Mutasim Madiha's lifestyle

Mutasim Madiha's lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mutasim Madiha's lifestyle, Digital creator, Dhaka.
(1)

আমার টুইন পাখিদের পেইজ🍁

মুতাসিম মুহাম্মদ আয়ান
মাদিহা তাইয়্যিবা আরশী
টুইনদের ফেসবুক গ্রুপ 👇
https://www.facebook.com/groups/2152453908484541/?ref=share&mibextid=NSMWBT

06/08/2025

ইয়াম্মি ইয়াম্মি ছোট ফুচকা 😋😋

আব্বু ফুচকাওয়ালাকে টাকা দিয়ে বাড়িতে পাঠায় দিছে আমার জন্য ❤️❤️

আমার জামাইও এমনে পাঠাবেে না😆

বাবাদের ভালোবাসা 🌸🌸

নারী-পুরুষ: মস্তিষ্কের ক্ষমতায় কে বেশি এগিয়ে।অনেকে খুব সহজভাবে প্রশ্ন করে থাকেননারীর তুলনায় পুরুষের বুদ্ধি বেশি না কম?"এ...
05/08/2025

নারী-পুরুষ: মস্তিষ্কের ক্ষমতায় কে বেশি এগিয়ে।

অনেকে খুব সহজভাবে প্রশ্ন করে থাকেন
নারীর তুলনায় পুরুষের বুদ্ধি বেশি না কম?"
এছাড়া মানুষের মাঝে প্রচলিত আছে পুরুষের তুলনায় নারীদের বুদ্ধি কম।

আসুন, নারীবাদী না হয়ে, পুরুষতান্ত্রিক না হয়ে—একদম বাস্তব তথ্য ও বৈজ্ঞানিক গবেষণা দিয়ে নিরপেক্ষভাবে বিষয়টি জেনে নিই।

পুরুষের মস্তিষ্ক:
আকারে গড়পড়তা বড়।
গভীর মনোযোগ ও একমুখী বিশ্লেষণে দক্ষ।
সমস্যা সমাধান, স্থানিক চিন্তা (মানচিত্র বোঝা, পথ খোঁজা) ভালোভাবে করতে পারে

নারীর মস্তিষ্ক:
ভাষা, আবেগ ও সম্পর্ক বিষয়ে বেশি সংবেদনশীল
একসাথে একাধিক কাজ (multitasking) ও দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনে দক্ষ।আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে বেশি সক্ষম

কিছু বৈজ্ঞানিক বাস্তবতা:

পুরুষদের মস্তিষ্কে তথ্য চলাচল হয় সামনের থেকে পেছনে (Front to Back)।অপরদিকে নারীদের মস্তিষ্কে বেশি সংযোগ ডান ও বাম অংশের মধ্যে (Right to Left Hemisphere)।ফলে নারীরা আবেগ ও যুক্তির সমন্বয়ে বেশি দক্ষ, পুরুষেরা বিশ্লেষণ ও কাজের গভীরতায় দক্ষ।

তাহলে কে বেশি বুদ্ধিমান?
এটা কোনো প্রতিযোগিতা নয়।
বরং নারী-পুরুষ দুইজনই আলাদা কাজে শ্রেষ্ঠ—একজন অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক।

পৃথিবীতে নারী ও পুরুষ ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা কে টিকিয়ে রেখেছে।নারী ও পুরুষের সাম্যাবস্থার কারণেই জীবনের পর্যাক্রমিক পরিক্রমা নিয়মিতভাবে ঘটে চলেছে।তাই মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সৃষ্টি।

৯/৭/২০২৫

দুধ কলা ভাত কার কার পছন্দ?? আমার অনেক পছন্দ 😋 রেগুলার খাই😋
05/08/2025

দুধ কলা ভাত কার কার পছন্দ??

আমার অনেক পছন্দ 😋 রেগুলার খাই😋

রাত যত-ই দীর্ঘ হোক,সকালের আলো ফুটবেই!জীবন যত-ই লম্বা হোক, কবরের ডাক আসবেই!আল্লাহ সবাইকে ঈমানের সাথে মৃত্যু দিক🤲আমিনশুভ র...
04/08/2025

রাত যত-ই দীর্ঘ হোক,সকালের আলো ফুটবেই!

জীবন যত-ই লম্বা হোক, কবরের ডাক আসবেই!

