PVF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PVF, Digital creator, Bangladesh, Fulbaria.

"তুমি যদি ১৫০ টাকা উপার্জন করো, তোমার সমস্যা হবে ৪০০ টাকার। তুমি যদি ১ কোটি উপার্জন করো, তোমার সমস্যা হবে ২ কোটির। প্রতি...
21/06/2025

"তুমি যদি ১৫০ টাকা উপার্জন করো, তোমার সমস্যা হবে ৪০০ টাকার। তুমি যদি ১ কোটি উপার্জন করো, তোমার সমস্যা হবে ২ কোটির। প্রতিটা মানুষের জীবনেই এই ধরনের সমস্যা থাকে।"

– ধানুশ

Happy Birthday Mohanlal sir🔥
21/05/2025

Happy Birthday Mohanlal sir🔥

  : যদি বলি- একটা বাস ভ্রমণ, কিছু অচেনা মুখ, আর অদ্ভুত হাস্যকর ভাবে ঘটে যাওয়া খু*ন— এই তিনটা মিলে তৈরি হয় এমন একটা সিনেম...
21/05/2025

: যদি বলি- একটা বাস ভ্রমণ, কিছু অচেনা মুখ, আর অদ্ভুত হাস্যকর ভাবে ঘটে যাওয়া খু*ন— এই তিনটা মিলে তৈরি হয় এমন একটা সিনেমা, যেটা দেখে আপনি হেসেও কাঁদবেন, আবার কাঁদতেও হেসে উঠবেন—তাহলে সেটা হলো Maranamass।

⚠️ সতর্কতা: এই সিনেমা দেখে আপনি হয় হেসে কাঁদবেন, না হয় কাঁদতে কাঁদতে হেসে ফেলবেন। কোনো মাঝামাঝি নেই!

🎞 Movie : “Maranamass

🌍 Language : Hindi
🔰 Genre : Comedy, Crime & Drama
🔰 IMDB Rate : 7.2/10

✳️ রিভিউ : শহরে এক সিরিয়াল কি\*লারের আগমন— কিন্তু সে কোনো সাধারণ খু*নি নয়। তার খু*নের কায়দা এমন, যেটা দেখে মনে হয় যেন কোনও ব্ল্যাক কমেডির শ্যুটিং চলছে! প্রতিটা হ\*ত্যায় এমন একরকম স্যাটায়ার লুকানো থাকে, যেটা বুঝতে গিয়ে আপনার মাথা ঘুরে যাবে, আবার মুচকি হাসিও ফোটাবে।

এই অদ্ভুত কেসের সাথে জড়িয়ে পড়ে "লুক"—একজন ইন্টারনেট সেলিব্রিটি, যার ভেতরে চাপা পড়ে থাকা এক অন্য মানুষ ধীরে ধীরে উঠে আসে। আর তার যাত্রা শুরু হয় এক অচেনা বাসে, যেখানে প্রতিটি যাত্রী একেকটা রহস্য! কে নিরাপদ, কে নয়—তা বোঝা যায় না একেবারেই।

অভিনয় নিয়ে বলতে গেলে:

বেসিল জোসেফ "লুক" চরিত্রে একেবারে নিখুঁত। তার চোখের অভিব্যক্তি থেকে শুরু করে ভয়ের মুহূর্তে হালকা কৌতুক—সব কিছুই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।
আর রাজেশ মাধবন—যার চরিত্রটা ভয়ংকর হলেও, তার পাগলামোতে এমন একটা আকর্ষণ আছে যে আপনি চোখ ফেরাতে পারবেন না। একদিকে খুনি, আরেকদিকে কমেডি—এই দুই বিপরীত মিশিয়ে সে যা করলো, সেটা সত্যি দারুণ সাহসী এক পারফর্ম্যান্স।

টেকনিক্যাল দিক:

চিত্রগ্রহণ ও লাইটিং—বলা যায় পুরো গল্পটাকে আরেক ধাপে তুলে নিয়েছে। অন্ধকার, ধোঁয়াটে পরিবেশ, ক্লোজ শট—সব মিলিয়ে দর্শককে প্রায় তৃতীয় ব্যক্তির মতো করে ঘটনাস্থলে নিয়ে যায়।
ব্যাকগ্রাউন্ড মিউজিক—যখন আপনি হেসে উঠবেন ঠিক তখনই এক হিমশীতল সাউন্ড আপনার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দেবে!

কেন এই সিনেমাটা আলাদা?

