Ashu Vai

Ashu Vai "Exploring and sharing the best of everything with you! Let's explore together with Ashu Vai"

"Smiles, sunshine, and memories that last forever 🌿📸Grateful for days like these with people like these ❤️
16/07/2025

"Smiles, sunshine, and memories that last forever 🌿📸
Grateful for days like these with people like these ❤️

২০২৮ সাল পর্যন্ত আ’লীগ থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল।লুতফুজ্জামান বাবর জেলেই পঁচতো, স...
23/04/2025

২০২৮ সাল পর্যন্ত আ’লীগ থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল।

লুতফুজ্জামান বাবর জেলেই পঁচতো, সালাহুদ্দীন আহমেদ শীলংয়েই থাকতেন। আয়নাঘরে বন্দি থাকতো কত কত বিএনপি, জামাত, হেফাজতকর্মী।

কথা বলতে না পারার গ্লানি নিয়ে বোবার মতো আমরাও কাটিয়ে দিতাম দিনের পর দিন। দ্রব্যমূল্য, সিন্ডিকেট, চাঁদা, দুর্নীতি আর কত সব বোঝা নিয়ে ঘরে বসে গাল চাপড়াতাম।

শিক্ষার্থীরা এবং জনগন আন্দোলন করে মিনি জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করলো, এখন তাদেরকে দ্রুত হঠাও। যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমে এলো কোটি কোটি মানুষ, তাদের আবদানের কোনো দাম নাই, তাদের রক্তের কোনো মূল্য নাই।

কিসের সংস্কার, কিসের বিচার, দাও নির্বাচন। আমাদের ক্ষমতা লাগবে। জানুয়ারি থেকে জুন মাত্র ৫ মাস, সেটাও দিচ্ছি না আমরা। অসন্তুষ্ট। ডিসেম্বরেই নির্বাচন লাগবে। বাহ..

দেশ ভালো চলছে, মানুষ সুখে আছে, রিজার্ভ বাড়ছে, দুর্নীতির অর্থ জব্দ হচ্ছে, হচ্ছে সংস্কার- এসব ডোন্ট কেয়ার। এ জন্যই আল্লাহপাক বলছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল-ইসরা (১৭)

এটি অনুসরণ করা আপনার ঈমানী দ্বায়িত্ব।গাজ্জা আগামী সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ তারিখে একটি ওয়ার্ল্ড ওয়াইড হরতালের আহ্বান জানি...
06/04/2025

এটি অনুসরণ করা আপনার ঈমানী দ্বায়িত্ব।

গাজ্জা আগামী সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ তারিখে একটি ওয়ার্ল্ড ওয়াইড হরতালের আহ্বান জানিয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব এটি অনুসরণ করা। কোনো স্কুল হবে না। কোনো বিশ্ববিদ্যালয় হবে না। কোনো কাজ হবে না। যতক্ষণ না গ*ণহ*ত্যা বন্ধ হয়।

31/03/2025

‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’
পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা

14/02/2025

#লালন শাহ আখড়া।

ধূর এমন স্বাধীনতা চেয়েছিলাম?
03/11/2024

ধূর এমন স্বাধীনতা চেয়েছিলাম?

22/08/2024

অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভা’রতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভা’রতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।

নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ বেশী পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো। পানি সহজে সমুদ্রে পৌছতো।

কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়োছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী?

কোন লোক এখন ভা’রতের সাফাই গাইতে আসলে বা কোন ধানাই পানাই করলে, যেমন ভা’রতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চ’টকনা মে’রে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো?

ভা’রত হলো এই উপমহাদেশের ই'স'রা'য়ে'ল।

সময় টিভি বাংলাদেশে ভাত না পেয়ে এখন ইন্ডিয়াতে সাংবাদিকতা করছে।
15/08/2024

সময় টিভি বাংলাদেশে ভাত না পেয়ে এখন ইন্ডিয়াতে সাংবাদিকতা করছে।

ছড়িয়ে দিন চোর গুলোর চেহারা।
13/08/2024

ছড়িয়ে দিন চোর গুলোর চেহারা।

আস্থার সেনা।নতুন বাংলাদেশের অপেক্ষা। #অন্তরবর্তীকালীন_সরকার_২০২৪
08/08/2024

আস্থার সেনা।
নতুন বাংলাদেশের অপেক্ষা।
#অন্তরবর্তীকালীন_সরকার_২০২৪

বিএনপির ১৭ বছরের নির্বাসিত জীবনের পর তাদের সো কল্ড সম্মেলন প্রমাণ করেছে তারা কি করবে এ দেশের জন্য।আরো কতবছর তারা মরতো যদ...
07/08/2024

বিএনপির ১৭ বছরের নির্বাসিত জীবনের পর তাদের সো কল্ড সম্মেলন প্রমাণ করেছে তারা কি করবে এ দেশের জন্য।

আরো কতবছর তারা মরতো যদি ছাত্র জনতার রক্ত না ঝরতো, এটাও ভেবে দেখবেন।

কিসের এত তাড়াহুড়া? ১৭ বছর অপেক্ষা করতে পেরেছে, আর কিছু দিন অপেক্ষা করতে পারতো না?
যেখানে দেশ এখনো ছাত্ররা ধরে রেখেছে, সাজানোর চেষ্টা করছে, এমন অবস্থায় এসব সমাবেশ বেশি জরুরি নাকি এক হয়ে ছাত্রদের সাথে ট্রাফিক, ময়লা পরিষ্কার, সংখ্যালঘু রক্ষা সহ আরো নানা অতি দরকারি কাজে সাহায্য করা জরুরি ছিল!
কোনো শহীদের বাসায় যাওয়ার কথা না হয় বাদই দিলাম।

দখল, চাঁদাবাজি থেকে শুরু করে নানান নৈরাজ্য শুরু করেছে দুদিনের মধ্যেই।
এই সকল কর্মকান্ড প্রশ্ন তুলেছি,
বিএনপি কি সত্যিই ছাত্রদের ইমোশনাল বোঝে?

07/08/2024

এক শ্রেণী যখন দেশ পরিষ্কার করার কাজে ব্যস্ত, আরেক শ্রেণী তখন তাদের শক্তি প্রকাশের জন্য সম্মেলন করতে ব্যস্ত।
এদের কেও চিনে রাখুন।

মনে রাখবেন দেশ একমাত্র ছাত্ররাই ঠিক করতে পারবে, কোন দল নয়।

Address


Telephone

+8801673369619

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashu Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashu Vai:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share