19/09/2024
এই মুভিটা যারা দেখেছে তাদের একেকজনের একেক মত। তবে আমার মত একটু ভিন্ন সবার সাথে নাও মিলতে পারে। হয়ত কিছুটা বাস্তব। চন্দ্রিমা নামক মেয়েটি নিশানের স্ত্রী ছিলো খুব চমৎকার একজন মানুষ, কিন্তু নিজের সন্তানকে হারিয়ে মানসিক রোগী হয়ে যায়। তার স্বামী নিশান ছিলো এক কোচিং এর টিচার। সেই কোচিং এর একজন শিক্ষার্থী ছিলো স্যার এর উপর ক্রাশ। কিন্তু সে তখন পাত্তা দিত না শিক্ষার্থী তিয়াশাকে। কিন্তু যখন চন্দ্রিমা জানতে পারে তার স্বামীকে একজন ভালোবাসে সে ম্যারিড জানা সত্ত্বেও তখন চন্দ্রিমা চায় তার স্বামীকে পরীক্ষা করতে।সে দেখতে চেয়েছিলো তার স্বামী তাকে ছাড়া সুযোগ থাকা সত্ত্বেও অন্য কোনো নারীর কাছে যায় কিনা।
কিন্তু কিন্তু কিন্তু!
বোকা মেয়ে চন্দ্রিমা ছিলো ভুল।সে ভেবেছিলো তার স্বামী তার থাকবে কিন্তু তার স্বামী তার থাকে নি। সে তিয়াশার হয়ে গিয়েছে এবং মৃ*ত্যুর আগ অব্দি সে তিয়াশার ছিলো। সে তার প্রেমিকার গভীর প্রেমে পড়েছিলো। যার পরিমান এত বেশি ছিলো যে সে বলেছিলো, "যে যাকে ভালোবাসে সে তার ক্ষতি করতে পারে না।" আর তাই সে তার সো কল্ড গার্লফ্রেন্ড এর মুখোশ খুলে দিতে পারে নি। অথচ সে তার স্ত্রী আর সন্তানের মায়ের কিন্তু ক্ষতি করেছে যাকে বাচাতে সে তার স্ত্রীর কথা মতো সেই মেয়েটার সাথে মিশেছে।
বোকা মেয়ে চন্দ্রিমা, নিজের ভালোবাসার মানুষকে প্রমান করতে গিয়ে সব হারালো। ৩ টে জীবন নষ্ট হলো। কিন্তু সে তার স্বামী, তার ভালোবাসার মানুষকে পেলো না। সেই তো তোমার স্বামী সুযোগের সৎ ব্যবহার করলো। মাঝ থেকে তুমি কি করলে? তাই এই থেকে আমি এই জিনিস টা শিখেছি যে যত যাই হোক ঘি আর আগুন পাশাপাশি রাখা যাবে না, তাতে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যেমনটা চন্দ্রিমা হয়েছে।