Ushar Bela - ঊষার বেলা

Ushar Bela - ঊষার বেলা "আপনাকে জানাতে, সবার আগে, সত্য দিয়ে।"

৭১ মঞ্চের ব্যানারে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ যাওয়ার খবর মিথ্যা: জেড আই খান পান্নাসন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট...
09/08/2025

৭১ মঞ্চের ব্যানারে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ যাওয়ার খবর মিথ্যা: জেড আই খান পান্না

সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘৭১ মঞ্চের নামে ড.কামাল হোসেন ও আমার নাম যুক্ত করে ১৫ আগস্টে ৩২ নং যাবার কথা বলা সঠিক নয়।’

09/08/2025

অপারেশন সিঁদুরে পাকিস্তানের অন্তত ছয়টি বিমান ধ্বংস, দাবি ভারতের

ভারতের বিমান বাহিনী দাবি করেছে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় তারা পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংস করেছে। সংঘাতের প্রায় তিন মাস পর শনিবার (৯ আগস্ট) বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এ দাবি করেন দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।

07/08/2025

ভারতের উপর অতিরিক্ত আরো ২৫% শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প।

সবমিলিয়ে ভারতের উপর আরোপ করা শুল্কের পরিমাণ হলো,
২৫+২৫=৫০%

বিপুল ভাই -  নিপুল - পিপিনুল - ভিপি নুর
06/08/2025

বিপুল ভাই - নিপুল - পিপিনুল - ভিপি নুর

04/08/2025

রাশিয়ার জ্বালানি তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে কার্যকরভাবে অর্থায়ন করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের একটি প্রতিনিধি দল। এ বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্...
04/08/2025

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের একটি প্রতিনিধি দল। এ বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও ইসলামিকরণের লক্ষ্যে বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছে দলটি।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছিল। অনৈতিক ও ইসলামবিরোধী শিক্ষানীতি যুব সমাজ ও জাতির ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেছিল। আমাদের প্রথম দাবি ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ। জাতি গঠনের মেরুদণ্ড যদি শিক্ষা হয়, তবে শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষকরা। শিক্ষকরা যদি দুর্বল থাকেন, তাহলে জাতিও গঠিত হতে পারে না।

দলের পক্ষ থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি ছিল, নন-এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা। বিগত ১৭ বছরে রাজনৈতিক কারণে যেসব শিক্ষক বঞ্চিত হয়েছেন, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। অবসরে যাওয়া শিক্ষকদের অবসর ভাতাও দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদেরও এমপিওভুক্ত করার দাবি জানানো হয় বৈঠকে।

03/08/2025
03/08/2025

নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে চলমান কার্যক্রমের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটি নিম্নরুপঃ

১। জনাব নজরুল ইসলাম খানঃ আহবায়ক
সদস্য, জাতীয় স্থায়ী কমিটি
২। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীঃ সদস্য সচিব
সিনিয়র যুগ্ম মহাসচিব
৩। ড. মোঃ জকোরিয়াঃ সদস্য
সাবেক ভারপ্রাপ্ত সচিব, নির্বাচন কমিশন
৪। মোঃ সামসুল আলমঃ সদস্য
সাবেক উপ-সচিব, নির্বাচন কমিশন
৫। বেলায়েত হোসেন মৃধাঃ সদস্য
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব

03/08/2025

ফ্যাসিবাদমুক্ত জনকণ্ঠ।

৬ সদস্য বিশিষ্ট সম্পাদকীয় বোর্ড:
১। ঢাকা সাংবাদিক ইউনিয়ন - ডিইউজে- ১ জন
২। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে - ১ জন
৩। জয়নাল আবেদীন শিশির
৪৷ সাবরিনা বিনতে আহমদ
৫। ইসরাফিল ফরাজী
৬। মির জসিম

আগস্ট আজাদীর মাসআগস্ট মুক্তির মাসআগস্ট স্বাধীনতার মাস
02/08/2025

আগস্ট আজাদীর মাস
আগস্ট মুক্তির মাস
আগস্ট স্বাধীনতার মাস

29/07/2025

'মহান' চান্দা-ভাইগণ সমীপেষু!

