Kaniz's kitchen & more

Kaniz's kitchen & more আমি সেই সব সুখী মানুষদের মধ্যে একজন, যারা সব কিছুতেই সুখ খুঁজে পায়।আলহামদুলিল্লাহ 😇
(13)

ছবি টা অনেক কিছু বলে যায় নিরবে...  আপনার চোখে কি ধরা পরে???
29/07/2025

ছবি টা অনেক কিছু বলে যায় নিরবে...
আপনার চোখে কি ধরা পরে???

13/07/2025

হাওর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে 🤩🤩
হাওরে গোসল করতে নেমে গানও শুনে ফেললাম পিচ্চি শিল্পীদ্বয় রাজু আর ইমামের ❤️❤️🌼।

হাওরে গোসল করছিলাম আমরা দুইজন। হঠাৎ কোথা থেকে দুই পিচ্চি একটা নৌকা নিয়ে আমাদের কাছে এসে বলে গান শুনবেন? একটা গান ৫০ টাকা 😬। আমরা তো অবাক! দুইজন দুই জনের দিকে তাকিয়ে হেসে ফেললাম। আমি বলি আমি তো পাঁচটা গান শুনাতে পারবো তুমি ৫০ টাকা দিলে আমাকে 🤣🤣। দিবা নাকি? পিচ্চিদুটো সায় দিয়ে মাথা নাড়লো 😊 ওদের সরলতা আমাদের মুগ্ধ করলো। আমার জামাই বললো ঠিক আছে প্রতি গান বিশ টাকা দিবো তোমাদের। এরপর ওদেরকে গান শুনাতে বললাম দুজন তো সাথে সাথে ই গান শুরু করে দিলো। দারুণ গান ভিডিও না করে রাখলেই লস তাই আমাদের নৌকায় রাখা পলিথিন থেকে মানিব্যাগ, ফোন বের করে এই দারুণ ভিডিও টা ধারণ করে রাখলাম ❤️❤️। তারা দুজন তো অল্প সময়ের মধ্যেই আসর জমিয়ে দিলো, আশেপাশের বোট এসেও লোকজন গান উপভোগ করলো। হাওরের শীতল পানিতে গোসল করতে করতে তাদের সুন্দর গানে গানে দারুণ একটা সময় পার করলাম 🌼🌼❤ ৪০ টাকার বদলে ওদের ১০০ টাকা দিয়ে দিলাম, পিচ্চি দুইটার খুশি দেখে কে!

10/07/2025

দেখবেন, যেইটা নিয়ে বেশি খুশিতে লাফালাফি করবেন,, তাতেই ঝামেলা হবে 🤓🤓

03/07/2025

কিডনি বেইচা টেকা নিয়া শখের বিটারে বগলদাবা করে ঘুরতে যামু বিদ্যাশ🤓🤗🤗। অন্য বেটিরে সাথে নিয়ে ঘুরবে বিটা, সেই চ্যান্স দেবার মতো ওতো উদার আমি না 🥴🥴

02/07/2025

কোথাও ঘুরতে যায় আর না যায় ব্যাপার না🙃🙃
কিন্তু ঘুরতে যাবো ঘুরতে যাবো করে করে মনের মধ্যে যে আকুপাকু অবস্থা সেইটা বিশাল ভাল্লাগে 🤗🤩😁

মাঝে মধ্যে ফাঁকিবাজি করতে ভালোই লাগে 🤗😁🥰দুপুরের পাতে 🍛🍛
18/06/2025

মাঝে মধ্যে ফাঁকিবাজি করতে ভালোই লাগে 🤗😁🥰
দুপুরের পাতে 🍛🍛

কাঁঠালের আঁটি দিয়ে গরম গরম খিচুড়ি সেই সাথে বৃষ্টিভেজা ওয়েদার 🥰🥰
18/06/2025

কাঁঠালের আঁটি দিয়ে গরম গরম খিচুড়ি সেই সাথে বৃষ্টিভেজা ওয়েদার 🥰🥰

জাপানে একটা উৎসব আছে নাম, "হানামি" যার অর্থ ফুল দেখার উৎসব। কি দারুণ ব্যাপার না? এই যে, গাছ ভর্তি এতো এতো মন ভালো করা, ফ...
07/05/2025

