12/07/2025
ব্রেকিং নিউজ
..... #শান্তি পরিবহন।
অদ্য ১২ জুলাই ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৮. ৫০ ঘটিকায় মাটিরাংগা আর্মি জুন সংলগ্ন টার্নিংয়ে নামার সময় মোটরসাইকেল সঠিক লাইনে ছিলো কিন্তু খাগড়াছড়ি থেকে আসা রং সাইদে টমটম গাড়িকে ওভারটেক করে যাওয়ার পথে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা অবস্থায় মোটরসাইকেল ড্রাইভার সাথে একজন ছেলে আর আরেকজন মহিলা ছিল,,, সাথে থাকা #দিনো বালা ত্রিপুরা (৪৮) ধাক্কা খেয়ে মাথায় আঘাত প্রাপ্ত হলে রক্ত ক্ষরণ অবস্থায় তাৎক্ষণিকভাবে মাটিরাংগা সদর হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতালে পৌঁছনার পূর্বে মারা যায়😭🙏।
বতর্মানে মেডিকেল যে সে নিজে সুস্থ নেই 😭😭রোগীর নাম শ্যামল বিকাশ ত্রিপুরা
মৃত ব্যক্তির ঠিকানা: গ্রাম - আরবাড়ী পাড়া, ১ নং ওয়ার্ড, ১ নং গুইমারা সদর ইউনিয়ন, গুইমারা উপজেলা,খাগড়াছড়ি পার্বত্য জেলা।