Hasnain's Universe

Hasnain's Universe তুমি যদি হও নাটোরের বনলতা,আমি হবো তোমার জীবনানন্দ।��

26/10/2025

Ke raah dekhenge teri❤️‍🩹🤌

14/10/2025

এক পরিকল্পিত জ্যামিতিক শহর — চরফ্যাশন

প্রায় একশ বছর আগে, ১৯২০ সালের দিকে নদীর চরভূমিতে ব্রিটিশ শাসনের তত্ত্বাবধানে গড়ে উঠেছিল চরফ্যাশন। এটি কেবল একটি গ্রাম নয়, বরং পরিকল্পিত জ্যামিতিক শহর, যেখানে প্রতিটি রাস্তা, কেন্দ্রীয় চত্বর, বাজার, স্কুল, হাসপাতাল, ফুটপাত ও খাল-নালা নির্দিষ্ট ছকে সাজানো হয়েছিল। নকশা করা হয়েছিল ব্রিটিশ প্রকৌশলী ও জেলা সার্ভেয়ারের তত্ত্বাবধানে, স্থানীয় জমিদার ও বাসিন্দাদের পরামর্শ অনুযায়ী। নদীর গতিপথ, চরভূমির উচ্চতা, বন্যার ঝুঁকি এবং পানি নিষ্কাশনের খাল সবকিছু বিবেচনা করে শহরটি কার্যকরী, নিরাপদ ও টেকসই করা হয়েছিল।

চরফ্যাশনের নকশার মূল বৈশিষ্ট্য ছিল: কেন্দ্রীয় প্রশাসনিক চত্বর, প্রশস্ত প্রধান ও সেকেন্ডারি রাস্তা,প্রধান রাস্তা (Main Road): ২০–২৫ ফুট (~৬–৭.৫ মিটার) সেকেন্ডারি রাস্তা (Secondary Road): ১২–১৫ ফুট (~৩.৬–৪.৫ মিটার) ছোট রাস্তা / গলিপথ (Lane/Alley): ৬–৮ ফুট (~১.৮–২.৫ মিটার), রেডিয়াল ও গ্রিড নকশা, বাজার ও বাণিজ্যিক প্লট,হাসপাতাল ও স্কুলের জন্য নির্দিষ্ট জায়গা, খাল ও নালা, উঁচু প্লিন্থ ও বাঁধ, গাছপালা ও গ্রীনবেল্ট, এবং নির্দিষ্ট নির্মাণ নির্দেশিকা।

চরফ্যাশনের নকশা তৈরি হয়েছিল প্রায় ১৯২০ সালে। এটি এমন এক সময়ে তৈরি হয়েছিল যখন পৃথিবীর অনেক দেশে আধুনিক শহরের পরিকল্পনা ভাবনাতেই ছিল না।

দুঃখের বিষয়, আজ সেই নকশা ধীরে ধীরে হারানো যাচ্ছে। হাসপাতাল রোড সংকুচিত হয়েছে, ফুটপাত ও খাল দখল হয়েছে, রাস্তার আয়তন কমে গেছে। টাউন হল ও বাজারের সামনে অবৈধ দোকান বসানো হয়েছে। প্রতিটি বাজারে একই সমস্যা—রাস্তা সংকুচিত, পথচারী ও যান চলাচলে অসুবিধা। খাল ভরাটের কারণে নদীপথের মাধ্যমে বাজারে পণ্য আনা এখন সম্ভব হচ্ছে না। এই পরিবর্তন শুধু জায়গার দখল নয়, এটি শহরের ইতিহাস, নকশা এবং প্রজন্মের গর্বকে হুমকিতে ফেলেছে।

চরফ্যাশন কেবল একটি শহর নয়, এটি ইতিহাস ও গর্বের নিদর্শন। আমাদের দায়িত্ব হলো—নকশা, রাস্তা ও খাল সংরক্ষণ করা। জেলা প্রশাসন, ভূমি অফিস ও স্থানীয় প্রতিনিধিদের প্রতি আবেদন: অবৈধ দোকান ও দখল অপসারণ করুন, খাল ও রাস্তা পুনরুদ্ধার নিশ্চিত করুন, টাউন হলের সামনে অবৈধ দোকান অপসারণ করুন, এবং বাজারের নকশা সংরক্ষণ করুন।

চরফ্যাশন — শহর আমাদের গর্ব।

05/10/2025

Every ending is a question, and every beginning is an answer.

30/09/2025

রাত জাগতে জাগতে চোখে কম দেখি, যারা দূরে সরে গেছে তাদের এখন দেখিই না।

28/09/2025

১১৩ রানে ১ উইকেট থেকে ১৪৬ রানে অলআউট পাকিস্তান!🙂

30/07/2025

They held fire in their hands, now lightning sharpens their gaze.💀

23/07/2025

That's when i had this sudden thought,a part of me will always love you.💖🌼

12/02/2025

তারপর একদিন আস্তে আস্তে ভুলে যাবো যে আমার একজন প্রিয় মানুষ ছিল, কিছু স্বপ্ন ছিল, কারো হাত ধরে গোটা জীবন কাটিয়ে দেওয়ার কথা ছিল, সব ভুলে যাবো।শাস্ত জলের মতো শুধু মনে রাখবো নিজের জায়গাটুকু ছাড়া আমার কিছুই নেই কেউ নেই!😊🤍

08/02/2025

Goodbye Tamim Iqbal
Thank you for representing Bangladesh for a long time. You deserved the respect you received at the farewell. I think Allah himself put it for you. Because the wrong done to you is the remedy. Be well always.🩷🌸

04/02/2025

আমি যে বছর প্রথম প্রেমে পড়লাম
সেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গেলো।আমি ফুল তুললাম,ঘ্রাণ নিলাম।
ফুলকে এমন রূপ পেয়ে তাঁকে খুব কাছে ছুয়ে দিলাম।এরপর সেই গোটা বছর যেতে না যেতেই নেমে এলো বর্ষা,
সেই যে বর্ষণ,আজও থামলো না।সব কিছু ভেঙ্গে চুড়ে গেছে আমি কেবল বাধটা বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত,
সম্বল বলতে সেই ফুল,বসন্ত সেসব কিছু নেই একটা ঘর আছে কেবল সেখানে আমি ছাড়া আর কেউ নেই…!😅💔

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasnain's Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share