হাইপোথ্যালামাস- Hypothalamus

হাইপোথ্যালামাস- Hypothalamus Don't forget to have fun.” ...

মেয়েদের মা লাগে। পদে পদে লাগে। এক্কেবারে জন্মের পরের সময়ের মত, কোলে লেপ্টে থাকা সময়ের মত, হাঁটার আগের সময়ের মত। আবার মাক...
21/06/2025

মেয়েদের মা লাগে। পদে পদে লাগে। এক্কেবারে জন্মের পরের সময়ের মত, কোলে লেপ্টে থাকা সময়ের মত, হাঁটার আগের সময়ের মত। আবার মাকে লাগে।
খুব খুব করে লাগে। প্রতিবার মা হওয়ার সময়
মা লাগে। পছন্দের খাবার রান্নার জন্য মা লাগে। শরীর খারাপ লাগলে মা লাগে।
সিজারের পর চেঞ্জ করানোর জন্য মা লাগে। তুলে তুলে খাওয়ানোর জন্য মা লাগে। নতুন বাচ্চা রেখে নিশ্চিন্তে ঘুমানোর জন্য মা লাগে। কথা বলার জন্য মা লাগে। ভরসার জন্য মা লাগে।
মা ছাড়া মানুষ মা হয় কীভাবে আমি জানি না। কোনদিন যেন আমাকে জানতে না হয়, কোনদিন না। 🥀

ভালো থাকুন পৃথিবীর সকল মা, ঈশ্বর সকল মা গুলোকে সুস্থ রাখুক।

©

স্বামী-স্ত্রী সম্পর্ক ঠিক তখনই পরিপূর্ণ হয়, যখন একজন আরেকজনের খারাপ সময়ে কিংবা হতাশায় ছায়ার মতো লেগে থাকে, সঙ্গীকে মানসি...
19/06/2025

স্বামী-স্ত্রী সম্পর্ক ঠিক তখনই পরিপূর্ণ হয়, যখন একজন আরেকজনের খারাপ সময়ে কিংবা হতাশায় ছায়ার মতো লেগে থাকে, সঙ্গীকে মানসিক সাপোর্ট দেয়, সঙ্গীর প্রতি নমনীয় থাকে।

একটাবার ভেবে দেখুন তো;
সঙ্গী যদি খারাপ সময়ে পাশে থাকে, সবসময় সঙ্গীর কেয়ার করে, সঙ্গীকে সে যেকোনো ভাবেই হোক-কষ্ট ভুলিয়ে রাখে, তবে কি কেউ সহজে হতাশাগ্রস্ত হয়? নিশ্চয়ই না।

মানুষের সবচেয়ে কাছের বন্ধুটি হচ্ছে, তার জীবন সঙ্গী। আর সেই কাছের মানুষটাই যদি কষ্ট বুঝতে না পারে, তবে আর আশা রাখার জায়গা কই?

আমার কাছে বৈবাহিক সম্পর্ক মানেই কেবল সমাজ, ধর্ম কিংবা লোকদেখানো বৈধ সম্পর্ক নয়। আমার কাছে বৈবাহিক সম্পর্ক মানেই পরস্পরের মিল বন্ধন। যে সম্পর্কে বৈধ ভাবে মানসিক এবং শারীরিক শান্তি পাওয়া যায়। আর সেই বৈধ সম্পর্কই যদি মানুষের মানসিক অশান্তির কারণ হয়, তবে সে ক্ষেত্রে ব্যপারটা অত্যন্ত হৃদয়বিদারক, সেই সাথে দুঃখজনকও বটে!

সঙ্গীর খারাপ সময়ে যারা সঙ্গীর সাথে দুর্ব্যবহার করে, সঙ্গীকে আরো দ্বিগুণ মানসিক যন্ত্রণা দেয়, তারা মূলত অবিকল মানুষের মতো দেখতে অ মানুষ! আর এই অমানুষগুলোই স্বার্থপরের মতো শুধু নিজের ভালো দেখে।

শত অভাব-অনটনের মধ্যেও সংসার করা যায়, যদি সেখানে শান্তি থাকে। তবে মানসিক অশান্তি নিয়ে একটা দিন পার করা যায় না সংসারে! আর এই বোধ শক্তি পৃথিবীর সব মানুষেরই থাকে না। এমন মানুষ রূপি কিছু অ মানুষের কাছে সংসার মানেই কেবল, নিজে ভালো থাকা। সঙ্গী যত অশান্তিতেই থাকুক, তাকে ভালো রাখলে আর কিচ্ছু দরকার নেই।

অথচ সংসার কিন্তু স্বামী-স্ত্রী পরস্পরের দু'জনের। সেখানে শুধুমাত্র নিজের ভালোর কথা চিন্তা করাটা একপ্রকার স্বার্থপরতা!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

17/06/2025

কি অদ্ভুত না? দুনিয়া থেকে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে!
নীল গাই,
জোনাকি পোকা,
ভালোবাসা.......

আবারো শুরু হয়ে গেল..........!! covid_omicron XBBকোভিড ২০২৫ ইংপরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে ...
11/06/2025

আবারো শুরু হয়ে গেল..........!! covid_omicron XBB

কোভিড ২০২৫ ইং

পরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রোগটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকেন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

জনসচেতনতা তৈরীতে সম্ভব হলে পোষ্টটি শেয়ার করুন।

10/06/2025

এজন্যই আমার প্রিয় খেলা WWE, কারণ রেফারিরে ধইরা মা!রা যায়।

বিষণ্ণ কোন ভুল কিংবা ঝরে পড়া বকুল ফুল!🌸📸:ইচ্ছেগ্রাফি
08/06/2025

বিষণ্ণ কোন ভুল কিংবা ঝরে পড়া বকুল ফুল!🌸

📸:ইচ্ছেগ্রাফি

SILENCE is the woman's loudest cry. If she is speechless, her heart is too tired for words.
15/11/2024

SILENCE is the woman's loudest cry. If she is speechless, her heart is too tired for words.

