AnyNews24.Com

AnyNews24.Com Bangladeshi First 24 Hours Entertainment News Portal,
The www.anynews24.com is one of the leading news in Bangladesh.

Bangladeshi First 24 Hours Entertainment News Portal
Best Online News Portal
Bengali & Intrnational news media of Bangladesh
ANYNEWS24 is one of the Leading 24 Hours News in Bangladesh. ANYNEWS24 is one of the Leading 24 Hours News in Bangladesh.

26/10/2025
১২ লাখ টাকায় সালমান শাহকে হ/ত্যা চুক্তিতে স্ত্রী, শাশুড়ির জড়িত থাকার কথা স্বীকার করলো খু/নি (বিস্তারিত কমেন্টে)
24/10/2025

১২ লাখ টাকায় সালমান শাহকে হ/ত্যা চুক্তিতে স্ত্রী, শাশুড়ির জড়িত থাকার কথা স্বীকার করলো খু/নি (বিস্তারিত কমেন্টে)

23/10/2025

মায়ের প্রতি সন্তানের অনেক ভালোবাসা থাকে সেটা মানুষ হোক অথবা পশু

23/10/2025

প্রিয় মানুষগুলোকে হারিয়ে এখন তাদের একটাই চাওয়া দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় যারা অপরাধ করেছে
আমাদের পরবর্তী সরকার এই বিষয়গুলো কি আসলেই মনে রাখবে নাকি অতীত ভেবে ভুলে যাবে
সময় সবকিছু বলে দিবে
আর না হলে শেষ বিচারের দিন আল্লাহ তায়ালা সঠিক বিচারটা করে দিবে
Facebook AnyNews24.Com #

তোমার কি কিছুটা কষ্ট লাগে?
23/10/2025

তোমার কি কিছুটা কষ্ট লাগে?

ইন্টারন্যাশনাল ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে ওই ১৫ জন অভিযুক্ত সেনা সদস্য যারা সেনার হেফাজতে আছে, তা...
21/10/2025

ইন্টারন্যাশনাল ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে ওই ১৫ জন অভিযুক্ত সেনা সদস্য যারা সেনার হেফাজতে আছে, তাদেরকে আজই আদালতে তোলা হোক। আজ যদি আদালতে তোলা না হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদের স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। এখন সেনাবাহিনী এবং ইনটারন্যাশনাল ট্রাইবুনাল মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল, যেমন বিএনপি-জামায়াত, কোনো আগ্রহ দেখাচ্ছে না এদের বিচারের ব্যাপারে। গত ১৭ বছর ধরে এই সেনা কর্মকর্তারা যা ইচ্ছা তাই করেছে, আর এখন রাজনীতিক দলগুলোর দরকার শুধু ক্ষমতায় যাওয়া। তারা কারা মারা গেল, কারা নিপীড়িত হলো, সেসবের কোনো হিসাব তাদের নেই। তাদের শুধু দরকার ক্ষমতায় গিয়ে আবার এই অপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে আগের মতোই সবকিছু চালিয়ে যাওয়া। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার।

আমরা জাতি হিসেবে চাই, সুষ্ঠু বিচার হোক। যারা অন্যায় করেছে, তাদের উপযুক্ত শাস্তি হোক।

21/10/2025

এই পৃথিবীতে সবথেকে ধনী যে পরিপূর্ণভাবে সুস্থ 🥲 কিন্তু আমরা হতভাগারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না
আমাদের অভাব আর চাহিদার পিছনেই পড়ে থাকি আর আল্লাহকে ভুলে যাই 🥲
AnyNews24.Com Facebook

21/10/2025

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন
ছবি: সংগৃহীত
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে কয়েকদিন ধরে চলা পারিবারিক বিতর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি উত্তাপের অবসান ঘটেছে। মঙ্গলবার নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির সমাধান হওয়ার কথা জানিয়েছেন আবু ত্বহা ও সাবিকুন নাহার উভয়ই।

স্ট্যাটাসে আবু ত্বহা লিখেছেন, ‘উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরুব্বি ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ।’

সমাধানের সর্বশেষ আপডেট জানিয়ে আদনান লিখেছেন—

১।‘মুরুব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে মুহতারাম আবু ত্বহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতাবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।’

