এখানে সকল প্রকার ইসলামী বই পাইকারী ও খুচরা বিক্রি করা হয়।
প্রকাশকের অন্তরে গাথাঁ কিছু কথা...
জ্ঞানের আধাঁর বই। জ্ঞান চর্চা আমাদের ঐতিয্য। কালের বিবর্তনে আজ তা হারানোর পথে বা হারিয়ে যাচ্ছে। বর্তমানে তথ্য বিস্ফরনে মুসলিম পরিবারের সন্তানেরা ভুলতে বসেছে বিশিুদ্ধ জ্ঞান ও নৈতিক চরিত্র। একজন মানুষ আল্লাহ ও তার রাসূলের নির্দেশনা অনুযায়ী উন্নত চরিত্রের অধিকারী হতে হলে তাকে অবশ্যই চরিত্রের মন্দ উপাদান সমূহ থেকে মুক্ত থাকতে হবে। কারন যিনি আমাদের রব তিনি সকল কিছু সবসময় পর্যবেক্ষন করছেন। তাই দুনিয়ার এই জীবন থেকেই আমাদের চূড়ান্ত সফলতা লাভের পূঁজি-টুকু সংগ্রহ করতে হবে। জীবনকে সাজাতে হবে ঠিক সেভাবে, যা সুন্দর পরিনাম বয়ে আনবে। তাই আসুন আলোকিত জীবনের সফলতা লাভের জন্য কিছু অর্জন করি। আমাদের এই অর্জনের লক্ষে পৌছে দিতে অত্যান্ত কার্যকরি উপাদান হলো বই। আর এই বইয়ে‘ই উপহার দিতে পারে আগামীর সুন্দর সমাজ। তরুন-তরুনীদের সুন্দর বইয়ের মাধ্যমে আদর্শিক সমাজ গড়ে ওঠার কোন বিকল্প নেই। তাই বিশুদ্ধ চিন্তার বই হোক আমাদের সমাজ গড়ার একমাত্র সংকল্পের হাতিয়ার। সেই লক্ষ্যে‘ই বিরামহীন কাজ কারে যাচ্ছে সংকল্প পরিবার। আমাদের সহযোগী হয়ে আপনিও হতে পারেন সেই আলোকিত পথের অভিযাত্রী।
বিনীত - সংকল্প প্রকাশন।