Hafiz Rayhan

Hafiz Rayhan ফলো দিলে ফলো পাবেন। ইনশাল্লাহ। কিন্তু আমার পোস্টে কমেন্ট করে জানাতে হবে।If you give a If you give a follow, you will get a follow.

Inshallah But I have to comment on my post.💯🤲❤️🫶💗🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩Bangladesh

11/08/2025

নাফসের বিরুদ্ধে জয় পাওয়ার কিছু সুস্পষ্ট লক্ষণ:-

• স্বভাবগতভাবে দৃষ্টি নিচু হয়ে যায়-হারাম থেকে চোখ ফেরানো সহজ হয়ে যায়
• হারামের প্রতি মনে গা-ঘিনঘিনে বিরক্তি তৈরি হয়
• সালাত আর বোঝা মনে হয় না, বরং হৃদয় প্রশান্ত হয়
• ঘুম থেকে আগেই উঠে যাওয়া অভ্যাসে পরিণত হয়
• জিকির ও ইস্তেগফার বেশি বেশি করতে ইচ্ছে করে

এগুলো ইঙ্গিত দেয়, আপনি আপনার নাফসকে নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ — এটাই প্রকৃত আত্মশুদ্ধির সূচনা।

11/08/2025

স্কুল ছাত্র এর ইমতেহান চলছে

07/08/2025

হিফজ পড়াতে ইচ্ছুক সম্মানিত অভিভাবকদের প্রতি পরামর্শ।

🔴🔷🔹এক : বাচ্চা মেধাবী হলে হিফজে দিন। মেধা দুর্বল হলে হিফজে না দেওয়াই ভালো ।

🔴🔷🔹দুই : মেধা ভালো। হিফজে দিয়েছেন। কিন্তু সে হিফজে পড়তে বিলকুল আগ্রহী না। অসহ্য লাগে। পালিয়ে আসে। হিফজের চিন্তা বাদ দিয়ে ক্লাসে ভর্তি করে দিন।

🔴🔷🔹তিন : মেধা দুর্বল। তবুও আশা করে হিফজে দিয়েছেন, পারছে না। শত চেষ্টা করেও হচ্ছে না। অতিরিক্ত চাপ না দিয়ে ক্লাসে ভর্তি করে দিন।

🔴🔷🔹চার : মাদ্রাসায় থেকে পড়তে দিন। বাসায় হিফয সম্ভাবনা নেই বললেই চলে। বিয়ে-শাদির দাওয়াত, বেড়াতে যাওয়া ইত্যাদি অহেতুক কারণে ছুটি নেয়া বন্ধ করুন।

🔴🔷🔹পাঁচ : হাফেজ হওয়া ফরয, ওয়াজিব কিছুই না। অতিরিক্ত আবেগী হয়ে বাচ্চার সময় নষ্ট করবেন না।

🔴🔷🔹ছয় : উস্তাদের দোয়া নিন। উস্তাদকে সর্বোচ্চ সম্মান করুন। উস্তাদের দোয়া ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বাচ্চার পড়ার উন্নতি হবে না।

🔴🔷🔹সাত : আল্লাহর খাস রহমত ও বাচ্চার স্বতস্ফুর্ত অবিরাম চেষ্টা সাধনা ছাড়া হাফেজ হওয়া যায় না। এজন্য হালাল হারাম মেনে চলুন। বেশি বেশি দোয়া ও আমল করতে থাকুন।

🔴🔷🔹আট : হাফেজ হওয়া সম্মানের, সৌভাগ্যের। তবে বাচ্চার অবস্হা বিবেচনা করতে হবে। অভিভাবকের ভুলের কারণে বাচ্চার জীবন যেন হুমকির মুখে না পড়ে।

🔴🔷🔹নয় : হাফেজ হওয়ার পর ভালো আলেম বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। শুধু হাফেয হওয়ার মধ্যে পরিপূর্ণ কল্যাণ নেই।