আল্লাহ সবাইকে ঈমানের সাথে মৃত্যু দিক🤲আমিন

শুভ রাত্রি সবাইকে 🌙

04/08/2025

সবাই ৩ বার করে সূরা ইখলাস পরে দেন🤲

বাসার সবাই ঠান্ডা জ্বরে😢

পড়ে কমেন্টে ডান লিখেন✅

04/08/2025

৩ মিনিটে ৬ টা আনফলো করলাম🙂

কিছু পাবলিক আছে আগে ফলো নেয় তারপর আনফলো করে দেয়,
যাদের পোস্ট সামনে আসে আগে তাদের আইডিতে গিয়ে চেক দেই ফলো দেওয়া কিনা,,১০ টা চেক করে ৬ টাই দেখি আমাকে আনফলো করে দিসে🥲 আমিও কম না😁😁🫶

ভালোবাসা অবিরাম 🤣
আপনারাও ট্রাই করতে পারেন 🫶

ফজরের পরের শীতল হাওয়ার মত একখানা শান্ত জীবন চাই🤲শুভ সকাল সবাইকে 💥
03/08/2025

ফজরের পরের শীতল হাওয়ার মত একখানা শান্ত জীবন চাই🤲

শুভ সকাল সবাইকে 💥

সবার জীবন ফুলের মত রঙ্গিন হয় না!!আমি দোয়া করি পৃথিবীর প্রতিটি মানুষের জীবন ফুলের মত-ই সুন্দর হোক🌸 আমিনশুভ রাত্রি সবাইকে ...
03/08/2025

সবার জীবন ফুলের মত রঙ্গিন হয় না!!

আমি দোয়া করি পৃথিবীর প্রতিটি মানুষের জীবন ফুলের মত-ই সুন্দর হোক🌸 আমিন

শুভ রাত্রি সবাইকে 🌸
আল্লাহ হাফেজ 🫶

03/08/2025

প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটা ভাইরাল টপিক সামনে আসে তারপর ওইটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে ১ ঘন্টা 🙂
তারপর ঘুমের ১৪ টা বেজে যায়🙂

দুপুরে ঘুমাতে যাওয়ার আগে সাকিব-বুবলি টপিক আর এখন ২ সতিন টপিক🥹🥹

আর কার কার সাথে এমন হয়?

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক থাকুন, সচেতন হোন!সম্প্রতি এক ধরনের নতুন ভাইরাস জ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও এটি ডে...
03/08/2025

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক থাকুন, সচেতন হোন!

সম্প্রতি এক ধরনের নতুন ভাইরাস জ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও এটি ডেংগু বা চিকুনগুনিয়া নয়, তবুও এর উপসর্গ বেশ মারাত্মক এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন—বিশেষ করে ছোট বাচ্চারা বেশি ঝুঁকিতে।

🎗 বাবা-মায়েদের জন্য জরুরি বার্তা: সন্তান অসুস্থ হলে প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। আপনার সাহসই হবে সন্তানের জন্য সবচেয়ে বড় শক্তি। আপনি সুস্থ ও স্বাভাবিক থাকলে সন্তানের সেবা করাও সহজ হবে।

🧠 অসুস্থ শিশুর যত্নে নিয়মিত পুষ্টিকর খাবার দিন। মনে রাখবেন—খাবারের বিকল্প কোনো ওষুধ নেই।
⛔ যদি খেতে না চায়, জোর করবেন না; অল্প অল্প করে বারবার খাওয়ানোর চেষ্টা করুন।
🤢 বমি হলে ডাক্তারের পরামর্শে বমির ওষুধ ব্যবহার করুন।

📌 ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:
🔥 হঠাৎ উচ্চ জ্বর (১০৩°–১০৪°F)
😣 সারা শরীরে ব্যথা—মাথা, চোখ, পিঠ ও জয়েন্টে
🙂 মাথা ঘোরা, দুর্বলতা
💔 রক্তচাপ কমে যাওয়া
🛌 জ্বর কমলেও দীর্ঘ সময় শরীর দুর্বল থাকা

✅ যা করবেন – করণীয় ও পরামর্শ:

🍽️ খাবারে রাখুন:
✔ ভিটামিন সি: মাল্টা, কমলা, পেয়ারা, আমলকি
✔ জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
✔ প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ
💧 প্রচুর পানি পান করুন (দিনে অন্তত ৩ লিটার); স্যালাইন বা লেবুর শরবত খেতে পারেন
⚠️ চিনি এড়িয়ে চলুন

