B Media

B Media আবেগ বিক্রির স্থান এটা নয়।

স্বৈরাচার বিরোধী আন্দোলন '২৪এ নিহত ছয়টি কচি প্রাণ। হে আল্লাহ্! আপনি এই নিষ্পাপ শিশুদের শহীদ হিসেবে কবুল করে নিন।
05/08/2025

স্বৈরাচার বিরোধী আন্দোলন '২৪এ নিহত ছয়টি কচি প্রাণ।
হে আল্লাহ্! আপনি এই নিষ্পাপ শিশুদের শহীদ হিসেবে কবুল করে নিন।

ভারত এবং পাকিস্তানের মাঝে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়েছে আজ LOC বরাবর। উভয় দেশের সেনাবাহিনী পাল্টা-পাল্টি আক্রমণ চাল...
05/08/2025

ভারত এবং পাকিস্তানের মাঝে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়েছে আজ LOC বরাবর। উভয় দেশের সেনাবাহিনী পাল্টা-পাল্টি আক্রমণ চালিয়েছে। ঘটনার সূত্রপাত হয় গতকাল রাতে যখন ভারতীয় বিমান বাহিনীর রাফাল/সুখোই যুদ্ধবিমানগুলো সীমান্তের কাছাকাছি টহল দিয়ে উত্তেজনা বৃদ্ধি করছিল। বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীও তাদের এফ-১৬/জে-১০ যুদ্ধবিমান পাঠিয়ে জবাব দেয়।

দ্বিতীয় রাউন্ড বোধহয় শুরু হতে যাচ্ছে। ভারত তার ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে!

05/08/2025

২০১৮ সালের নির্বাচনের দিন‌‌ই পাঁচ‌ই আগস্ট অবধারিত নিয়তি হিসেবে নির্ধারিত হয়ে গেছিলো।

05/08/2025

আপনি যে প্রতি পোস্টে পোস্টে সমাজ বদলাইয়া দেন, সমাজের টায়ার্ড লাগে না?

29/07/2025
29/07/2025

ডাকসুর চূড়ান্ত তফসিল ঘোষণা
ভোটগ্রহণ - ৯ সেপ্টেম্বর, ২০২৫
সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত

★ খসড়া ভোটার, ৩০ জুলাই
★ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১১ আগস্ট
★ মনোনয়নপত্র বিতরণ ১২-১৮ আগস্ট
★ মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ : ১৯ আগস্ট বেলা ৩টা
★ মনোনয়নপত্র বাছাই : ২০ আগস্ট
★ প্রার্থীদের তালিকা প্রকাশ : ২১ আগস্ট
★ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ : ২৫ আগস্ট
★ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ : ২৬ আগস্ট
★ ভোটগ্রহণ : ৯ সেপ্টেম্বর
★ ফলাফল প্রকাশ : ৯ সেপ্টেম্বর ভোট গণনার পর

বাংলাদেশ হয়তো বড় একটা গেইমে পড়তে যাচ্ছে আর এই গেইমের টামকার্ড সন্তু লারমা!!সন্তুরা পার্বত্য চট্টগ্রামকে 'জুম্মল্যান্ড' ব...
29/07/2025

বাংলাদেশ হয়তো বড় একটা গেইমে পড়তে যাচ্ছে আর এই গেইমের টামকার্ড সন্তু লারমা!!

সন্তুরা পার্বত্য চট্টগ্রামকে 'জুম্মল্যান্ড' বানাতে চায় বাংলাদেশ থেকে পাহাড়কে বিচ্ছিন্ন করে সন্ত্রাসী নেতৃত্ব দিতে চায়।

"ঐদিকে জাতিসংঘের সদর দফতরে দাঁড়িয়ে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা দাবি করেছেন ,পার্বত্য চট্টগ্রাম থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে নিতে হবে, আর পুনর্বাসিত বাঙালিদের তাড়িয়ে দিতে হবে। সোজা কথায়, বাংলাদেশের ভেতরেই আরেকটা “স্বাধীন জোন” বানাতে চান তারা।

এরা সেই সুবিধাভোগী নাগরিক, যারা সরকারি সুবিধা নিচ্ছে, কিন্তু বিদেশে গিয়ে দেশের পিঠে ছুরি বসায়।

(সব উপজাতিরা না) জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে কার এজেন্ডা বাস্তবায়ন করছে সে—এই প্রশ্নের উত্তর নতুন করে দেয়ার দরকার পড়ে না। সবাই জানে কারা কাদের হাতে খেলছে"।

সন্তু কে জানেন??
বলা হয়ে থাকে বাঙ্গালীর ঘাতক সন্তু লারমা,কেউ কেউ মনে করেন পার্বত্য তিন জেলার সন্ত্রাসীদের ক্যাডার! ওর বিরুদ্ধে বাঙালি তো দূরের কথা উপজাতিরা পর্যন্ত মুখ খুলতে পারে না।

