মিঃ মাহমুদ সাব

মিঃ মাহমুদ সাব This page is about entertainment only. Here you can see my daily activities.

06/08/2025

ড. ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন। ১লা ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যেই হবে জাতীয় নির্বাচন। কিছুদিন পরই আমাদের কাছ থেকে পুরোপুরি বিদায় নিবেন তিনি।
তিনি প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে বসার পর থেকে দেশে এ পর্যন্ত ছোট বড় ১৭৪ টা আন্দোলন হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে, বিমান দূর্ঘটনা হয়েছে, আরও কতশত অযাচিত ঘটনা ঘটেছে। তারমধ্যে সেনাপ্রধান কমান্ড চেইন মানে না, পুলিশরা নিরাপত্তা দিতে পারে না, বিএনপি কথা শুনে না, হাসিনার রয়ে যাওয়া আমলারা কাজ করে না।
তবুও চেষ্টা করেছিলেন ড. ইউনূস। চেয়েছিলেন নিজের ফেইস ভ্যালু ব্যবহার করে বৈদেশিক বিনিয়োগ আনতে, দেশটাকে একটু ঠিকঠাক করতে। কিছু কাজ করেছিলেনও, দেশের রিজার্ভও ৩০ বিলিয়ন হয়েছিল।
কিন্তু বাকি কাজগুলো করতে গিয়ে দেখলেন এদেশের সবাই দুর্নীতিতে জড়িত, চাঁদাবাজি রোগে আক্রান্ত। যুদ্ধে পরাজিত সৈনিকেরা যেমন ক্লান্ত দেহ নিয়ে কোনরকম ঘরে ফিরে তেমনি ড. ইউনূসও ফিরে যাবেন, সেদিন হয়তো ঠিকই আফসোস করবো আমরা !!!

23/07/2025

মাইলস্টোন বিমান ট্র্যাজেডি কি প্রমাণ করে না, বাইরের অপশক্তি মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত ?

23/07/2025

৩০ টাকার পানির বোতল ৬০০ টাকা, ৩০ টাকার ভাড়া ১০০ টাকা।
আপনারা যে এইভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করলেন, এই টাকা আপনারা কতদিন রাখতে পারবেন ? আপনারা কি মরবেন না ?

22/07/2025

ছোটবেলায় স্বপ্ন ছিল, বড় হয়ে গরীব মানুষদের সাহায্য করবো কিন্তু বড় হয়ে যে দেশের সরকারকে সাহায্য করতে হবে সেটা কোনোদিন ভাবিনি !!!!

22/07/2025

দুর্ঘটনাকে পুঁজি করে যারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, এই লোক গুলোর দিকে সবার নজর কবে পড়বে ?

20/07/2025

20 July - চলছিলো কারফিউ এর প্রথম দিন ।

14/07/2025

বাংলাদেশ কেন নিয়মিত ভালো পারফরমেন্স করতে পারে না !!!

06/07/2025

একটা জয়, সব সমস্যার সমাধান নয় !

03/07/2025

হতাশার গল্প টাইগারদের জন্য নিয়মিত..........

01/07/2025

যতবার আসবে জালিম, ততবার জন্ম নিবে মেজর ডালিম।
যতবার আসবে স্বৈরাচার, জুলাই আসবে বারবার।

24/06/2025

Ban VS SL, 1st Test, Day 04 - কেমন ছিল !!!

19/06/2025

Ban VS SL, 1st Test, Day 03 - কেমন ছিল !!!

Address

Puran Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when মিঃ মাহমুদ সাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category