🧊 ব্যথা ও জ্বর কমাতে:
✔ ডাক্তারের নির্দেশনা অনুযায়ী প্যারাসিটামল
✔ গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ
✔ আদা, তুলসি ও মধু দিয়ে হালকা গরম পানীয়

💆 জ্বরের পর শরীরের ব্যথা কমাতে:
✔ গরম পানিতে লবণ মিশিয়ে শরীর মুছানো
✔ হালকা স্ট্রেচিং বা ধীরগতিতে হাঁটা
✔ ম্যাগনেসিয়ামযুক্ত খাবার: কলা, ভেজানো বাদাম
✔ নারকেল তেল বা পুদিনার তেল দিয়ে হালকা মালিশ

🚨 চিকিৎসকের শরণাপন্ন হবেন যদি:

বারবার জ্বর ফিরে আসে

রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়

খাওয়া বন্ধ হয়ে যায় বা অজ্ঞান ভাব দেখা দেয়

হৃদস্পন্দন অস্বাভাবিক হয়

🧘‍♀️ মনে রাখবেন:
জ্বর চলে গেলেও শরীর দুর্বল থাকে। পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাবার এবং প্রচুর পানি পান—এই তিনটাই দ্রুত সুস্থ হওয়ার মূল চাবিকাঠি।

🤝 কাছের মানুষ বা আশপাশে কেউ আক্রান্ত হলে এই পোস্টটি শেয়ার করে সচেতন করুন।

03/08/2025

📌বাচ্চাদের ঠান্ডা লাগলে এধরণের খাবার খাওয়াতে পারেন অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ ❤️
আমার টুইনদের ঠান্ডা লাগলে আমি এভাবে ট্রাই করি,যদি তেমন খায় না🙂

🥣 ১. গরম স্যুপ (Soup):
🍁মুরগির স্যুপ (Chicken soup): এটি কাশি ও সর্দি কমাতে সাহায্য করে।

🍁সবজির স্যুপ: গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া ইত্যাদি দিয়ে তৈরি।

🍚 ২. নরম ও সহজপাচ্য খাবার:
🍁গরম ভাত-মুড়ি বা ভাত-মসুর ডাল

🍁খিচুড়ি (কিছুটা ঘন করে তৈরি, বেশি ঝাল ছাড়া)

🍌 ৩. ফলমূল:
🍁পাকা কলা, পাকা আম (ঠান্ডা না হলে)

🍁কমলা/মালটা (ভিটামিন C থাকায় রোগ প্রতিরোধে সাহায্য করে; তবে গলা ব্যথা থাকলে এড়িয়ে চলা ভালো)

🥛 ৪. গরম দুধ:
😋দুধে হালকা হলুদ ও সামান্য মধু মিশিয়ে দেওয়া যেতে পারে (১ বছরের বেশি বয়স হলে)।

🌿 ৫. ভেষজ পানীয়:
🍁তুলসী পাতা ও আদা দিয়ে হালকা গরম পানি বা চা (১ বছরের বেশি বাচ্চাদের জন্য)
🍁কাশি থাকলে বাসক পাতার রস মধুর সাথে মিশিয়ে খাওয়াতে পারেন।

🍁মধু ও লেবু মেশানো গরম পানি (২ বছরের বেশি বয়স হলে)

🥔 ৬. নরম সেদ্ধ খাবার:
🍁সেদ্ধ আলু, মিষ্টি আলু

🍁ডিম সেদ্ধ (গলা ব্যথা না থাকলে)

❌ যেসব খাবার এড়িয়ে চলা উচিত:
📌ঠান্ডা বা ফ্রিজের পানি, আইসক্রিম

📌অতিরিক্ত মসলা ও ঝালযুক্ত খাবার

📌প্যাকেটজাত/ফাস্টফুড

📌খুব শক্ত বা শুকনো খাবার (যা গলা খুসখুস করতে পারে)

চিকিৎসকের পরামর্শ অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি বাচ্চার জ্বর, গলা ব্যথা বা শ্বাসকষ্ট থাকে।

পোস্ট কপি করা যাবে না✅ কপি করলে কার্টেসি দিতে হবে

ভাই বোন চশমা পরে মেও দেখতেছে মাশা-আল্লাহ ❤️তারা তো মেওকে যেমন ভয় পায় তেমন পছন্দও করে😁
03/08/2025

ভাই বোন চশমা পরে মেও দেখতেছে মাশা-আল্লাহ ❤️

তারা তো মেওকে যেমন ভয় পায় তেমন পছন্দও করে😁

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mutasim Madiha's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share