Maranamass কোনো র*ক্তার*ক্তি নির্ভর থ্রিলার নয়। এটা একটা বুদ্ধিদীপ্ত ভয়ানক গল্প— যেখানে খু*ন আছে, ভয় আছে, কিন্তু সবকিছুর মাঝেও এমন এক রকম ব্যঙ্গ আছে, যেটা বাংলা বা দক্ষিণ ভারতের মূলধারার সিনেমায় খুব কম দেখা যায়।

এক কথায়— এই সিনেমা একটানা দেখতে শুরু করলে থামা মুশকিল। চরিত্রগুলো আপনাকে বারবার ভাবাবে—এটা আসলে কে? খু*নি কে? আর সবচেয়ে বড় কথা, পর্দার পেছনে লুকিয়ে থাকা হাসির রেশটা কতটা অন্ধকার হতে পারে, তা আপনাকে চিন্তায় ফেলবে।

যদি রুচি থাকে এক্সপেরিমেন্টাল সিনেমার প্রতি—তাহলে এই সিনেমা অবশ্যই দেখা উচিত।

✴️ ব্যাক্তিগত রেটিং ➤ ৪/৫ ✰✰✰✰

©️PVF

20/05/2025

The Ray🤍

আজ আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। ফারাহ খান এর কমার্শিয়াল সেনসিবিলিটি দারুন লাগে আমার। গান, কোরিওগ্রাফি, অ্যারেনজমেন্ট, ক...
14/05/2025

আজ আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। ফারাহ খান এর কমার্শিয়াল সেনসিবিলিটি দারুন লাগে আমার। গান, কোরিওগ্রাফি, অ্যারেনজমেন্ট, কমেডি সব টপ নচ। কিন্তু এই সিনটা দেখেন:

রাম, সানজু, পার্সি সবাই শোলে সিনেমা দেখতে গেছে। রাঘবন খানকে পাঠিয়েছে পার্সিকে মেরে ফেলার জন্য যাতে জেনারেল বকশীকে একটা ম্যাসেজ দেয়া যায় যে গুলিটা তার মেয়েকেও লাগতে পারতো। সিনেমা হলের সামনে থাকা শোলের পোস্টার থেকে গাব্বারের প্রতিচ্ছবি পরা গাড়ির উইন্ডো স্লোলি নীচে নামে আর খানের এন্ট্রি হয়, এস্ট্যাব্লিশ হলো যে খান ভিলেন। এরপর তো পুরো সিকোয়েন্সটা হয়। এবং শেষে শাহরুখ যখন খানকে ধরে ফেলে, শাহরুখের ডায়লগ :

জোরিদার তো চালে গ্যায়ে, আব তেরা কেয়া হোগা কালিয়া?

মানে, চিন্তা করেন সেই সিকোয়েন্স এর শুরুতে ছাড়া শোলের রেফারেন্স শেষে এসেও ধরে রাখছে টু প্রুভ দ্যাট মেজর রাম ইজ দ্যা রিয়েল গাব্বার (Ngl, SRK's dialogue delivery gives off Don vibe in this scene)

এটাকে বলে হোমাজ। এই সিনেমা থেকে একটু টুকে নিলাম, ওখান থেকে একটু টুকে নিলাম, সেটা হোমাজ বা ট্রিবিউট না ভাই, আপনার নিজস্ব বক্তব্য থাকতে হবে, স্টাইলাইজেশন থাকতে হবে। ওহ, ম্যাট্রিক্স এর ইনস্পিরেশন নিয়েছে সেটাও কিন্তু একটা সিনে রেফার করেছে! সত্যি, এমন কোয়ালিটি কমার্শিয়াল সিনেমা বলিউডেও হয়না এখন, ঢালিউড তো পরের কথা..

**Romancham (2023)** - হাসির মোড়কে এক ভুতুড়ে অভিজ্ঞতা!🔥🔥**কোন কাজ নেই, যাই একটা ভুত ডেকে আনি!👻**এই লাইন দিয়েই শুরু হতে প...
13/05/2025

**Romancham (2023)** - হাসির মোড়কে এক ভুতুড়ে অভিজ্ঞতা!🔥🔥

**কোন কাজ নেই, যাই একটা ভুত ডেকে আনি!👻**

এই লাইন দিয়েই শুরু হতে পারে এই বাস্তবভিত্তিক হরর-কমেডি মুভির গল্প, যেখানে বেঙ্গালুরুতে একসাথে থাকা সাতজন ব্যাচেলর বন্ধুর হঠাৎ এক অদ্ভুত খেলায় জড়িয়ে পড়ার কাহিনি দেখা যায়। মজা করতে গিয়েই তারা প্ল্যানচেট খেলায় ডাকে এক আত্মাকে আর সেখান থেকেই শুরু হয় এক অনাকাঙ্ক্ষিত ভুতুড়ে যাত্রা।

