Abir Moto Vlog

  • Home
  • Abir Moto Vlog

Abir Moto Vlog “They broke the wrong parts of me. They broke my wings and forgot I had claws.”
(1)

কিছু বিপদ, জীবনে প্রয়োজন!ঘুরে দাড়ানোর রাস্তা, মানুষ চেনার উপায়!🤍
17/10/2025

কিছু বিপদ, জীবনে প্রয়োজন!
ঘুরে দাড়ানোর রাস্তা, মানুষ চেনার উপায়!🤍

17/10/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

17/10/2025

ঢাকা মহাসড়কে যেখানে সেখানে আমরা যানজট দেখি কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা কেউই ঠিক মতন কথা বলি না।
দিন শেষ আমরা কিন্তু সবাই এখানে অনেক ভোগান্তিতে পড়তে হয়।

আমরা যদি এই যানজটের কারণ খুঁজে বের করে সেগুলো দূর করতে পারি তাহলে আমাদের জীবন যাত্রার মান আরো সহজ হবে।

তাই সবাই প্রতিবাদ করলে সবার জায়গা থেকে,
যারা এর যানজট সৃষ্টি করে তাদের সাথে আমরা শক্তভাবে মোকাবেলা করি। তাহলে হয়তো সম্ভব হবে।

আমি এই ভিডিও ফুটেজটি ঢাকা মহাসড়কের মহাখালী রোড থেকে সংগ্রহ করেছি।

দেখা যায় সেখানে বড় বড় বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে পুরো রাস্তার মধ্যে তারাই অর্ধেক রাস্তা স্টক করে রাখে তার পরবর্তী সময়ে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কেন এই পদক্ষেপ নেয় না এ বিষয়টা আজও আমার মাথায় ঢোকে না।

সরকারকে তারাও ভ্যাট ট্যাক্স দেয় আমরাও ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি কিন্তু তাদের কারণে যে আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে সেদিকে কি সরকারের নজরও আসে না।না কি আসার পরও এখানে অন্য কিছু হয়।

অনেকদিন পর লং ড্রাইভে বের হলাম ঢাকা টু ময়মনসিং রোড ত্রিশাল উপজেলায় আসলাম।
17/10/2025

অনেকদিন পর লং ড্রাইভে বের হলাম ঢাকা টু ময়মনসিং রোড ত্রিশাল উপজেলায় আসলাম।

জীবনের প্রথম ভালোবাসা। মায়ার বাধন। Yamaha FZS fi V2  মন ভালো করার যন্ত্র। 🏍️🏍️
16/10/2025

জীবনের প্রথম ভালোবাসা। মায়ার বাধন। Yamaha FZS fi V2 মন ভালো করার যন্ত্র। 🏍️🏍️

আমরা যখন উল্টো পথে গাড়ি চালাই সার্জেন্ট অথবা ভিডিওর মাধ্যমে মামলা দেওয়া হয়।একইভাবে যখন প্রশাসনিক গাড়ি উল্টো আসে তখন ...
14/10/2025

আমরা যখন উল্টো পথে গাড়ি চালাই সার্জেন্ট অথবা ভিডিওর মাধ্যমে মামলা দেওয়া হয়।
একইভাবে যখন প্রশাসনিক গাড়ি উল্টো আসে তখন এটাকে তারা দেখে না কারণ হচ্ছে যারা আইন তৈরি করেছে তাদের বানানো আইন দিয়েই তারা চলাচল করে।
আমরা যদি কথা বলতে যাই তাহলে আমাদের ক্রাইমে ফাঁসানো হয়।
ভাই আপনারা আইন করেন সবার জন্য সমান করেন।
আমরা যখন মামলা খায় হয়তো রং সাইড ক্রসিং করে বা ট্রাফিক যে কোন একটা আইন অমান্য করার পরে হয়তো আমরা মামলা খাই সেক্ষেত্রে অনেক বড় ভাই আমাদের শোধরানোর কথা বলে বলে যে আপনারা পরিবর্তন হলে দেশের অনেক নিয়ম-কানুন পরিবর্তন হবে।

