সংকল্প প্রকাশন Songkolpo Prokashon

সংকল্প প্রকাশন Songkolpo Prokashon সংকল্প প্রকাশন
গুলজার টাওয়ার, চকবাজার, চট্টগ্রাম
এখানে সকল প্রকার ইসলামী বই পাইকারী ও খুচরা বিক্রি করা হয়।

বিভীষিকাময় আয়নাঘর(হার্ডকভার)ফ্যাসিবাদের গোপন কারাগারে ২৯০৮ দিনব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহিল আমানমুদ্রিত মূল্য ৫...
04/08/2025

বিভীষিকাময় আয়নাঘর(হার্ডকভার)
ফ্যাসিবাদের গোপন কারাগারে ২৯০৮ দিন
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহিল আমান
মুদ্রিত মূল্য ৫৮০৳
প্রিঅর্ডার মূল্য ৪৩৫৳

সংগ্রহে আগ্রহী হলে ইনবক্সে আপনার বিস্তারিত ঠিকানা ও মোবাইল নম্বর দিন।

04/08/2025

আসসালামু আলাইকুম!

জুলাই জাগরণ বইমেলা চলছে...স্থান:(সরওয়ারদী ময়দান) [সংকল্প প্রকাশন এর স্টলে আপনাকে স্বাগতম]
04/08/2025

জুলাই জাগরণ বইমেলা চলছে...

স্থান:
(সরওয়ারদী ময়দান)
[সংকল্প প্রকাশন এর স্টলে আপনাকে স্বাগতম]

ইলম ও ইখলাসের মিলনস্থল: আবু হানিফা ও এক ছাত্রের গল্পইমাম আবু হানিফার কয়েকজন ব্রিলিয়ান্ট ছাত্র পড়াশোনা বাদ দিয়ে রুটি-রুজি...
03/08/2025

ইলম ও ইখলাসের মিলনস্থল: আবু হানিফা ও এক ছাত্রের গল্প
ইমাম আবু হানিফার কয়েকজন ব্রিলিয়ান্ট ছাত্র পড়াশোনা বাদ দিয়ে রুটি-রুজির চিন্তা করেন! খবরটি আবু হানিফার কাছে গেলে তিনি ছাত্রদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেন। তাঁর সেই ছাত্রদের মধ্যে একজন ছিলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ।
তিনি হানাফী মাজহাবের বেস্ট স্কলারের মধ্যে একজন। ইমাম আবু হানিফা তাঁকে স্কলারশিপ দেন। তাঁর হাতে ১০০ দিরহামের থলি দেন। এটা শেষ হলে আরও দেবেন বলেন।
এভাবে ইমাম আবু হানিফা তাঁর অনেক ছাত্রদের আর্থিক দেখভাল করেন। ফলে তারা পূর্ণ মনোযোগে পড়ালেখা করেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যেমন হানাফী মাজহাবের স্কলার ছিলেন, তেমনই তিনি ছিলেন অন্য মাজহাবের একজন ইমামের শিক্ষক।'
‘উত্তরসূরি’ বই থেকে নেয়া।

বইটির অর্ডার ম্যাসেজে অথবা 01731986274

মিরপুর -১২ তে পড়ে✌️
03/08/2025

মিরপুর -১২ তে পড়ে✌️

আধাঁর মানবী ও পুণ্যময়ী❤️লেখক মাহিন মাহমুদ এর সকল বইতে পাচ্ছেন বিশেষ কমিশন। বিস্তারিত জানতে 01731986274
03/08/2025

আধাঁর মানবী ও পুণ্যময়ী❤️

লেখক মাহিন মাহমুদ এর সকল বইতে পাচ্ছেন
বিশেষ কমিশন। বিস্তারিত জানতে 01731986274

বইয়ের প্রথম ফ্ল্যাপে সাধারণত এমন কিছু লেখা থাকে—পাঠক নাড়তে চাড়তে গিয়ে বেশ ইন্টারেস্টিং বোধ করেন, তারপর বইটি এক রকমের কিন...
03/08/2025

