
17/09/2025
" যদি মানুষ চিনতে চাও তার সাথে ভ্রমনে/সফরে যাও- হযরত উমর (রাঃ) 🤲 "
হযরত উমর (রাঃ) একবার এক ব্যক্তিকে চিনতেন না বলে সফরের কথা জানতে চাইলে, সেই ব্যক্তি উত্তর দিয়েছিলেন যে তিনি কখনও তার সাথে সফর করেননি। এর জবাবে উমর (রাঃ) বলেন, তাহলে আপনি লোকটাকে আসলে চিনেননি। এই ঘটনা থেকে বোঝা যায় যে, সফর বা ভ্রমণ একজন মানুষের চরিত্র উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।