নীল-C o l o r s

নীল-C o l o r s চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য।
সবাই পাশে থাকবেন ধন্যবাদ �

যুক্তিক
26/06/2025

যুক্তিক

একজন স্বনামধন্য লেখককে মোবাইল উপহার দিয়েছিলাম শুনে ফারাবী আমার কাছে একটা মোবাইল ফোন চেয়েছিল। ব্লগে, ফেসবুকে তথ্যসমৃদ্ধ অ...
28/05/2025

একজন স্বনামধন্য লেখককে মোবাইল উপহার দিয়েছিলাম শুনে ফারাবী আমার কাছে একটা মোবাইল ফোন চেয়েছিল। ব্লগে, ফেসবুকে তথ্যসমৃদ্ধ অনেক বড় বড় ইসলামিক আর্টিকেল লিখতো ফারাবী। একটা স্মার্টফোন হলে লেখালেখিতে সুবিধা হবে, এই আবদার নিয়ে সে আমার কাছে এসেছিল। সে সময়ে অনেকের কাছেই একটা ফোনের জন্য ম্যাসেজ পাঠাতো। একদিকে ব্লগার নীলসালু লাগাতার ফারাবী বিরোধী পোস্ট লিখতো দেখতাম।
অন্যদিকে নাস্তিকপাড়ায় ফারাবী বিরোধী মিমস, জোকস, কিচ্ছাকাহিনী প্রতিনিয়ত চোখে পড়তো। Theist VS Atheist গ্রুপে নাস্তিকরা একটা প্রশ্ন ছুঁড়ে দিতো, আর ফারাবী নাওয়া খাওয়া বাদ দিয়ে বসে বসে সেটার ব্যাখ্যা দিতো।
আমি একবার নিষেধও করেছিলাম এসব আজাইরা কাজে সময় নষ্ট করা নিস্প্রয়োজন।

অভিজিৎ রায় হত্যায় তার সম্পৃক্ততা নেই। শুধুমাত্র উস্কানীমূলক লেখাকে কেন্দ্র করে তাকেও এই মামলায় আসামী করা হয়। অত্যন্ত নিরীহ একটা ছেলে। তৎকালীন তার সমালোচকদের প্রশ্ন করলেও তারা নি:সংকোচে বলবে ছেলেটার প্রতি অবিচার করা হয়েছে।

ফারাবীকে আমি একটা মোবাইল কিনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাঝে আমার সাথে কিছুদিন যোগাযোগ ছিল না। হঠাৎ শুনি র‍্যাবের হাতে বন্দি। সেই সময়ে সন্দেহভাজন অনেকের নামই এসেছিল। ভাবলাম জিজ্ঞাসাবাদ করে হয়তো ছেড়ে দেবে।
কিন্ত আর ছাড়লোনা। জেলের অন্ধকারে কখন মাথার চুল পেকে ঝরে গেলো, দাঁড়ি সব সাদা হয়ে গেলো, চেহারার স্নিগ্ধতা নষ্ট হয়ে গেলো!

ফারাবীর সর্বশেষ ছবি দেখে রীতিমতো অবাক হলাম।
আজ যদি আদালতে প্রমাণিত হয় শাফিউর রহমান ফারাবী নির্দোষ ছিল, থাবা বাবা কিংবা অভিজিৎ রায়ের মার্ডারের সাথে তার কোনোই সম্পৃক্ততা নেই।
বেকসুর খালাস পেয়ে বেরিয়ে আসবে ফারাবী। তার হারানো যৌবন, জেলখানায় হারানো জীবনের মূল্যবান সময়গুলো তাকে কীভাবে ফেরত দেবে!
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফৌজদারী আইনে গ্রেফতারকৃত কত আসামী হাসতে হাসতে জেল থেকে বেরিয়ে এলো। গত সপ্তাহে একজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মুক্তি পেলো।
অথচ নিরীহ, নির্দোষ এই ছেলেটার মুক্তির ব্যাপারে কোনো উদ্যেগ নেয়া হচ্ছেনা।

অনলাইনে অফলাইনে কত সফল আন্দোলনইতো আমরা করলাম। আসুন না সমস্বরে একবার আওয়াজ তুলি, ফারাবীর মুক্তি চাই...