🔴🔷🔹দশ অভিভাবকদের প্রতি ছোট একটি আবেদন,,,,,,,,,,
এই ভুল কেউ করবেন না,,,,,,,

ইলম আসার জন্য উস্তাদের দুআ নিন। উস্তাদকে সর্বোচ্চ সম্মান করুন। উস্তাদের দুআ ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বাচ্চার লেখা পড়ার উন্নতি হয় না।
উস্তাদের সাথে যে গার্ডিয়ান যত ভদ্র আচরণ করবে, তার সন্তান উস্তাদকে তত বেশি সম্মান করবে। এমনকি যে গার্ডিয়ান উস্তাদের সাথে খারাপ আচরন করবে, তার সন্তানের ভবিষ্যৎ জীবন নষ্ট করার জন্য তিনি নিজেই দায়ী থাকবেন ।

আল্লাহ আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন।

03/08/2025

শিক্ষক শিক্ষিকাদের সাথে কেন বৈষম্য করেন আপনারা, রুম ছাড়তে হলে দুই মাস আগে জানাতে হবে, না হয় দুই মাসের ভারা দিতে হবে, কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের হঠাৎ করে না করে দেন এটা কোন ধরনের বৈষম্য, আপনারা একজন যথেষ্ট পরিমাণে শিক্ষিত মানুষ, শিক্ষক-শিক্ষিকাদের না করলে এক মাসের বেতন দিয়ে তারপরে না করবেন। শিক্ষকরা এত কষ্ট করে এত শ্রমদেয় তারপর তাদের সাথে বৈষম্য করেন আপনারা। কিছু কিছু মানুষ এমন করেন। টাকা দিতে ভুলে যান ১ তারিখে থেকে ১০ তারিখ ১৫ তারিখ দুই মাস তিন মাস এমনও করেন আপনারা, শিক্ষক সব সহ্য করেন।কিন্তু তার দুই মিনিট এক মিনিট দশ মিনিট দেরি হলে এগুলো আপনাদের সহ্য হয় না। শিক্ষকরা তো মানুষ না তাদের কোন মন নাই তাদের কোন দুঃখ কষ্ট নাই।

স্বৈরাচার পতনের ১দফা দাবীতে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চর...
03/08/2025

স্বৈরাচার পতনের ১দফা দাবীতে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এর নেতৃত্বে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল।

৫ আগষ্ট ২০২৪ সোমবার ঢাকায় ও সারাদেশে পাড়ায়-মহল্লায়, গ্রামে-গঞ্জে গণমিছিল কর্মসূচি ঘোষণা।

মাশাআল্লাহ!!  দিলকাশ মানযার ইসলামী ইমারাতের বিশেষ পুলিশ বাহিনীর ইউনিফর্ম সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি:স্বরাষ্ট্র মন্ত্রণাল...
02/08/2025

মাশাআল্লাহ!! দিলকাশ মানযার

ইসলামী ইমারাতের বিশেষ পুলিশ বাহিনীর ইউনিফর্ম সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তের ভিত্তিতে, মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর অধীনে বিশেষ পুলিশ বাহিনীর সদর দপ্তর; সকল সামরিক কর্মকর্তা এবং কর্মীদের প্রতি দৃঢ়ভাবে সুপারিশ করছে যে তারা মহামান্য আমিরের নির্দেশ অনুসারে তাদের দায়িত্ব পালনের সময় নির্দিষ্ট ইউনিফর্ম ব্যবহার করুন, আল্লাহ তাকে রক্ষা করুন।

উক্ত সদর দপ্তরের নেতৃত্বের শেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এখন থেকে, মন্ত্রণালয়ের নেতৃত্বের নির্দেশনার ভিত্তিতে সমস্ত বিশেষ বাহিনীর কর্মীরা তাদের অফিসিয়াল কর্তব্যের ইউনিফর্ম পরতে বাধ্য থাকবেন এবং শৃঙ্খলা, ঐক্য এবং পেশাদার শৃঙ্খলার প্রতীক হয়ে উঠবেন।

