Bangla Newspaper 24/7

Bangla Newspaper 24/7 Get all the latest news from different news portals. We will try to give you all the update ASAP.

চট্টগ্রাম: বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর পুড়ে গেছে।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত সাড়ে তিনটার দিকে চাম্বল ইউনিয়নের ব...
07/09/2022

চট্টগ্রাম: বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত সাড়ে তিনটার দিকে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল

চট্টগ্রাম: বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত সাড়ে তিনটার দিকে চাম্বল ই...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইয়েমেনে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে।জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা দেশটির বিচ্ছিন্নতাবাদী যো...
07/09/2022

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইয়েমেনে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে।জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা দেশটির বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের ওপর হামলা চালালে ২৭ জন নিহত হয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হামলার ঘটনায়নিহতদের মধ্যে ২১ জন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইয়েমেনে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা দেশটির বিচ্ছি...

আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ বলা হয় তাকে। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সংগীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। অ্যালবাম...
07/09/2022

আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ বলা হয় তাকে। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সংগীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি দিয়ে রাতারাতি পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি। ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়- সুরেলা সেই আর্ত চিৎকার আজও ছুটে বেড়াচ্ছে গ্রাম-শহর, দেশ-বিদেশের অলিগলিতে।

বর্তমানে গান করার পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ অ্যাকটিভ থাকেন আসিফ। বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লেখেন তিনি। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে তোলা একটা ছবি ফেসবুকে পোস্ট দেন এ সঙ্গীতশিল্পী।

সেখানে তিনি লিখেছেন, মুশফিকুর রহিম, আমাদের গর্বের ধন। আমার হিসেবে বাংলাদেশের হয়ে খেলা সর্বকালের সেরা উইকেটকিপিং অলরাউন্ডার। মুশফিকের সাথে প্রথম পরিচয় শ্রীলংকার তাজসামুদ্রা হোটেলে, এটা হয়তো উনার মনে নেই। কুমিল্লা থেকে একটা গ্যাং খেলা দেখতে গিয়েছিলাম।

ছোটখাটো মানুষটা একটু রীতির বাইরেই চলতেন। আনন্দ ফূর্তিকে অস্বীকার করার কিছু নেই, সফরে খানিক উদ্বেলিত উশৃঙ্খলতা মন্দ নয়। ক্যাপ্টেন আশরাফুলের মাধ্যমেই পরিচয়। কাজ শেষে সবাই যখন অবসর সময়টায় হালকা পার্টি মুডে থাকে তখনও মুশফিক সিরিয়াস। আমি নিজের চোখে দেখেছি রাত ৯টা ৩০ মিনিটে তিনি ডিনার শেষ করেই চলে গেছেন নিজের রুমে, বিশ্রাম এবং মনসংযোগ প্রয়োজন।

একটা সময়ে মুশফিক হয়ে উঠলেন বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ, দেশের মানুষ ভালবেসে নাম দেয় মি. ডিপেন্ডেবল। টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে তার ডেডিকেশন বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট আমার ভালই লাগে না, উপভোগ করতে পারি না। মুশফিকের মত গ্র্যামাটিক্যাল ক্রিকেটারের সাথে এই বিনোদন সর্বস্ব কদর্য ফরম্যাটটা আসলে যায় না। ভারতীয় লিজেন্ড বিরাট কোহলি একশো সেঞ্চুরির বিরল রেকর্ড করার সক্ষমতা রাখেন। টি-টোয়েন্টি বাণিজ্যিক ক্রিকেটের কারণে তিনি আসলে রেস্টলেস। এই ফরম্যাটে তিনি যদি আর না খেলেন নিশ্চয়ই ক্রিকেট বিশ্বের সুযোগ হবে নতুন ইতিহাস দেখার।

মুশফিক বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মত রাইজিং একটা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা প্রতিদিনই তার কাছ থেকে সফলতা আশা করি, অথচ গৌরবময় অনিশ্চয়তার এই খেলায় মুশফিকের অবদান ভুলে যাই মুহূর্তেই। ব্যাপারটা এমন- দিতে পারলে ভাল, না দিতে পারলে দলের বোঝা। অথচ একবারও ভাবিনা বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের অনবদ্য অবদান নিয়ে। যাই হোক এটাই নিষ্ঠুর নিয়ম, বাঁচো মরো, ফর্মে থাকতেই হবে। মুশফিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ায় আমি ভীষণ খুশি। দলের এই সিনিয়র ক্রিকেটারের বাকিটা সময় টেস্ট এবং ওয়ানডেতে যথেষ্ট অবদান রাখার সুযোগ আছে।

এই ফাঁকে পাইপলাইনে থাকা ক্রিকেটাররাও দায়িত্ব নেওয়ার সুযোগ পাবেন। আমার কাছে মুশফিক ছোট ক্রিকেট প্লেয়িং দেশের বিশাল তারকা। একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমি মুশফিকের কাছে কৃতজ্ঞ। দেশের ক্রিকেটকে তিনি অনেক দিয়েছেন। আমার বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভবিষ্যতে অবসর নিলেও দেশের জন্য তার অভিজ্ঞতা আমাদের খুব প্রয়োজন হবে। তিনি একজন অজেয় ফাইটার, মুশফিকুর রহিম তার জায়গায় ওয়ান অ্যান্ড অনলি। আপনার সুস্বাস্থ্য সফলতা আর দীর্ঘায়ু কামনা করি মি. ডিপেন্ডেবল। মানুষের আন্টিসান্টি কথায় কষ্ট নেবেন না, এগুলো একজন স্পোর্টসম্যানের কাছে শুধুই একটু মুচকি হাসির খোরাক মাত্র।

ভালবাসা অবিরাম।

এমআই/এমকেআর/জেআইএম

আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ বলা হয় তাকে। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সংগীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। .....

