
03/08/2025
বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক গ্রুপে একটি পোস্ট দেখলাম আজকে। পোস্টটি ভাইরাল হওয়া উচিত অবশ্যই। একজন টিচার তার প্রিয় শিক্ষার্থীকে খুঁজছে। পোস্টটি ইংরেজিতে ছিলো। আমি বাংলা করে দিলাম। অনুবাদ করেছি আমার মতো করে 🙂
"আমি ছবির এই ছেলেটিকে খুব করে খুঁজছি। তাকে দেখার এক অদম্য বাসনা আমার ভিতরে। ছবিটি তুলেছিলাম সম্ভবত ২০০৮ বা ২০০৯ সালে। ওর নাম নিসর্গ। এখন সে হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হয়ত স্বদেশে অথবা ভিনদেশে। কোথায় আছে সে? কেমন আছে ও?
প্লে-গ্রুপে পড়ার সময় তার একটা অদ্ভুত অভ্যাস ছিলো। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমাকে খুঁজতে ছুটে আসতো। আমিও অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তাকে না দেখলে ভালো লাগতো না আমার। তার মা আসতে দুই/একদিন দেরি করতো। ও আমার কোলে বসে থাকতো। ওকে কোলে নিয়েই আমি আমার ক্লাস নিতাম।
মজার ব্যাপার কি জানেন? আমি কখনোই তাকে পড়াইনি। তবুও তার সঙ্গে তৈরি হয়েছিলো একটা অদ্ভুত সুন্দর বন্ধন। ওকে না, আজ দেখতে তীব্র ইচ্ছা হচ্ছে। দেখতে নিশ্চয়ই অনেক স্মার্ট হয়েছে এখন!
আজ এত বছর পর তাকে বারবার ভীষণ মনে পড়ছে। তার বড় হয়ে ওঠা চেহারাটা দেখতে খুব ইচ্ছে করছে আমার। কেউ কি আমার এই ইচ্ছা পূরণে সহায়তা করবেন প্লিজ?
যদি কেউ এই ছেলেটিকে চেনে থাকেন দয়া করে আমাকে একটি বার্তা পাঠাবেন। স্কুলের নাম আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল। সেই সময় এটি ধানমন্ডির ৭ নম্বর রোডে ছিল।"
আমার ফলোয়ার তালিকার অধিকাংশই তরুণ। আপনারা শেয়ার দিতে পারেন পোস্টটি। এতে একজন শিক্ষক তার শিক্ষার্থীকে বহু দিন পর আলিঙ্গনের সুযোগ পাবেন। এটি অত্যন্ত মধুর বিষয় হবে। 🙂
copy