তবে ভয় পাওয়ার কিছু নেই! ভয় নয়, বরং এই সিনেমা আপনাকে হাসিয়ে হাসিয়ে পেট ব্যথা করে দেবে। প্রতিটি চরিত্রের স্বাভাবিক অভিনয়, চোখ জুড়ানো লোকেশন, এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মুভিটিকে দিয়েছে এক ভিন্নমাত্রা। বিশেষ করে 'সিনু' চরিত্রটি আপনাকে দম ফাটানো হাসির খোরাক জোগাবে।

মাত্র ২ কোটি বাজেটে নির্মিত এই মালায়ালাম মুভি প্রায় ৭০ কোটি টাকা আয় করেছে এটাই বলে দেয়, গল্পটা কতটা জনপ্রিয় হয়েছে! মুভিটা আপনি ফ্যামেলি মেম্বারদের সাথেও দেখতে পারবেন✌️

হাসির সাথে একটু রহস্য আর রোমাঞ্চ চাইলে **Romancham** একবার দেখে ফেলতেই পারেন।❤️

🎬 'HIT 3'- রক্ত, রাগ আর রহস্যে ভরপুর এক্সপ্লোসিভ ট্রেইলার 🔥পুরো ট্রেইলার জুড়ে টানটান রহস্যে ঘেরা থ্রিল, সাসপেন্স আর এক্স...
14/04/2025

🎬 'HIT 3'- রক্ত, রাগ আর রহস্যে ভরপুর এক্সপ্লোসিভ ট্রেইলার 🔥

পুরো ট্রেইলার জুড়ে টানটান রহস্যে ঘেরা থ্রিল, সাসপেন্স আর এক্সট্রিম ব্রুটালিটি। যদিও ট্রেইলারে কিছুটা রাখঢাক রেখেই নৃশংসতা দেখানো হয়েছে তবে মুভিতে থাকবে raw এবং intense ব্রুটালিটি।

Strictly 'A' সার্টিফাইড হওয়া সত্ত্বেও সেন্সোর বোর্ড প্রায় তিনটি সিকোয়েন্সে কাট বসিয়েছে এবার বুঝুন তাহলে কি পরিমান ভায়োলেন্স রয়েছে মুভিতে।

অর্জুন সরকার চরিত্রে 'NANI' পুরোই বিস্ফোরণ ঘটিয়েছে ট্রেইলার জুড়ে। তার গ্রে-শেড ক্যারেক্টরটি ভিলেনের চেয়েও ভয়ংকর মনে হয়েছে।
🗓️ মুভিটি মুক্তি পাবে ০১ মে, ২০২৫

রেডি হয়ে যান ভায়োলেন্সের আরেক নতুন ডেফিনেশন দেখার জন্য!!! 💥
✍️PVF




ActoActor Nani 🇧🇩❤️

অন্য স্টারদের বক্স অফিস সাফল্য দেখলে মোটেও খারাপ লাগে না, কেননা এর চেয়ে ভয়ানক বক্স অফিস ঝড় অতীতে সালমান খানের দ্বারা আমর...
15/03/2025

অন্য স্টারদের বক্স অফিস সাফল্য দেখলে মোটেও খারাপ লাগে না, কেননা এর চেয়ে ভয়ানক বক্স অফিস ঝড় অতীতে সালমান খানের দ্বারা আমরা দেখে এসেছি।সালমান কোনো ২৩ এ জন্ম নেওয়া অভিনেতা কিংবা লকডাইনে জন্ম হওয়া অভিনেতা নয়।

যেই জিনিস গুলো এজ আ সালমান ফ্যান আমরা আরো কয়েক যুগ আগে উপভোগ করেছি সেটা বর্তমান যুগের স্টারের ফ্যানরা করছে। করতেই পারে, তাদের উচ্ছ্বাস আমাদের মোটেও ইনস্যিকিউর কিংবা খারাপ লাগায় না।কিন্তু সমস্যা হয় তখন, যখন তারা সালমানকে টেনে আনে। ওরা অজ্ঞ এই কারণে যে ওদের বয়স কম।

আজ অন্য স্টার বক্স অফিস নিয়ে যেইসব পেইড হেডলাইন তৈরি করে, সালমান তার চেয়ে সুন্দর সুন্দর হেডলাইন Komal Nahta, Taran Adars, Box Office India, Bollywood Hungama এবং Pinkvilla থেকে অর্গানিক ভাবে পেয়ে আসছে।

He is undoubtedly the legend of acting. An imapactful actor is more important than a average hero for a successful movie...
11/03/2025

He is undoubtedly the legend of acting. An imapactful actor is more important than a average hero for a successful movie.
For this Reason People Call Him:The Boss 💥

Address

Bangladesh
Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when PVF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share