লারমা কিন্তু সরকারের অংশ তারপরেও নিজেই বহুবার হরতাল-অবরোধ ডাকছে পাহাড়ে নৈরাজ্য সৃষ্টির ইন্ধন দিছে। ১৯৭৫ সালের শেষাংশে এই ঘাতক সন্তু দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিলো।

সন্তুর কথায় পাহাড় কাপে, সরকার কাপে। সন্ত্রাসী কয়েকটা গ্রুপের মধ্যে জেএসএস ,আরএসএসসহ আরো কয়েকটা সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আছে যারা নিয়মিত সেনাবাহিনীর বিজিবির সাথে যুদ্ধে লিপ্ত।

পার্বত্য ৩টি জেলায় অবাধ বিচরণ তাদের সেল্টার
কারা দিচ্ছে?

ছিনতাই, লুটপাট, অপহরণ ও জিম্মি করে মোটা অংকের মুক্তিপণ আদায় করে তারা সুযোগে মহড়াও দেয়।

নিরীহ বাঙালি ও উপজাতীদের কাছে চাঁদাবাজি দাবি করে। আর সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে করেই।

তাদের আধিপত্য সন্ত্রাসী দমন করতে অর্থাৎ সার্বভৌমত্ব ও মানচিত্র রক্ষা করতে দেশদ্রোহীদের গুলিতে পাহাড়ের অলি-ঝুপলি-ছড়াতে কত সেনা সদস্যর লাশ পড়েছে তার কোন হিসেব নাই।

তারা চায়, প্রথমে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বাধাবে সংঘর্ষ। এর মধ্যে পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীদের জড়াবে। তারপর মিডিয়া ফুলিয়ে ফাপিয়ে দেখাবে 'অস্থির পাহাড়' এখন দরকার জাতিসংঘের শান্তি মিশন! সবটা প্ল্যানের মাস্টারমাইন্ড কারা?

সন্ত্রাসীদের অস্ত্র কারা দেয়। অলরেডি পাহাড়ি সন্ত্রাসীদের যুদ্ধের জন্য আধুনিক অস্ত্র ও কৌশলগত টানেল তৈরি করা আছে এগুলো কে দিছে?

"বিচ্ছিন্নতাবাদ" বিচ্ছিন্নতাবাদী শক্তি বড় ডেঞ্জারাস!
সরকারের উচিত এসকল ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া।

সরকারের প্রচুর কনসার্ন হতে হবে পার্বত্য তিন জেলা নিয়ে। বেশি করে নজরদারি করা ও যে সকল আর্মি ক্যাম্প সরিয়ে আনা হয়েছে সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা, তা না হলে হারাতে হতে পারে এই তিন জেলা, বন্ধু দেশ বসে নেই একদিন না একদিন পার্বত্য জেলার উপজাতিদের কাজে লাগিয়ে আক্রমণ করবেই।

এরা সুযোগে কাজ করে কৌশলটা দেখেন,—কাশ্মীর ইস্যু, ভারতের সাথে টান টান উত্তেজনা , করিডোর ইস্যু, রাজনৈতিক অস্থিরতা এগুলো নিয়ে ব্যস্ত, ঠিক তখনই এরা আন্তর্জাতিক মঞ্চে গিয়ে গিয়ে "কান্নাকাটি তত্ত্ব" চালু করে।

এসব মুখোশধারীদের এখনই প্রতিরোধ না করলে, ভবিষ্যতে এরা বিষাক্ত ফল দেবে দেশের বুকেই।

তবে আর না! বিদেশি সকল ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার দীর্ঘমেয়াদী প্ল্যান চাই!
(কপি)

28/07/2025

ডঃ ইউনুস সরকারের কাছে আবেদন জুলাই গণঅভ্যুত্থানে যেসব আওয়ামীলীগ এবং তাদের দোসর ভারতে পালিয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন। কারণ প্রতিটি র এজেন্টের বিষয়ে বাংলাদেশের জনগণের জানা থাকা উচিৎ।

26/07/2025

যুগে যুগে চাঁদা ও চাঁদাবাজদের নামের পরিবর্তন হলেও স্বমহিমায় বহাল তবিয়তে টিকে থাকে চাঁদা!

24/07/2025

ভিক্ষার টাকায় দারিদ্র্য দূর করা যায় না, স্বাবলম্বীও হওয়া যায় না।

24/07/2025

পরশুদিন সচিবালয়ে পরিকল্পিতভাবে হামলা চালালো ছাত্রলীগ। আর টিভিগুলো সারাদিন স্ক্রল চালালো, দুই উপদেষ্টার পদত‍্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের বিক্ষোভ।

মিডিয়া চান্স পেলে খেলে দেবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ ও ২৪ তারিখের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
23/07/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ ও ২৪ তারিখের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when B Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share