Johirul Abedin Jewel

Johirul Abedin Jewel This is the official page of Publisher Jewel.
[Publisher, Ittadi Grantho Prokash]

জহিরুল আবেদীন জুয়েল
প্রকাশক, ইত্যাদি গ্রন্থ প্রকাশ

অধুনালুপ্ত বাংলার বাণীর সাংবাদিক ছিলেন তিনি, কাজ করতেন পাহাড় আর চায়ের শহর শ্রীমঙ্গলে। সেখান থেকে লিখতে লিখতে অনেক বন্ধুবান্ধব তৈরি হয়ে গেল তার ঢাকায়। এমনকি তার লিটল ম্যাগাজিনেও সারাদেশ থেকেই লেখকরা লেখা পাঠাতেন। এভাবেই এই সময়ের একজন সফল প্রকাশক জহিরুল আবেদীন জুয়েলের যাত্রা শুরু। পড়াশোনার পাঠ চুকিয়ে ঢাকায় এসে বন্ধু আদিত্য অন্তরকে সাথে নিয়ে শুরু

করেন প্রকাশনা সংস্থা। প্রথম বের করেছিলেন কবিতার বই। ওমর আলীর 'রুদ্ধ নিঃশ্বাসে ছিলাম নয় মাস' এবং তানভীর আহমেদ হৃদয়ের 'পদচিহ্ন' দিয়ে প্রকাশনার জগতে তাদের পথচলা শুরু। যদিও ২০০০ সালের প্রথম দিকে জুয়েল ঢাকায় আসেন, চাকরি নেন বনানীর একটি রিক্রুটিং এজেন্সিতে। চাকরিতে মন বসাতে পারেন না জুয়েল। সারাক্ষণই সৃষ্টিশীলতা তাকে তাড়িয়ে বেড়ায়। সাহিত্যের ভাজপত্র 'ইত্যাদি' (সম্পাদক : জহিরুল আবেদীন জুয়েল) ও 'নবযাত্রা' (সম্পাদক : আদিত্য অন্তর) দিনে দিনে লিটলম্যাগে উন্নীত হয়েছে। চাকরি করলেও 'ইত্যাদি'র প্রকাশনা কিন্তু বন্ধ করেননি জুয়েল। ঢাকার বাংলাবাজারের একটি প্রেস থেকে লিটলম্যাগটি ছাপা হয়। বাংলাবাজারে সস্তায় ছাপা যায়, তাই বন্ধু আদিত্যের 'নবযাত্রা'ও বাংলাবাজার থেকে ছাপানোর ব্যবস্থা করে দেন জুয়েল। কিন্তু এভাবে আর কতদিন? চাকরি যে আর ভালো লাগছে না তার। বাড়ি গিয়ে বাবা-মাকে জানালেন, তিনি আর চাকরি করবেন না, ব্যবসা করবেন। কিন্তু বাবা-মা তাতে সম্মতি দেয় না। তাদের এক কথা, 'হয় চাকরি কর, নয় চাকরি ছেড়ে বাড়ি চলে আস, কিন্তু ব্যবসা করার নামে টাকা নষ্ট করা চলবে না।' আদিত্যের বাবা-মারও সম্মতি নেই ব্যবসার ব্যাপারে।

অনেকটা বিষাদক্লিষ্ট মনে ওরা দু'বন্ধু বাড়ি থেকে চলে আসেন। আগ-পিছু না ভেবে, বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে চাকরি ছেড়ে দিলেন জুয়েল।

চাকরি তো ছেড়ে দিলেন, কিন্তু কী করবেন এখন! সারাদিন বাংলাবাজারে আড্ডা দেন, রাতে মামা (আজিজুর রহমান)-এর বাসায় এসে ঘুমান। এ ছাড়া আর কাজ নেই। এভাবেই চলছে তাদের দুজনের দিন।

২০০৩-এর জুলাই। সিদ্ধান্ত হয় দুজনে মিলে প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলার। মৌলভীবাজার থেকে এক লেখক এলেন একটি পাণ্ডুলিপি নিয়ে। পরামর্শ চাইলেন, তার পাণ্ডুলিপিটি বই আকারে কীভাবে বের করা যায়। জুয়েল ও আদিত্য সিদ্ধান্ত নেন, বইটি তারাই বের করবেন। সেদিন রাতেই মৌলভীবাজারের আরেক কবি বন্ধু মুজাহিদ আহমদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের নাম ঠিক হলো তার লিটলম্যাগের নামে—ইত্যাদি প্রকাশন। স্লোগানও ঠিক করা হলো, 'আপনার সন্তানের হাতে বই তুলে দিন, সে বিকশিত হবে ফুলের সৌরভ নিয়ে।' প্রথম বইটিতে প্রকাশনার নাম ছিল 'ইত্যাদি প্রকাশন'। কিন্তু পরবর্তীতে এ নাম পরিবর্তন করে 'ইত্যাদি গ্রন্থ প্রকাশ' রাখা হয়। সেই থেকেই শুরু ইত্যাদির পথ চলা। ইত্যাদির লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের প্রকাশনাজগতে নতুনমাত্রা যোগ করে লেখক-প্রকাশকদের সম্পর্কের ভিত্তিতে বাংলা ভাষাভাষী পাঠকদের হাতে মানসম্মত সৃজনশীল ও মননশীল বই তুলে দেওয়া। নবীন-প্রবীণ সব মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় সাড়ে ছয় শতাধিক।

