Salman Munna

Salman Munna জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ,
মৃত্যুই সেখানে শেষ কথা নয়!

06/08/2025

দেশে কন্সার্ট হয়, সমাবেশ হয়, ড্রোন শো হয় কিন্তু এই বিচার হয় না!

05/08/2025

নেতৃত্বের গল্প বড় হলো, কিন্তু যারা জীবন দিল, তাদের গল্প এত ছোট কেন?

গতকাল রাত থেকে অনেকেই দেখলাম বার্ন ইনস্টিটিউট এর জন্য ফ্যাসিস্ট হাসিনার প্রসংশা করতে তাদের জানিয়ে দেই যে টাকা তার দোসররা...
22/07/2025

গতকাল রাত থেকে অনেকেই দেখলাম বার্ন ইনস্টিটিউট এর জন্য ফ্যাসিস্ট হাসিনার প্রসংশা করতে
তাদের জানিয়ে দেই যে টাকা তার দোসররা বিদেশে পাচার করেছে তা দিয়ে এমন হাজারটা বার্ন ইনস্টিটিউট ,ঢাকা মেডিকেল বানানো যেতো। ঢাকা মেডিকেলের অবস্থা দেখছেন? ৫৩ বছরেও ঢাকা মেডিকেলের চেহারা বদলায় নাই। আর বার্ন ইনস্টিটিউটের বালিশের দাম শুনলেই বুঝবেন কতটাকা মেরেছে। পুরা দেশটাকে মৃত্যুপুরী বানিয়ে রেখে গেছে হাসিনা। পুরো স্বাস্থ্য ব্যবস্থা ,শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে।
আপনাদের লজ্জা লাগেনা খু/নীটার নাম নিতে? লাশের উপর রাজনীতি আর কত করবেন?

21/07/2025

এদেশে বাঁচতে হলে জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে!
বঙ্গবাজার, কিংবা রানা প্লাজা কোথাও কি হয়েছে প্রতিকার? দুর্নীতি, চাঁদাবাজি-লুটপাট আমাদের রক্তে মিসে আছে!

আমরা স্টুডেন্টরা কেন বিদেশে যেতে চাই জানেন তো?কারণ সেখানে এই দেশের মতো প্রতিদিন বাঁচার জন্য যুদ্ধ করতে হয় না। সেখানে অন্...
21/07/2025

আমরা স্টুডেন্টরা কেন বিদেশে যেতে চাই জানেন তো?
কারণ সেখানে এই দেশের মতো প্রতিদিন বাঁচার জন্য যুদ্ধ করতে হয় না। সেখানে অন্তত মানুষ হিসেবে বাঁচার নিশ্চয়তা থাকে।
এই দেশে প্রতিদিন টিকে থাকাটাই যুদ্ধ—নিরাপত্তা নেই, সম্মান নেই, জীবনের মূল্য নেই…এখানে মানুষের জীবনের মূল্য যেন গরু-ছাগলের চেয়েও কম….!

বাচ্চাটি আর বেঁচে নেই
21/07/2025

বাচ্চাটি আর বেঁচে নেই

সবচেয়ে কষ্টের মৃত্যু কোনটা জানেন?পুড়ে মারা যাওয়া... পুরো চামড়ায় কোটি কোটি পেইন রিসেপ্টর একসাথে চরম লেভেলের ব্যথার সিগনাল...
21/07/2025

সবচেয়ে কষ্টের মৃত্যু কোনটা জানেন?
পুড়ে মারা যাওয়া...
পুরো চামড়ায় কোটি কোটি পেইন রিসেপ্টর একসাথে চরম লেভেলের ব্যথার সিগনাল পাঠাতে শুরু করে।
বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে ঝলসে গেছে বহু শিক্ষার্থী। এখন পর্যন্ত কতজন মারা গেছে, তা নিশ্চিত না।

18/07/2025

হারিয়েছি কত ভাই/বোনকে, কেমন আছেন তাদের স্বজন হারা বাবা মায়েরা? তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন আমরা কি পেরেছি তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে? আমরা ব্যার্থ, লজ্জিত!!!

কয়জনের বিচার হইলো!?
18/07/2025

কয়জনের বিচার হইলো!?

আজ ফারহান ফাইয়াজের প্রথম মৃত্যুবার্ষিকী। আমরা তার মৃত্যুসংবাদ পাই তার এক আন্টির মাধ্যমে। তিনি লিখেছিলেন- দে কিলড মাই চাই...
18/07/2025

আজ ফারহান ফাইয়াজের প্রথম মৃত্যুবার্ষিকী। আমরা তার মৃত্যুসংবাদ পাই তার এক আন্টির মাধ্যমে। তিনি লিখেছিলেন- দে কিলড মাই চাইল্ড, হি ওয়াজ নট ইভেন এইটটিন।

সরকারি হিসেবমতে ফারহান ফাইয়াজ একজন শিশু। যে শাসকের হাতে একটাও শিশুহত্যার দাগ লাগে, একশো শুদ্ধস্নানেও ওই দাগ যায় না, যাবে না। বিস্মৃতিপরায়ণ এই দুর্ভাগা জাতি যেন মনে রাখে এইসব। মনে রাখে তাদের- যত তরুণ অরুণ গেছে অস্তাচলে..

18/07/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salman Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share