বইয়ের প্রথম ফ্ল্যাপে সাধারণত এমন কিছু লেখা থাকে—পাঠক নাড়তে চাড়তে গিয়ে বেশ ইন্টারেস্টিং বোধ করেন, তারপর বইটি এক রকমের কিনতে বাধ্য হন। মানে ফ্ল্যাপের লেখাটাকে 'পকেট ফাঁকা করতে পারঙ্গম' বানিয়েই উপস্থাপন করা হয়। কিন্তু এমন যদি হয়—নানাভাবে আপনাকে এই বইটি কিনতে প্ররোচিত করা হয়েছে, ভয়ংকর সুন্দর প্রচ্ছদ আর নাম দোখে কিছুতেই কেনার লোভসামলাতে পারছেন না, এমনকি একজন বলেছেন এই বই না কিনলে জীবনটাই বৃথা, অথচ অনেক বই কিনে এই মুহূর্তে আপনি দেউলিয়া হওয়ার দ্বারেপ্রান্তে, তখন এই বইটি না কেনার পেছনে কী কী কারণ দর্শাবেন?
এক-দুই-তিন করে অনেকগুলো কারণ তৈরি করতে পারেন। যেমন বইটির বিষয়বার জটিল মনে হচ্ছে, অথবা লেখক নিজে নিজে দুই-চারটা দর্শনের বই পড়েই পণ্ডিতস্মন্যতা প্রকাশ করতে উঠে-পড়ে লেগেছে... ইত্যাদি ইত্যাদি।
ঘটনাটা কী ঘটল জানেন? আপনিও দার্শনিকের মতো চিন্তা করে ফেললেন।
দর্শন কঠিন কোনো বিষয় নয়—জীবন-জগৎ নিয়ে আমাদের প্রাত্যহিক জিজ্ঞাসাই দর্শন। পণ্ডিতগণ বলে থাকেন, দর্শন বলা হয় আপাতচোখে যা দেখা যায় তার বাইরে দেখাকে। এই বইয়ের প্রতিটি প্রবন্ধে আমি ঠিক তা-ই করেছি, কয়েকজন ব্যক্তি ও বেশ কিছু বিষয়কে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেছি। আর নন-অ্যাকাডেমিক হওয়ায় জটিল পরিভাষা ও শব্দ এনে পাণ্ডিত্য ফলাতে পারিনি, তাই ঘটনাচক্রে সব পানির মতো সহজ হয়ে গেছে! 'সাহিত্য, দর্শন ও নন্দনতত্ত্ব-বিষয়ক প্রবন্ধ' দেখে দুর্বোধ্য কিছু ভাববেন না, প্রবন্ধগুলো নবীন পাঠকদের জন্যই লেখা। আশা করি আপনার 'অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য' পাঠ এক আনন্দময় সফর হবে। কিছু না হলে অন্তত 'সিফর' হবে, আর দর্শনের জগতে সিফরও কিন্তু মহামূল্য জিনিস!
বই : অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য
ফাউন্টেন পাবলিকেশন্স
দীপ্ত জ্ঞানের প্রপাত...

ছোটদের তাওহীদ সিরিজ ❤️আজই সংগ্রহ করুন।
02/08/2025

ছোটদের তাওহীদ সিরিজ ❤️
আজই সংগ্রহ করুন।

বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী জুলাই গণঅভ্যুত্থান বইমেলা -২০২৫ এ প্রচ্ছদ প্রকাশনের বইগুলো পাওয়া যাচ্ছে ৪৭ নং স্টল-...
01/08/2025

বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী জুলাই গণঅভ্যুত্থান বইমেলা -২০২৫ এ প্রচ্ছদ প্রকাশনের বইগুলো পাওয়া যাচ্ছে ৪৭ নং স্টল-বুক পয়েন্ট-এ।

মেলার সময়কাল: ৩১ জুলাই থেকে ৫ আগষ্ট-২০২৫ প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ পর্যন্ত মেলা চলবে।

মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইলাম। আমি কি সত্যি সত্যিই দাঁড়িয়ে আছি সবুজ গম্বুজের পাশে? খোলা আকাশের নিচে এই যে সবুজ গম্বু...
01/08/2025

মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইলাম। আমি কি সত্যি সত্যিই দাঁড়িয়ে আছি সবুজ গম্বুজের পাশে? খোলা আকাশের নিচে এই যে সবুজ গম্বুজ, এর নিচেই তো শুয়ে আছেন মুহাম্মাদুর রাসুল—যাকে ভালোবাসা শুধু আবেগ আর অন্তরের টানই নয়, ঈমানেরও দাবি।

সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম!

আমি কি সেই মহা মানবের নিকটতম জায়গাতে দাঁড়িয়ে আছি যিনি আমার জন্মেরও হাজার বছর পূর্বে আমাকে ভালোবেসে গেছেন? ভাবতে ভাবতে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগে—মনে হয় দুনিয়ার সমস্ত আবেশ আর আবেগ এসে ভর করেছে আমার মনে। কোন ফাঁকে যে চোখ বেয়ে নেমে এলো অশ্রুর শ্রাবণধারা, টের পাইনি।

আমার বিস্ময় যেন কাটছে না কোনোভাবে। নবিজির এত কাছাকাছি দাঁড়িয়ে আছি—ভাবতেই আনন্দ আর আবেগের তুফান তৈরি হচ্ছে মনে। বিস্ময়ের রেশ একটু প্রশমিত হতেই শাইখ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ বললেন, ‘আরিফ ভাই, এই সেই নয়নাভিরাম, ভালোবাসার সবুজ গম্বুজ—যার নিচে শায়িত আছেন আমাদের প্রিয়তম রাসুল।