Copy অচিকীর্ষু লৌকিক

13/04/2025

"মার্চ ফর গাজা"




12/04/2025

March for G A Z A ✊🏻🇵🇸🇧🇩

🇵🇸🇧🇩
মার্চ ফর গা°জার অন্যতম দৃশ্য।

দৃষ্টি আকর্ষণ করছি সবার  এবং Mohiuddin Roni  ভাই ফারাবী ভাইয়ের মুক্তি চাই শফিউর রহমান ফারাবী ভাই!যিনি ১৩ সালে শ|হব|গিদের...
02/02/2025

দৃষ্টি আকর্ষণ করছি সবার এবং Mohiuddin Roni ভাই

ফারাবী ভাইয়ের মুক্তি চাই
শফিউর রহমান ফারাবী ভাই!

যিনি ১৩ সালে শ|হব|গিদের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম কলম ধরেছিলেন ঐ সকল না'স্তি'কদের বিরুদ্ধে।

কিন্তু ভাইটি মিথ্যা মামলায় প্রায় দীর্ঘ ১১ বছর যাবত চার দেওয়ালে আবদ্ধ। ভাবতে পারেন ১১ বছর কতদিন সময়?
ওনার জীবন-যৌবন সব চার দেওয়াল কেড়ে নিয়েছে। নবী প্রেমে উজ্জীবিত জোয়ান মানুষটা আজ বৃদ্ধ হয়ে গিয়েছে।

ছাত্র-জনতা, আলেম-ওলামা দল-মত নির্বিশেষে, এই মাজলুম ভাইয়ের মুক্তির আওয়াজ তুলুন!
আল্লাহ তাআলা ভাইয়ের কল্যাণময় মুক্তি তরান্বিত দান করুন!

দুনিয়াতে যার আপন কেউ নেই। নবীর বিরুদ্ধে লেখালেখি করেছিলো যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদের কারণে যার জীবন যৌবন কেটে যাচ্ছে।...
02/02/2025

দুনিয়াতে যার আপন কেউ নেই।

নবীর বিরুদ্ধে লেখালেখি করেছিলো যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদের কারণে যার জীবন যৌবন কেটে যাচ্ছে।
অত্যাচার জুলুমের চার দেয়ালের মাঝে চলে যাচ্ছে জীবন
ফারাবী ভাইয়ের (মামলার) বিরুদ্ধে নরমাল কোনো ডকুমেন্টস নেই।

তার বাবা যখন জীবিত ছিলো তার সাথে দেখা করতে আসার জন্য ভাড়ার টাকাটাও মাজে মাজে থাকতো না
ট্রাকের পিছনে বসে চলে আসতো মাজে মাজে দেখা হতো আবার মাজে মাজে দেখা হতো না।
সেই বাবার মৃতদেহ টাও শেষ বারের মতো দেখতে পারেনা। 💔
- সবাই নিজ নিজ থেকে পোস্ট করুণ মুক্তির দাবি জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক  Khaled Hasan কে দুই দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।আন্দোলনের ফ্রন্টলাইনার যোদ্...
22/12/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক Khaled Hasan কে দুই দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।আন্দোলনের ফ্রন্টলাইনার যোদ্ধা, আস্ত একটা ওয়ারিয়র। ওরে গতকাল সন্ধ্যা থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনও হলেই ফেলে গেছে (সেই ফোন এখন ডিবি হেফাজতে, তথ্য অনুসন্ধানের কাজ করছে) সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজ নিজ অবস্থান থেকে ওর জন্য খোঁজ চালাবেন, দোয়া করবেন, তথ্য জানলে জানাবেন।
যোগাযোগ‍ঃ 01560-017887(আল মাহমুদ)
01576983761(নূর)

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তী সরকারের মাননীয় ভূমি ও বেসরকারি বিমান, পর্যটন...
20/12/2024

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তী সরকারের মাননীয় ভূমি ও বেসরকারি বিমান, পর্যটন উপদেষ্টা,সাবেক এটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী জনাব এ এফ হাসান আরিফ স্যার কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আমার গভীরভাবে শোকাহত।

প্রশাসন চুপ কেনো
20/12/2024

প্রশাসন চুপ কেনো

শফিউর রহমান ফারাবী ভাই!যিনি ১৩ সালে শ|হব|গিদের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম কলম ধরেছিলেন ঐ সকল না'স্তি'কদের বি...
19/12/2024

শফিউর রহমান ফারাবী ভাই!

