
11/08/2025
শিক্ষকতা পেশার সাথে যুক্ত বা শিক্ষক হতে চান তাদের জন্য উপযুক্ত একটি প্রফেশনাল প্রোগ্রাম এর সার্কুলার, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর ইন্সটিটিউট থেকে পরিচালিত হয়।
# প্রফেশনাল মাস্টার্স ইন এডুকেশন(PM.Ed),DU
# আবেদন যোগ্যতা:
১. অনার্সে নূন্যতম সিজিপিএ ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি। শিক্ষা জীবনের(SSC/HSC/Honours) কোনো সাব্জেক্টে " ডি" গ্রেড থাকলে আবেদন করা যাবে না।
২. যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে যেকোনো বিষয়ে অনার্স পাশ গ্রহনযোগ্য। যারা বি এ পাস কোর্স করা আছে তারা আবেদন করতে চাইলে প্রিলিমিনারি মাস্টার্স আবশ্যক।
৩.যারা বি.এড করেছেন তাদের একটি সেমিস্টার কম করতে হবে এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন আলাদা হবে।
# কাদের জন্য: যারা শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন বা শিক্ষা গবেষনা মূলক প্রতিষ্ঠানে চাকুরীরত বা এনজিওতে বা রিসার্চ ফিল্ডে বা সরকারী/বেসরকারি শিক্ষা বিষয়ক গুনগত গবেষনায় ক্যারিয়ার করতে চান তাদের জন্য এই মাস্টার্স প্রোগ্রামটি বেশ ফলপ্রসু।
🏮ফ্রেশ গ্রাজুয়েটরাও এই মাস্টার্স করতে পারবেন।
# আবেদনের শেষ সময়: ০২ সেপ্টেম্বর,২০২৫
# ভর্তি পরীক্ষা: ৫ সেপ্টেম্বর,২০২৫ সকাল ১১ টায় আই.ই.আর ভবনে।
#খরচ: যাদের বি.এড ডিগ্রি আছে তাদের জন্য ৯০ হাজার টাকা (৩ সেমিস্টার) এবং যাদের নেই তাদের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা (৪ সেমিস্টার)
# ব্যাপ্তিকাল: ১৮ মাস, ৩ সেমিস্টার(With B.Ed)। ২বছর,৪ সেমিস্টার(without B.Ed)
# আবেদন প্রক্রিয়া: সার্কুলারে দেওয়া লিংক এ আবেদন করা যাবে। এসএসসি থেকে শুরু করে অনার্স পর্যন্ত সকল মূল সার্টিফিকেট এবং অভিজ্ঞতা সনদ এর "স্ক্যানড ছবি" একটা পিডিএফ মার্জ করে আপলোড করতে হবে। অনলাইনে ২০০০ টাকা আবেদন ফি জমা দেওয়া যাবে।
# ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন :
১. প্রি এমএড (যাদের বি. এড নেই):
সম্পূর্ণ ১০০ মার্কের এম.সি.কিউ পরীক্ষা হবে। ৪ টি বিষয় থেকে প্রশ্ন হবে। বাংলা, ইংরেজি, জেনারেল ম্যাথ ও সাধারণ জ্ঞান। প্রতিটি ২৫ মার্ক করে। আলাদাভাবে পাশ নেই তবে ০.২৫ মাইনাস মার্কিং আছে। টোটাল ৪০ পেলে পাশ।
সময় ৬০ মিনিট। কোনো ভাইভা নেই।পরীক্ষার সিলেবাস অনেকটাই NTRCA এর প্রিলিমিনারি টেস্টের মতো।
২. এম. এড (যাদের বি. এড আছে):
সম্পূর্ণ ১০০ মার্কের এম.সি.কিউ পরীক্ষা হবে। ৫ টি বিষয় থেকে প্রশ্ন হবে। বাংলা, ইংরেজি, জেনারেল ম্যাথ,সাধারণ জ্ঞান এবং শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান। প্রতিটি ২০ মার্ক করে। আলাদাভাবে পাশ নেই তবে ০.২৫ মাইনাস মার্কিং আছে। টোটাল ৪০ পেলে পাশ। সময় ৬০ মিনিট। কোনো ভাইভা নেই।
পরীক্ষার সিলেবাস অনেকটাই NTRCA এর প্রিলিমিনারি টেস্টের মতো। শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান এর জন্য আলাদা কিছু বই পড়তে হয়।
# এডমিশন বিষয়ক কিছু কথা:
চান্স পাওয়া কঠিন কিছু নয় তবে সিট অনুযায়ী কম্পিটিশন বেশী। ১০ টি আলাদা শিক্ষা বিষয়ক ডিপার্টমেন্ট আছে। মেধাতালিকা অনুসারে বিভাগ সিলেকশন হয়।
ভর্তি পরীক্ষার দিন বিকেলেই রেজাল্ট প্রকাশিত হয় এবং ২ দিনের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। ভর্তির দিন এডমিশন ফি, সেশন ফি এবং প্রথম সেমিস্টার ফি সহ প্রায় ৪০ হাজার টাকা জমা দিতে হয়।
#ঢাবি #ঢাকাবিশ্ববিদ্যালয়