11/11/2024

আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে!
চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন: সবাই ঠিক ঠাকই আছে কিন্তু আপনি আর সেই আপনি নেই...

সবশেষে সমাপ্তি টা এরকমই হয় যে- যাদের জন্য নিজেকে এত পরিবর্তন করবেন> ঠিক তারাই আপনাকে দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে যে আপনার এত কিছুর কোনো মূল্যই নেই তাদের কাছে।

October, November, December সারাবছর আমরা যত ভালো কাজ করি, খারাপ কাজ করি, যত মানুষকে যেতে দেই বা খুব সাবধানে আঁকড়ে ধরে রা...
03/11/2024

October, November, December
সারাবছর আমরা যত ভালো কাজ করি, খারাপ কাজ করি, যত মানুষকে যেতে দেই বা খুব সাবধানে আঁকড়ে ধরে রাখি, যতবার কারো না কারো কান্নার কারন হই বা ভালোথাকার প্যারাসিটেমল,
সেই সবটুকুর হিসেব হয় শেষ তিন মাসে,,
বছরের এই একটা সময় মানুষ সবথেকে বেশি নিজেকে চিনতে শেখে, নিজেকে দায়বদ্ধ করতে শেখে, নিজের থেকে পালাতে শেখে...

বছরের শুরুতে যে জামাটা খুব পছন্দের ছিল, যে শাড়িটা আলনায় আলাদা জায়গা করে নিয়েছিল, যে বারান্দায় বেলফুল বা দোপাটির চারা লাগিয়েছিলাম খুব শখ করে, যে বন্ধুকে যেচে নিজের দুর্বলতা উগড়ে দিতাম নিয়মমাফিক,
হঠাৎ করেই প্রয়োজন ফুরিয়েছে তারও,..

যার ঠোঁট ছুঁতে কোনোদিন ভুল হতো না প্রথম-প্রথম, বছর ঘুরতে না ঘুরতেই সে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নয়..

আলতো রোদে একফালি ছাঁদ, দক্ষিণ হাওয়া, সুপারি গাছ বা খেজুরগাছের পাতার সরসর শব্দ, আকাশের সাদা অথচ স্পষ্ট মেঘ, সেই একঘেয়ে শহরের ক্ষমাহীন রাতগুলো , অগোছালো জানালার কাঁচে কুয়াশার অবশিষ্টাংশ, খুব দূর থেকে ভেসে আসা প্রিয় কাউকে নিয়ে সদ্য প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাওয়া ট্রেনটার হুইসেল, নলেন গুড়ের গন্ধ ,কোনো ভীষণ প্রিয় উপন্যাস এই সবকিছু মিলেমিশে এক জমকালো স্মৃতি বয়ে আনে বছরের শেষটা ,
মনে হয় কি যেন একটা খামতি থেকে গেছে আমাদের বেঁচে থাকায়, কে যেন একটা খুব কাছে থেকেও নেই, কার কাছে আর ফিরে যাওয়া হয়নি “আসছি” বলেও..

বছরের এই সময়টা বরাবর আমাদের আফসোস করা শেখায়, 🌻

Ayan Mukherjee Nil

জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা ভালো বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। যার সাথে সম্পর্কটা হবে ...
27/10/2024

জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা ভালো বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। যার সাথে সম্পর্কটা হবে দুই দেহ এক আত্মা টাইপের।

জীবনে একটা ভালো বন্ধু থাকুক। সব উল্টো পাল্টা কথাগুলো শোনার জন্য। মন খা'রা'পের দিনে প্রেমিক বা প্রেমিকার মতো করে মন ভালো না করে দিয়ে আরো মে'জাজ খা'রা'প করে দেওয়ার জন্য হলেও একটা ভালো বন্ধু থাকুক।

জীবনে এমন একটা ভালো বন্ধু দরকার, যাকে হুটহাট ফোন দিয়ে চেঁচিয়ে কথা বলে মনের সব রা'গ ,ক'ষ্ট বের করে দেওয়া যাবে। সে তখন ভুল না বুঝে এক চিলতে হাসি হেসে বলবে, “কীরে, রা'গ মিটছে? চল বিকালে হাঁটতে বের হই একসাথে।”

জীবনে একটা ভালো বন্ধু থাকুক। কান্না ভেজা গল্পগুলো শোনার জন্য। যে প্রয়োজনে ঢাল হবে, শাসন করবে, বকবে, রাগাবে, গা'লা'গা'লি করবে আবার সোহাগে আদরে আগলেও রাখবে।

জীবনে একটা ভালো বন্ধু থাকুক। যে হবে আমারই মতো! যার জন্য নিজেকে অন্তত মানিয়ে নিতে হবে না। যে বুঝবে আমার একাকিত্বের মানে, চোখের চাহুনির হাসি কিংবা সকল না বলা কথা!

জীবনে এমন একটা ভালো বন্ধু পেয়ে গেলে আর প্রেমিক বা প্রেমিকার দরকার পড়ে না!

-- জীবন কেটে যায় অনায়াসে🍂

11/10/2024

🤍😌

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাইপোথ্যালামাস- Hypothalamus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share