২০০৩ থেকে ২০১৬ সাল—এ দীর্ঘ সময়ে নানা ধরনের প্রকাশনার জন্য ইত্যাদির অর্জনও অনেক। বাংলা একাডেমি কর্তৃক ২০০৯ সালে সেরা মানের গ্রন্থ সম্মাননা এবং ২০১১ সালে সর্বাধিক মানসম্মত গ্রন্থ প্রকাশের জন্য শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার উল্লেখযোগ্য। এ ছাড়া ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত বই তিন বার এইচএসবিসি-কালি ও কলম তরুণ লেখক পুরস্কার, একবার করে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ও জেমকন সাহিত্য পুরস্কার জিতেছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে গ্রন্থমেলায় ২০০৪ সাল থেকে নিয়মিত অংশগ্রহণ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বইমেলাতেও রয়েছে ইত্যাদির অংশগ্রহণ। ২০১২ থেকে ২০১৯ সালে সাতবার আমেরিকার নিউইয়র্কে বাংলা বইমেলায় এবং ২০১২, ১৬, ১৭, ১৮, ১৯ সালের লন্ডনে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় এবং ২০১৫ সালে আগরতলা (ভারত) বইমেলায় অংশগ্রহণ করে। এই হচ্ছে ইত্যাদির পথচলার গল্প।

জহিরুল আবেদীন জুয়েল
ডাকনাম : জুয়েল
জন্ম তারিখ ও স্থান : ২৯ ডিসেম্বর, মৌলভীবাজার
মায়ের নাম : সুরজাহান বেগম
বাবার নাম : জয়নাল আবেদীন
বোন : সুরাইয়া নাসরিন সুমি
স্ত্রী : জুলেখা আক্তার জুলি
সন্তান : মিনহাজুল আবেদীন সিয়াম ও জান্নাতুল আবেদীন হৃদি
প্রিয় মানুষ : বাবা-মা
প্রিয় উক্তি : সবকিছুর আগে ভালো মানুষ হও
প্রিয় পোশাক : শার্ট ও প্যান্ট
অবসর কাটে যেভাবে : বই পড়ে ও গান শুনে
সাফল্যের সংজ্ঞা : জীবনটা সার্থক করা, ন্যায়ের সঙ্গে বেঁচে থাকা।

11/09/2025

নেলসন ম্যান্ডেলার জীবন ও কর্ম প্রসারিত পৃথিবীব্যাপী। মহাকাব্যিক গল্পের বিশ শতাব্দীর অনুপ্রেরণা। নিঃসন্দেহে তিনি ছিলেন একজন বিশ্বব্যাপী অনন্য ব্যক্তিত্ব এবং অপ্রতিদ্বন্দ্বী নেতা।
দীর্ঘদিন চেষ্টা করে অ্যান্থনি স্যাম্পসন নেলসন ম্যান্ডেলার ইতিবৃত্তে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। কারগারে অবস্থানকালীন তাঁর মূল্যবান চিঠিপত্র ও প্রকাশিত জীবনস্মৃতি, রাজনৈতিক প্রজ্ঞার অতিবাহিত জীবন এবং নিজস্ব শেকড় খোঁজার যে উপলব্ধি লেখক স্বয়ং তা অনুভব করতে ভুল করেননি।
স্যাম্পসন নেলসন ম্যান্ডেলাকে বুঝতে পেরেছিলেন তাঁর ফেলে যাওয়া জীবনের অতিবাহিত প্রেক্ষাপটকে। যা ১৯৫০-এ বয়ে যাওয়া জীবনের প্রকৃতজন। পাশাপাশি সংগৃহীত হয়েছে একশো আলাপচারী সাথীদের সমবেদনা, পরিবার ও বন্ধুদের কথা। কারারক্ষী এবং পূর্বের আফ্রিকান মন্ত্রীদের বন্দীজীবনের কথকথা। একমাত্র বিপ্লবী পুরুষ নেলসন ম্যান্ডেলাকে কারাগারেই জবাবদিহি করতে হয়েছে— যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রের সরকারি নীতিবাজদের মুখোমুখি। এদের ধারণা, নেলসন ম্যান্ডেলা গোপনে পাচার করতো আফ্রিকান সেই দিনের গভীর শিকড়ের বিস্তৃতি আর মূল্যবান দলিল-দস্তাবেজ ও কূটনৈতিক ঘটনাবলির সারাংশ।...
বইটি নানাভাবে দিক-নির্দেশনা দিয়েছে নতুন নেলসন ম্যান্ডেলাকে জানার। জেল থেকে বের হওয়ার আগপর্যন্ত অনেক তীক্ষè কথার স্বাদ গ্রহণ করতে হয়েছে তাঁকে। গভীর অনুসন্ধানের আর স্পর্শের ভেতর দিয়েই কমিনিউস্টরা জেগে ওঠেছে বার বার। ভয়ের ভেতর দিয়ে অপ্রত্যাশিতভাবে প্রকাশ হয়েছে সেই সরকারের ভয়াবহ যাপনের দলিল— যা ঘটেছিল জেলে থাকার শেষ বছর। কূটচেতনার মধ্যে দিয়ে বৃটিশরা দখল করে নেয় মুক্ত চেতনার জুলু প্রধান বাটহেলজীকে।
নেলসন ম্যান্ডেলার উৎত্থাপিত জীবন আর গভীরতার অনুসরণ পাঠকদের বার বার মুগ্ধ করবে, পৌঁছে দেবে দেশ প্রেমিকার ধারাবাহিক চর্চায়।

