28/07/2025
রাত এক অদ্ভুত অনুভবের নাম।
সারাদিনের ব্যস্ততা, শব্দ, কোলাহল থেমে গিয়ে চারপাশে নামে এক নিঃশব্দ শান্তি।
আকাশে ঝিকিমিকি তারা, হালকা বাতাস আর মনের গভীরে জমে থাকা ভাবনাগুলো—সব মিলে রাত যেন একান্ত নিজের সময়।
কেউ খোঁজে ঘুমের আরাম, কেউ ডুবে যায় স্মৃতির সাগরে।
রাত শুধু ঘুমের না, রাত আত্মার সঙ্গে নিজের কথা বলার সময়ও।
🌙 শান্ত রাতে হৃদয় জুড়ে থাকুক শান্তি আর ভালোবাসা।
শুভ রাত্রি। 🕊️