প্রিয় চান্দা-ভাইয়েরা, নরসিংদীতে আমরা আপনাদের দুই সহযোগী প্রকাশ্য চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করায় জানি আপনাদের আঁতে ঘা লেগে গেছে। আমাকে থামাতে নানামুখী আয়োজনও চলছে আপনাদের। লোভ-লালসা থেকে হুমকি-ধামকি প্রদর্শন, বাদ যাচ্ছে না কোনোটাই। হয়তো ভাবছেন, পুলিশ অফিসারেরা অমন আওয়াজ টুকটাক দেয়ই। বাণ্ডিলের প্রত্যাশা জানান দেওয়া আরকি! হয়তো মোটা

কলেবরের 'কিছু' পকেটে পুরে দিলেই টুপ করে চুপ মেরে যাবে। যারা এ ধারণার বশবর্তী হয়ে পয়সার লোভ দেখিয়ে আমাকে থামাতে চান, তারা দয়া করে আমার চাকুরি জীবনের ইতিহাসে একটু নজর বুলিয়ে নিবেন। নরসিংদীতেও আমার গত ৮/৯ মাসের কর্মকালে ওসি, এসআই থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতিদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন আজ পর্যন্ত কেউ আমাকে এক কাপ চা-ও খাওয়াতে পেরেছেন কিনা! আই লিটারেলি মিন- 'এক কাপ চা'। প্রমাণ লাগবে না, কেউ মুখেমুখে হলেও বলুক! শুধু এটুকুই বলব- টাকা দিয়ে আমাকে কিনতে পারে, বাংলাদেশে কোনো মায়ের গর্ভে এমন সন্তানের জন্ম অদ্যাবধি হয়নি। প্লিজ কাম টু নো। পুরো চাকরি জীবনে একটি অবৈধ পয়সা গ্রহণ করেছি প্রমাণ দিতে পারলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে কামলা দিয়ে বাকি জীবন অতিবাহিত করব।

আর যারা প্রত্যক্ষে-পরোক্ষে আমাকে ভ য় দেখানোর চেষ্টায় রত আছেন- ভবিষ্যতে আমাকে দেখে নিবেন ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বলব, আমাকে আপনারা চিনেননি। আমি চাকরির মায়া করে কাজ করি না ভাই। ভবিষ্যত তো দূরঅস্ত, এমনকি আগামীকালও যদি আমাকে পুলিশ থেকে চলে যেতে হয়, এ নিয়ে কখনো আমার সামান্যতম অনুশোচনাও থাকবে না। রিজিকের মালিক রাজ্জাক। আর জেনে নিন, জন্ম-মৃত্যু আল্লাহর হাতে- এ বিশ্বাস হৃদয়ের গভীরে প্রোথিত না থাকলে চুনোপুঁটিতূল্য নগন্য এক অফিসার হয়ে আপনাদের মতো মহাপরাক্রমশালীদের সাথে পাঙ্গা নিতে আসতে পারতাম না।

আরেকটা কথা, আমার নাম করে কেউ টাকা চাইলে বা আপনারা কাউকে টাকা দিলে নিশ্চিত থাকবেন সেই টাকা প্রতারকের পকেটে গেল। ভবিষ্যতে আবার বলবেন না যে, 'আপনার জন্য না ওমুককে দিয়ে বাণ্ডিল পাঠালাম। আবার আমার লোককে ধরলেন যে! আবারও সতর্ক করছি, সংশোধন হয়ে যান। অন্যথায় আমি অতি নগন্য একজন অফিসার হয়ে আপনাদের মতো ক্ষমতাশালীদের প্রতিপক্ষ হতে বাধ্য হব। মনে রাখবেন, এবারেরটা ছিল শুধু প্রাথমিক বার্তা মাত্র। পরের ধাপ আরো কঠোর হবে। আশা করি, আপনারা সেই পরিস্থিতির মুখোমুখি হতে চাইবেন না।

ইনশাআল্লাহ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁ দা বাজি শব্দটিকে বিদায় করে দেওয়া হবে, হবে, হবে। অতীতে যা ছিল শুধু আপনার ভাবনায়, সেসবের বাস্তব রূপদান শুরু হবে প্রাণের নরসিংদী থেকেই।
..........................................

শামীম আনোয়ার
বিসিএস (পুলিশ)
অতিরিক্ত পুলিশ সুপার- সদর সার্কেল
নরসিংদী।

28/07/2025

বিসিএসের ভাইভা বোর্ডের মেম্বার হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় ইউটিউবার জাহেদ উর রহমান।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ushar Bela - ঊষার বেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share