22/10/2025
বিনীত সাহায্যের আবেদন
●
●
○
দারুল ইহসান মহিলা মাদ্রাসা
ঠিকানা: জনাব হাজী মোহাম্মদ লাল মিয়া মোল্লা বাড়ি,
উত্তর কান্দি, মাথাভাঙ্গা, হোমনা, কুমিল্লা।
আমাদের প্রিয় প্রতিষ্ঠান দারুল দরুল ইহসান মহিলা মাদ্রাসা • Darul Ihsan Mahila Madrasah -তে এলাকার অসংখ্য গরিব, অসহায় ও এতিম মেয়েরা দ্বীনি ও সাধারণ শিক্ষা গ্রহণ করছে। এই মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রীর ৭০% গরিব ও এতিম, এবং বাকি ৩০% এর মধ্যেও প্রায় ২৫% পরিবার সঠিকভাবে বেতন পরিশোধে অক্ষম।
বর্তমানে এই মাদ্রাসাটি চরম আর্থিক সংকটে রয়েছে। প্রয়োজনীয় সাহায্য ছাড়া মাদ্রাসা চালু রাখা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
যদি মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়, তাহলে এই এলাকার অনেক মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে এবং একটি সুন্দর ভবিষ্যত থেকে ছিটকে যাবে।
আপনার সাহায্যই হতে পারে এই দ্বীনি প্রতিষ্ঠানের টিকে থাকার একমাত্র উপায়।
আপনার সদয় দান ও সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে যতটুকু সম্ভব, সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ নাম্বারঃ
📲 বিকাশ: 01775101943
📲 নগদ: 01813374719
আল্লাহ তাআলা আপনার দান কবুল করুন, উত্তম প্রতিদান দান করুন এবং আপনাকে দ্বীনের খেদমতে কবুল করুন। আমীন।
---