বই : ম্যান্ডেলা
অনুবাদ : এম আর এ তাহা

11/09/2025

হাঙ্গেরির দার্শনিক লুকাচের মত যতীন সরকারও মনে করেন—সংস্কৃতি হচ্ছে লক্ষ্য, রাজনীতি সেই লক্ষ্যে পৌঁছানোর উপায়। কোনো সন্দেহ নেই, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ধারা এদেশে গড়ে ওঠেনি। তাই বলে এ ধারা কখনো তৈরি হবে না—এমন হতাশা পোষণের কোনো যৌক্তিক কারণ নেই। দেশ সেরা সংস্কৃতিতাত্ত্বিক যতীন সরকার পাঁচ দশকেরও অধিককাল ধরে অসাধারণ পর্যবেক্ষণে স্পষ্ট করে তুলেছেন আমাদের সংস্কৃতি ও রাজনীতির গুরুত্বপূর্ণ পালাবদলকে। সমাজদেহের দুষ্ট ক্ষতগুলোকে চিহ্নিত করার পাশাপাশি উপশমের উপায়ও নির্দেশ করেছেন তিনি।
বিনষ্ট রাজনীতি ও সংস্কৃতি শুধু প্রবন্ধ সংকলন নয়, একটি যুগের প্রতিচ্ছবিও।

# বিনষ্ট রাজনীতি ও সংস্কৃতি
#যতীন_সরকার

11/09/2025

তাত্ত্বিক ও নিরীক্ষাধর্মী প্রবন্ধ রচনায় যারা মুন্সীয়ানার ছাপ রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব যতীন সরকার। ভাষা বিশ্লেষণ থেকে শুরু করে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ ও ধর্ম নিয়ে তার বিশ্লেষণধর্মী লেখা আমাদের জন্য উন্মোচন করে নতুন এক জগত। যে জগতে হাঁটতে হাঁটতে আমরা দেখি কোন পথে এগুচ্ছে আমাদের রাজনীতি, সংস্কৃতি ও সমাজ। আর ধর্ম ব্যবসায়ীদের আস্ফালন কিভাবে হরণ করছে আমাদের মানবিক মূল্যবোধ। মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব যতীন সরকারের অমূল্য কিছু প্রবন্ধের সমষ্টি। তিনি তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন মানবধর্মের অন্তর্নিহিত কথন ও মানবমনের যত ক্রিয়া-প্রতিক্রিয়া। পাশাপাশি সংস্কৃতিতাত্ত্বিক যতীন সরকার সমাজ ও সমাজবিপ্লবের কথা উপস্থাপন করেছেন আমাদের সামনে। যা এই অস্থির সময়ে অতি গুরুত্বপূর্ণ বলে পাঠকের কাছে বইটি সমাদৃত হবে বলা চলে।

# মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব
#যতীন_সরকার

1993
08/09/2025

1993

আমন্ত্রণ ইত্যাদি'র স্টলে
04/09/2025

আমন্ত্রণ ইত্যাদি'র স্টলে

03/09/2025

বাংলাদেশ ❤️

02/09/2025

Dhaka, Bangladesh

কোনো একদিন!!
30/08/2025

কোনো একদিন!!

7 years ago...
29/08/2025

7 years ago...

কী চমৎকার হাসি ❤️
21/08/2025

কী চমৎকার হাসি ❤️

Address

Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801715428210

Alerts

Be the first to know and let us send you an email when Johirul Abedin Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Johirul Abedin Jewel:

Share

Category