সবাই আসবেন ইনশাআল্লাহ
02/08/2025

সবাই আসবেন ইনশাআল্লাহ

 # তানজিমুল উম্মাহ ওয়াল আইম্মা পরিষদের পক্ষ থেকে, গাজা বাসির জন্য আয়োজন ।
27/07/2025

# তানজিমুল উম্মাহ ওয়াল আইম্মা পরিষদের পক্ষ থেকে, গাজা বাসির জন্য আয়োজন ।

27/07/2025

আমাদের মাঝে ছোট বন্ধু আরমান হোসাইন,,শুধু ঘুমিয়ে যায় পড়তে আসলেই 😁🙂

আপনার কাছে আপনার দল ও দলের লিডার বড় হতেপারে। আপনি সেটাকে উপরে রাখতেই পারেন।এটা স্বাভাবিক। কিন্তু অন্যকোনো ইসলামী দলকে ও ...
24/07/2025

আপনার কাছে আপনার দল ও দলের লিডার বড় হতেপারে।
আপনি সেটাকে উপরে রাখতেই পারেন।এটা স্বাভাবিক।
কিন্তু অন্যকোনো ইসলামী দলকে ও দলের লিডারকে হীন চোখে দেখার কোনো অধিকার নেই আপনার।

আপনি ইসলামী আন্দোলনের পক্ষ নিয়ে খেলাফতের বিরোধিতা করবেন, পীর সাহেব চরমোনাই'র পক্ষ নিয়ে শায়খুল হাদীস-এর বিরোধিতা করবেন, এটা যেমন কাম্য নয়- তেমনি আপনি খেলাফতের পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবেন, আবার শায়খুল হাদীস-এর পক্ষ নিয়ে পীর সাহেব চরমোনাই'র বিরোধিতা করবেন এটাও কাম্য নয়।কোনোটারই গ্রহণযোগ্যতা নেই।

কেউ ভুল করলে, ভুল বক্তব্য দিলে,ভুল ব্যাখ্যা দিলে সেই টপিকের উপর আলোচনা করতে পারেন তাও যৌক্তিকতা দেখিয়ে।সাবলীল ভাষায়।কোনো অসম্মান দেখিয়ে নয়।টপিকের বাহিরে গিয়ে নয়।

আপনি কোনো এক ঘরের কোণে বসে শায়খুল হাদীস-এর পক্ষ নিয়ে পীর সাহেব চরমোনাই অথবা ইসলামী আন্দোলনের বিরোধিতা করছেন,কটুকথা বলছেন,যা মন চায় কমেন্টে দ্বীনি ভাইদের আঘাত করছেন।
আবার আরেকজন পীর সাহেব চরমোনাই'র পক্ষ নিয়ে শায়খুল হাদিস অথবা খেলাফত মজলিসের বিরোধিতা করছেন,বিশ্বাস করুন এগুলো নাথিং। কিছুই হবেনা এসবে।
জাস্ট কিছুটা ভাবমূর্তি নষ্ট হবে। তাও তৃণমূলে।
জাতীয়ভাবে নয়।

ইসলামী আন্দোলনের মুহতারাম আমীর ও নায়েবে আমীর প্রতিটা দিন একাধিক অঞ্চলে,একাধিক প্রোগ্রামে উপস্থিত হন।তেমনি শায়খুল হাদীস ও।
কোনো এক প্রোগ্রামে দেখা হলে,একে অন্যকে বুকে জড়িয়ে ধরেন।ভালোমন্দের খোঁজখবর নেন।
আপনার আমাদের পক্ষপাত আর বিরোধিতায় উনাদের কিছুই যায় আসে না। বিশ্বাস করুন, কিছুই যায় আসে না।
আসুন ঐক্যবদ্ধ হই।সবাইকে আপন করে নিতে শিখি।
বাতিলেরা চাচ্ছে চরমোনাই ও বাংলাদেশ খেলাফত মজলিস আলাদা হয়ে যাক
আমরা বাতিলদের সেই সুযোগ দিবো না

22/07/2025

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafiz Rayhan:

Share