জাপানে একটা উৎসব আছে নাম, "হানামি" যার অর্থ ফুল দেখার উৎসব। কি দারুণ ব্যাপার না? এই যে, গাছ ভর্তি এতো এতো মন ভালো করা, ফুলের মেলা বসেছে চারিদিকে, সেটা তো উৎসবের আমেজ তৈরি করে মনে। তবে এতো সুন্দর আমেজ দ্বিগুণ হয়ে যাবে যদি সাথে প্রিয় মানুষ গুলো থাকে , তাই না? আমার মনে হয়, যেকোনো ভালো কিছু কাছের মানুষ গুলো নিয়ে উপভোগ করলে আনন্দ হাজার গুণ বেড়ে যায় 🥰। তাহলে কি বুঝতে পারলেন?

একটা সময় ছিলো যখন মাশরুম খাওয়া যায় সেটাই বিশ্বাস হতো না 🤓। আরে! এই জিনিস কারা খাই🤔। এটা তো দেখি এখানে সেখানে ব্যাঙেরছাতা...
02/05/2025

একটা সময় ছিলো যখন মাশরুম খাওয়া যায় সেটাই বিশ্বাস হতো না 🤓। আরে! এই জিনিস কারা খাই🤔। এটা তো দেখি এখানে সেখানে ব্যাঙেরছাতার মতো গজায়। আমি তো জীবনেও খাবো না বাবা🥱 🫢। কিন্তু ঢাকায় আসার পরে মাশরুম খাওয়া শিখে গেলাম কেমন করে নিজেই জানি না।যেটা জানি, সেটা হলো এই জিনিস তো ভ হেবি মজার 😋আগে কেন খেতে পারলাম না🙃। আসলেই মাশরুম খাওয়া যেমন শরীরের জন্য অনেক ভালো তেমন সুস্বাদু 🤤🤤। সাধারণত ছোট জেলা শহর গুলো বা গ্রামের মানুষদের মধ্যে মাশরুম নিয়ে একটা বিব্রতবোধ কাজ করে মাশরুমের জন্মস্থান দেখে । তবে তারা যে সকল ব্যাঙেরছাতার মতো মাশরুম দেখে বড় হয়েছে সেগুলো খাওয়া যায় না। অনেক মাশরুম আছে বিষাক্ত আর অনেক মাশরুম আছে পুষ্টিগুনে ভরপুর খাবার উপযোগী। বাজারে গেলেই খাবার মাশরুম খুঁজে পাবেন 🤗
তাহলে কি বুঝতে পারলেন?? এখন থেকে বেশি বেশি মাশরুম খাওয়া চাই বন্ধুরা, ওকে😁🥰🤩।
সন্ধ্যার নাস্তা হিসাবে ঝটপট গার্লিক মাশরুম বানিয়ে নিলাম 😋😋।

দুধ যখন ছানা হয়ে গেছে তখন তো ছানার বরফি বানিয়ে ফেলাটাই উত্তম 😋🤩। উপকরণ 👇🌼ছানা আটা/ ময়দাচিনিবেকিং সোডা এলাচ, দারুচিনি মিক...
01/05/2025

দুধ যখন ছানা হয়ে গেছে তখন তো ছানার বরফি বানিয়ে ফেলাটাই উত্তম 😋🤩।
উপকরণ 👇🌼
ছানা
আটা/ ময়দা
চিনি
বেকিং সোডা
এলাচ, দারুচিনি
মিক্স বাদাম ( অপশনাল)

17/04/2025

কাল বৈশাখ

শুভ নববর্ষ ১৪৩২🌿🌼মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা....
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২🌿🌼
মুছে যাক গ্লানি
ঘুচে যাক জরা....

Address

Magura
Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaniz's kitchen & more posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share