যিনি ১৩ সালে শ|হব|গিদের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম কলম ধরেছিলেন ঐ সকল না'স্তি'কদের বিরুদ্ধে।

কিন্তু ভাইটি মিথ্যা মামলায় প্রায় দীর্ঘ ১১ বছর যাবত চার দেওয়ালে আবদ্ধ। ভাবতে পারেন ১১ বছর কতদিন সময়?
ওনার জীবন-যৌবন সব চার দেওয়াল কেড়ে নিয়েছে। নবী প্রেমে উজ্জীবিত জোয়ান মানুষটা আজ বৃদ্ধ হয়ে গিয়েছে।

ছাত্র-জনতা, আলেম-ওলামা দল-মত নির্বিশেষে, এই মাজলুম ভাইয়ের মুক্তির আওয়াজ তুলুন!
আল্লাহ তাআলা ভাইয়ের কল্যাণময় মুক্তি তরান্বিত দান করুন!

একটা ব্যাপার অনেকেই হয়তো খেয়াল করেন নাই! গত একমাসে আওয়ামী লীগ ছাত্রলীগের তেমন কেউ গ্রেপ্তার হয় নাই! সরকার মনে হয় আগ...
15/12/2024

একটা ব্যাপার অনেকেই হয়তো খেয়াল করেন নাই! গত একমাসে আওয়ামী লীগ ছাত্রলীগের তেমন কেউ গ্রেপ্তার হয় নাই! সরকার মনে হয় আগের গুলোও না পেরে গ্রেপ্তার করছিলো!

সরকার চাচ্ছে আওয়ামী লীগের দাগী অপরাধীরা যেন দেশ ছেড়ে চলে যায়! বিচার করার মতো হ্যাসেল সরকার নিতে চাচ্ছে না! যাদেরকে গ্রেপ্তার করছিলো পারলে তাদেরকেও ছেড়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচে!

আজকে ছাত্রলীগ বিশাল বড় মিছিল নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে আসছে! পাশেই শত শত পুলিশ দাঁড়িয়ে ছিলো! কেউ কিছু বলে নাই!

সরকারে আসিফ নজরুল,ফারুকী, শফিকুল আলম মিলে একটা ফান গ্রুপ ক্রিয়েট করছে! ওরা নিজেদের মাঝে আড্ডাবাজি করে, হাসি তামশা করে, সিনেমা দেখে,কোয়ালিটি টাইম স্পেন্ড করে! এই জন্যে ওরা এখন করো সমালোচনাকে পাত্তা দিচ্ছেনা! উল্টো যারা গঠনমূলক সমালোচনা করছে তাদেরকে ওরা গ্রুপ করে ট্রল করে!

রিসেন্টলি এরা আসিফ নাহিদকেও ওদের গ্রুপে নিয়েছে! এই জন্যে দেখেন আসিফ নাহিদও এখন ওদের সুরে কথা বলে! বিচার, অভ্যুত্থান নিয়ে ওরাও এখন কোন কথা বলে না! উল্টো এরা এখন একে অপরের গুণগান করে!

এইসব দেখে আমার কোন আফসুস নাই! বাংলাদেশ যেমন ছিলো তেমনি থাকবে! বরং আরও খারাপও হইতে পারে! জাস্ট হাসিনা নাই এই আর কি!

তবে আমার খারাপ লাগতেছে ২০০০ শহীদ, ৩০ হাজার আহত আর ওদের পরিবারগুলোর জন্য! আহ! জীবনের কি নিদারুণ অপচয়!

আল্লাহ যেন ওইসব শহীদ ও তাদের পরিবারগুলোকে উত্তম পুরস্কার দান করেন! আর যারা ওদের জীবনের বিনিময়ে ক্ষমতায় বসে কাচ্ছি খাচ্ছে, আড্ডাবাজি করছে, সিনেমা দেখছে আল্লাহ যেন ওদের দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই অপমানিত ও লাঞ্চিত করেন! আমীন!

©Collected

11/12/2024

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when নীল-C o l o r s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নীল-C o l o r s:

Share

Category