২। ‘বিয়ের সম্পূর্ণ মোহরআনা পূর্বেই পরিশোধ করা ছিল।

এ বিষয়ে কোনোরকম আলোচনা ও দেনা-পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ।’

৩। ‘তিনি (সাবিকুন নাহার) মিরপুর ঢাকাস্থ Taw Haa Zin Nurain Islamic Center এর উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় ৫ ভরি এবং অন্যান্য কিছু খাতে (তার ভাষ্যমতে) আরো প্রায় তিন ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন, যা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু ত্বহা আদনান সাহেবের কাছে দাবি করেন।’

‘ওলামায়ে মাজলিস এগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।

এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন। এই অর্থ তার শারঈ হক্ব তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধে সচেষ্ট আছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। ’

‘উস্তাদ আবু ত্বহা আদনান ও তার প্রতিষ্ঠানের সঙ্গে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই। অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রভাবিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না।

৪। ‘বাচ্চাদের বিষয়ে মুরব্বিদের মাজলিসে শরিয়াহ সম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে, উভয় পক্ষই মাজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন।’

‘বিষয়টি ওয়ালামের মাজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা না করার জন্য আমরা সবার নিকট বিনীত অনুরোধ করছি।’

অন্যদিকে, সাবিকুন নাহার তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে; ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে।’

‘দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ, সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়েই সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতঃপর এ সমাধান পেতে হয়েছে।’

‘এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায়-অনিচ্ছায়, উদ্বেগ-উৎকণ্ঠায়, আবেগে, অনিশ্চয়তায়, আমার দ্বারা যত গুনাহ হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি রহমান, তওবা কবুলকারী এবং ক্ষমাকারী।’

‘ইনশাআল্লাহ আমি নিজেও পরবর্তী সময় এ বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকব এবং সরাসরি এ ইস্যুটিকেই মেনশন করে যারা আলোচনা, সমালোচনায় লিপ্ত এমন সর্বস্তরের আলোচক ও সমালোচকদেরও বিরত থাকার অনুরোধ করছি।’

সবশেষ নিজের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়ে মিডিয়ার উদ্দেশে তিনি লেখেন, ‘আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনাসংবলিত আমার প্রতিটি অডিও, ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ কঠিন সময়ে যারা পাশে ছিলেন, আছেন, ভালোবেসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা

উত্তম প্রতিদান দান করুন এবং যারা ঘৃণাভরে তিরস্কার/নিন্দা জ্ঞাপন করেছেন মালিক তাদের ক্ষমা করুন।’

21/10/2025

নারায়নগঞ্জে
কিশোরীকে ধ/র্ষ/ণ যুবককে পি/টি*য়ে হ/ ত্যা করল এলাকাবাসী

Dhaka airport Fire losses could reach 1$ Billion
19/10/2025

Dhaka airport Fire losses could reach 1$ Billion

19/10/2025

হ্যারাসমেন্ট ঠেকাতে নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp!!

আপনি চাইলেও এখন থেকে কাওকে Whatsapp এ একটা লিমিট পার হওয়ার পর আর মেসেজ দিতে পারবেন না, যদি অপর সাইড থেকে কেও রিপ্লে না করে।
অর্থাৎ, আপনি কাওকে মেসেজ দিচ্ছেন কিন্তু সে রিপ্লে দিচ্ছেনা WhatsApp এ। এভাবে, আপনি তাকে হয়তো কয়েকবার মেসেজ দিতে পারবেন, এর মাঝে সে রিপ্লে না করলে প্রথমে আপনাকে Warning দিবে, এর পর টেম্পোরারি অটো ব্লক বা স্প্যামে চলে যাবে আপনার মেসেজ।
যদিও, Whatsapp Api এর Marketing Message এও এমন লিমিট আগে থেকেই আছে, তবে বর্তমানে Normal Whatsapp & Whatsapp Business দুইটায়-ই এই অটোব্লক/লিমিটেশন ফিচার টেস্ট করছে Whatsapp। ধারণা করা হচ্ছে, খুব দ্রুতই এটা সবার জন্য চালু করা হবে!!

- The Tech

Address

Dhaka
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when AnyNews24.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AnyNews24.Com:

Share

Category