ঠিক ডানপাশে আছেন তাঁর পরম বন্ধু আবু বাকার আস-সিদ্দিক এবং বামপাশে আছেন পরম আস্থাভাজন উমার ইবনুল খাত্তাব। রাদিয়াল্লাহু আনহুমা। নবি-প্রেমিকদের ভালোবাসা এখানে এসেই একীভূত হয়ে যায়। এটাই আশেকে রাসুলদের ভালোবাসার ক্যান্টনমেন্ট।’

শাইখের কথাগুলো এত মধুর শোনাল, যেন এরচেয়ে তৃপ্তির, এরচেয়ে মনোহর কথামালা আমার কান আগে কোনোদিন শোনেনি।
আমার ঠোঁটে তখন দরুদের গুঞ্জরন। দরুদ পাঠে অন্তর সর্বদাই প্রশান্ত হয়। কিন্তু আজকের দরুদ পাঠে সেই প্রশান্তির মাত্রা যে কোন আসমানে গিয়ে ঠেকেছে বলতে পারি না।

দরুদের প্রতিটা শব্দ যেন হৃদয়ভেদি, যেন তারা আমার কলিজা ফেঁড়ে কুড়িয়ে আনছে প্রিয় রাসুলের জন্য জমিয়ে রাখা সবটুকু ভালোবাসা।
(উল্লিখিত অংশটি সুকুন পাবলিশিং থেকে প্রকাশিত লেখক আরিফ আজাদ -এর ‘উমরাহ সফরের গল্প’ বই থেকে নেওয়া।)
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন :01731986274

বইমেলায় আছি থাকবো আপনাদেরই অপেক্ষায়।
01/08/2025

বইমেলায় আছি থাকবো আপনাদেরই অপেক্ষায়।

📕সাইয়েদ আবুল_আ'লা_মওদুদী (র) এর ২৫টি বইয়ের প্যাকেজ মাত্র ৬৫০টাকা।সারাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি 📔অর্ডার এর জন্য "Se...
01/08/2025

📕সাইয়েদ আবুল_আ'লা_মওদুদী (র)
এর ২৫টি বইয়ের প্যাকেজ মাত্র ৬৫০টাকা।

সারাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি 📔
অর্ডার এর জন্য "Sent Message" এ ক্লিক করুন অথবা কল করুন 01731986271

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সংকল্প প্রকাশন Songkolpo Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংকল্প প্রকাশন Songkolpo Prokashon:

Share

এখানে সকল প্রকার ইসলামী বই পাইকারী ও খুচরা বিক্রি করা হয়।

প্রকাশকের অন্তরে গাথাঁ কিছু কথা...

জ্ঞানের আধাঁর বই। জ্ঞান চর্চা আমাদের ঐতিয্য। কালের বিবর্তনে আজ তা হারানোর পথে বা হারিয়ে যাচ্ছে। বর্তমানে তথ্য বিস্ফরনে মুসলিম পরিবারের সন্তানেরা ভুলতে বসেছে বিশিুদ্ধ জ্ঞান ও নৈতিক চরিত্র। একজন মানুষ আল্লাহ ও তার রাসূলের নির্দেশনা অনুযায়ী উন্নত চরিত্রের অধিকারী হতে হলে তাকে অবশ্যই চরিত্রের মন্দ উপাদান সমূহ থেকে মুক্ত থাকতে হবে। কারন যিনি আমাদের রব তিনি সকল কিছু সবসময় পর্যবেক্ষন করছেন। তাই দুনিয়ার এই জীবন থেকেই আমাদের চূড়ান্ত সফলতা লাভের পূঁজি-টুকু সংগ্রহ করতে হবে। জীবনকে সাজাতে হবে ঠিক সেভাবে, যা সুন্দর পরিনাম বয়ে আনবে। তাই আসুন আলোকিত জীবনের সফলতা লাভের জন্য কিছু অর্জন করি। আমাদের এই অর্জনের লক্ষে পৌছে দিতে অত্যান্ত কার্যকরি উপাদান হলো বই। আর এই বইয়ে‘ই উপহার দিতে পারে আগামীর সুন্দর সমাজ। তরুন-তরুনীদের সুন্দর বইয়ের মাধ্যমে আদর্শিক সমাজ গড়ে ওঠার কোন বিকল্প নেই। তাই বিশুদ্ধ চিন্তার বই হোক আমাদের সমাজ গড়ার একমাত্র সংকল্পের হাতিয়ার। সেই লক্ষ্যে‘ই বিরামহীন কাজ কারে যাচ্ছে সংকল্প পরিবার। আমাদের সহযোগী হয়ে আপনিও হতে পারেন সেই আলোকিত পথের অভিযাত্রী।

বিনীত - সংকল্প প্রকাশন।