আমি আপনার সাথে একমত কিন্তু আমার একটা কথা আছে সেখানে যারা আইন প্রণয়ন করতেছে আইন কাঠামো গঠন করতেছে তাদেরকে আগে মানতে হবে আইন তারপরে মানবে জনগণ
আইন শেখাবেন আপনারা যারা আইনে চাকরি নিয়েছেন আপনাদের মূল লক্ষ্য কি দেশের সেবা করবেন দেশের জনগণের সেবা করবেন এছাড়া আপনাদের কোন কাজ নাই।

মাসে মাসে আপনাদের বেতন দেওয়া হয় কেন আপনারা এগুলো না করে নিজেদের বস্তা পূরণ করার জন্য ব্যস্ত থাকেন আগে মামলা দিতেন না আশেপাশে কিছু টাকা পয়সা খাইতে পারতেন আর এখন কমিশনারের জন্য সাধারণ পাবলিকের উপর অত্যাচার করেন আপনারা।

কেন ভাই এরকম দেশ তো আমরা চাই নাই স্বাধীনতার পর স্বাধীনতা হয়েছে তারপরও যদি দেশ পরিবর্তন না হয় এদেশ আর কখনোই পরিবর্তন হবে না।

আমরা যখন সাধারণ মানুষের সাথে মিশি সবাই একথাই বলে হয়তো আমরা ওই পর্যন্ত যাইতে পারিনা দেখে আমাদের কথা কোন মূল্য নাই।

বিষয়টা অন্যভাবে কেউ নিবেন না আসলেই যখন মানুষের ঠেকে যায় তখন এই ধরনের কথা বলে।

আমি একজন ভুক্তভোগী আইনের বিষয় থেকে।
অথচ আমার কোন দোষ ছিল না আমি একজন সাধারণ মানুষ ছিলাম তাই।

এই রেনকোটা বিক্রয় করা হবে যদি কেউ নিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।১৮০০ টাকা ঠিকানা-খিলগা ঢাকা
10/10/2025

এই রেনকোটা বিক্রয় করা হবে যদি কেউ নিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
১৮০০ টাকা
ঠিকানা-খিলগা ঢাকা

10/10/2025

Sad

হঠাৎ একটা ফোন কল আমার কাছে আসে, বলে আমার একটা চিঠি এসেছে ঢাকা মেট্রো পুলিশ হেডকোয়াটার থেকে আমি ভাবলাম যে আমার হয়তো মাম...
10/10/2025

হঠাৎ একটা ফোন কল আমার কাছে আসে, বলে আমার একটা চিঠি এসেছে ঢাকা মেট্রো পুলিশ হেডকোয়াটার থেকে আমি ভাবলাম যে আমার হয়তো মামলা আছে সেগুলোর ডেট পার হয়ে গেছে হয়তো এই কারণে তারা আমাকে কোন চিঠি পাঠাইছে।
তো আজকে এই চিঠিটি আমি হাতে পাই তারপর খুলে দেখে সেখানে উল্লেখ করা আছে ৩১-৮-২০২৫ তারিখে নাকি আমি আগারগাও রোডে গাড়ি উল্টো চালাইছি তারা এটা ভিডিওর মাধ্যমে দেখে।
আমাকে থানায় যোগাযোগ করার জন্য এই চিঠিটি পাঠাইছে এটা কি আপনাদের সাথে হয়েছে বা এইটার কিভাবে সমাধান পাইতে পারি কারো জানা থাকলে একটু আমাকে জানাবেন।

03/10/2025

❤️❤️

অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিসই মানুষকে বদলে দেয়।
03/10/2025

অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিসই মানুষকে বদলে দেয়।

30/09/2025

একটা পুরুষ মানুষের এক ভাগ টেনশন যদি নারীদের দেওয়া হতো সে নারী তাহলে সাথে সাথে পাগল হয়ে যেতো

Address


Alerts

Be the first to know and let us send you an email when Abir Moto Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir Moto Vlog:

  • Want your business to be the top-listed Media Company?

Share