছরে বুঝতে পেরেছেন এ দেশ কাদের হাতে নিরাপদ ছিলো। আওয়ামীলীগ ফেরেশতার দল নয় তাই ভুল ত্রুটি হয়েছে । আওয়ামীলীগ দেশ বিক্রি করেছে,গুম,খুন,হত‍্যা রাহাজানি করেছে বলে যারা আপনাদের মস্তিষ্ক ধোলাই করেছে ভাবুন তো গত একবছর আওয়ামীলীগ বিহীন দেশ চলছে এসকল ঘটনা কি বন্ধ হয়ে গিয়েছে? গুম খুন হত‍্যা ছিনতাই ধর্ষন কি বন্ধ হয়ে গেছে কিংবা কমেছে ? কমে নাই বরং বেড়েছে আরও বাড়বে কারন যারা এই ঘটনা গুলো ঘটাতো তারা এতোদিন ইবলিশের মত ছদ্মবেশে আওয়ামীলীগ এর নামে করতো এখন তারা আমাদের লুঙ্গির তল থেকে বেরিয়ে প্রকাশ্যে এসেছে এখন তারা প্রকাশ‍্যেই সব অপকর্ম করে বেড়াচ্ছে

এখন সিদ্ধান্ত আপনাদের । অভিমানের কাঠের চশমা খুলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে একবার ভাবুন, জানুন তারপর সিদ্ধান্ত নিন। আওয়ামীলীগ এর কতিপয় লোক খারাপ হতে পারে কিন্তু দলীয় ভাবে এদেশের একমাত্র ধারক ও বাহক আওয়ামীলীগ । আপনি যদি সাত কোটি বাঙালির প্রজন্ম হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার বাপ দাদারা গল্পে গল্পে শেখ মুজিবের আদর্শের গল্প শুনিয়ে গেছেন এবং আপনি জানেন ৭১ মানেই আওয়ামী লীগ একাত্তর মানেই বাংলাদেশ। আমাদের দীর্ঘপথচলায় সকল সফলতা আপনাদের সকল ব‍্যর্থতার দায় আমাদের। এবং সকল ব্যর্থতার জন‍্য ক্ষমা প্রার্থনা করি তবে গত রাজাকারদের কাছে আমরা মাথা নোয়াই না নোয়াবো না। প্রতিটা বাঙ্গালী আমার ভাই বোন প্রতিটা পাকিস্তানপ্রেমী আমার ত্রিশ লক্ষ জনতার হত‍্যাকারী আমার দুই লক্ষ মা বোনের ইজ্জত লুটেরা। তাদের কোনো ক্ষমা এবং কবর এই মাটিতে হবে না ইনশাআল্লাহ ।

প্রিয় নেতাকর্মীরা,

রাজনীতির মাঠে জয়লাভ করতে হলে, রাজনৈতিক সাফল্য পেতে হলে শেখ মুজিবুর রহমানের সেই অমোঘ বাণী আমাদের পাথেয় হতে হবে:
"ভোট পেতে হলে মানুষকে ভালবাসতে হয়। ভোট পেতে হলে মানুষের দুর্দিনে পাশে দাঁড়াতে হয়। ভোট পেতে হলে মানুষের দুঃখের দিনে মানুষের কাছে থাকতে হয়।"

আপনার প্রতিবেশী, সহযোদ্ধা, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের সাথেও হাত মেলান। ক্ষমা চেয়ে নিন, সম্পর্ক মেরামত করুন। কারণ, মনে রাখবেন ভিন্ন দল করা কোনো অপরাধ নয় আমাদের বিরোধিতা করা সমালোচনা করা ও কোনো অপরাধ নয় , লাল প্রোফাইল দেওয়া কোনো অপরাধ নয় কিন্তু বুঝে শুনে সুস্থ মস্তিষ্কে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মত অপরাধ এর কোনো ক্ষমা নাই, মুনাফেকির কোনো ক্ষমা নেই, গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত নিহত,আবু সাঈদ, মুগ্ধ, তোফাজ্জল, পুলিশ সহ আমার ভাইদের হত‍্যাকারীদের কোনো ক্ষমা নেই।

প্রস্তুত হন
রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব,
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম পরাজিত শক্তি ও পাক হানাদারদের বিরুদ্ধে স্বাধীনতার শেষ সংগ্রাম।
ইনশাআল্লাহ বিজয় সন্নিকটে। মহান রবের কৃপার অপেক্ষায় ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

28/07/2025

প্রিয় নেত্রী আপনার অপেক্ষায় পুরো জাতি , ইনশাআল্লাহ আগুনের দিন শেষ হবে একদিন

26/07/2025

কর্মীদের জন‍্যই আবার আসবে শেখ হাসিনা ইনশাআল্লাহ
💐সেলিনা হায়াৎ আইভী ❤️

18/07/2025

মনোযোগ দিয়ে শুনুন এবং জবাব খুঁজুন

14/07/2025

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
আওয়ামী লীগের প্রতিটা কর্মী চীরজীবী হোক
বাংলাদেশ অমর হোক

20/04/2025

বাংলার দামাল ছেলেরা আর ঘুমিয়ে নেই । এই তো আর ক্ষানিকটা পথ পারী দিলেই ঘন্তব‍্য। ধন‍্যবাদ মুজিব সৈনিকদের।

19/04/2025

সাধারণ মানুষ সবই বুঝে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা

18/04/2025

চলো বাংলাদেশ,
চলো বিজয়ের টানে…..

আওয়ামী লীগের কর্মসূচি সফল করুন। ১৭ ফেব্রুয়ারি  #মশাল  #মিছিল ১৮ তারিখ সর্বাত্মক  #হরতাল সফল করবে জনগণ।
16/02/2025

আওয়ামী লীগের কর্মসূচি সফল করুন।
১৭ ফেব্রুয়ারি #মশাল #মিছিল
১৮ তারিখ সর্বাত্মক #হরতাল

সফল করবে জনগণ।

Address

Dhaka
1361

Telephone

+8801600748209

Website

Alerts

Be the first to know and let us send you an email when আওয়ামীলীগ “৭১” posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আওয়ামীলীগ “৭১”:

Share