
14/05/2025
আস্থা রাখুন,
গণঅধিকার পরিষদ জানে তাদের লক্ষ্য কোথায়।
শুধু সাংগঠনিক কাজে মনোযোগ দিন জেলা, মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন, ওয়ার্ড ইত্যাদি সাংগঠনিক কমিটি সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে দলকে শক্তিশালী করুন, আমাদের দল গণঅধিকার পরিষদ ও দলের প্রতীক "ট্রাক" সাধারণ মানুষের মাঝে পরিচিতি করুন, দেশ গঠনে দলের অবস্থান ও কার্যক্রম নিয়ে মানুষের মাঝে বার্তা ছড়িয়ে দিন।
দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে আমাদের সকলের আরো বহুগুণ পরিশ্রম করতে হবে, নিজেদের অভ্যন্তরীণ সমস্যায় যাতে দলের কোনো ক্ষতি না হয় সেদিকেও আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে নিজেদের অভ্যন্তরীণ সমস্যায় দল যাতে পিছিয়ে না পরে, সমস্যা থাকবেই সমাধান করে এগিয়ে যেতে হবে।
রাজনীতি দীর্ঘ মেয়াদী পথ চলা এখানে ধৈর্যের সাথে সামনে এগিয়ে যেতে হবে, নিজেদের অবস্থান নিজেদেরকেই তৈরি করতে হবে। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে হবে।
আপনারা যা চাচ্ছেন তাই হবে, ইনশাআল্লাহ।
শুধু সাংগঠনিক ভাবে আমাদের অবস্থান তৈরি করতে হবে, সমাজের প্রতিটি মানুষের কাছে দলের প্রতীক "ট্রাক" দলের বার্তা পৌঁছে দিতে হবে, তবেই আমরা সফল হবো