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ বিদ্যুৎ হোসেন (২৫) মারা গেছেন। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্...
07/09/2022

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ বিদ্যুৎ হোসেন (২৫) মারা গেছেন। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিদ্যুৎ। তার চাচাতো ভাই মাহাবুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ হোসেন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই পেট্রল পাম্পে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, ওই পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ আছেন আরও কয়েকজন। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় কোনো অভিযোগ না থাকায় কাউকে আটক করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই এলাকায় তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) নিহত হন।

১৩ আগস্ট দিনগত রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. রাজিব উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। ১৮ আগস্ট ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে রিমন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়।

একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিদ্যুৎ হোসেন। শরীরের মাত্র ১৭ শতাংশ দগ্ধ হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আল-মামুন সাগর/এসজে/জেআইএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ বিদ্যুৎ হোসেন (২৫) মারা গেছেন। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে মৃ...

চুলের বিভিন্ন সমস্যায় কমবেশি সবাই ভোগেন। বিশেষ করে দূষণে চুল রুক্ষ-শুষ্ক ও নিস্তেজ হয়ে যাওয়া কিংবা অতিরিক্ত চুল পড়ার সমস...
07/09/2022

চুলের বিভিন্ন সমস্যায় কমবেশি সবাই ভোগেন। বিশেষ করে দূষণে চুল রুক্ষ-শুষ্ক ও নিস্তেজ হয়ে যাওয়া কিংবা অতিরিক্ত চুল পড়ার সমস্যা এখন সবারই দুশ্চিন্তার কারণ!

আবার নিয়মিত চুলের যত্ন না নেওয়ার কারণেও চুলের নানাবিধ সমস্যা বাড়তে পারে। সপ্তাহে অন্তত একবার চুলে তেল দেওয়া, ২-৩ দিন পরপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা না হলে চুল হয়ে পড়ে অনেকটাই নিস্তেজ।

যাদের চুল নিষ্প্রাণ ও রুক্ষ, তাদের উচিত নিয়মিত চুল কন্ডিশনিং করা। এতে চুলের রুক্ষভাব সহজেই দূর হবে, আর চুল আরও ঝলমলে হয়ে উঠবে। কন্ডিশনিং এমন একটি পদ্ধতি যা আপনার চুলকে মসৃণ, চকচকে ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে!

ঘরেই যেভাবে তৈরি করবেন কন্ডিশনার

কলার হেয়ার কন্ডিশনার

একটি খোসা ছাড়ানো কলা, ৩ টেবিল চামচ মধু, ৩ টেবিল চামচ দুধ, ৩ টেবিল চামচ অলিভ অয়েল ও ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে চুলে লাগান ও আধা ঘণ্টা অপেক্ষা করুন। চুল ধোয়ার জন্য ঠান্ডা পানি ও হালকা শ্যাম্পু ব্যবহার করুন।

ভিনেগার ও ডিমের কন্ডিশনার

২-৩টি ডিম, এক টেবিল চামচ ভিনেগার, ২ চা চামচ লেবুর রস, ১ চা চামচ অলিভ অয়েল ও ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি চুলের ডগায় লাগান ও ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

নারকেল তেল, দই ও মধুর কন্ডিশনার

এজন্য ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ দই ও ১ চা চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে শ্যাম্পু করা চুলে ব্যবহার করুন। এরপর ২০-২৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন চুল।

টকদইয়ের কন্ডিশনার

৬ টেবিল চামচ টকদই ও একটি ফেটানো ডিম একসঙ্গে ভালো করে মিশিয়ে চুলে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। একটি নরম তোয়ালে বা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন। আধা ঘণ্টা পর চুল ভালো করে ধুয়ে ফেলুন।

আপেল সিডার ভিনেগারের কন্ডিশনার

২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, ১ টেবিল চামচ মধু ও ২ কাপ পানি একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। শ্যাম্পু করা চুলে এই মাস্ক ব্যবহার করুন। তবে ভুলেও এটি মাথার ত্বকে লাগাবেন না। ১৫-৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরার কন্ডিশনার

৪ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এটি আপনার শ্যাম্পু করা চুলে লাগান ও হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী উপরে উল্লিখিত উপাদানগুলো বাড়াতে বা কমিয়ে ব্যবহার করতে পারেন।

জেএমএস/এমএস

যাদের চুল নিষ্প্রাণ ও রুক্ষ, তাদের উচিত নিয়মিত চুল কন্ডিশনিং করা। এতে চুলের রুক্ষভাব সহজেই দূর হবে, আর চুল আরও...

বিগত দুই বছর করোনার দাপট দেখেছে বিশ্ব। ভাইরাসজনিত এই রোগের প্রাদুর্ভাবে পুরো বিশ্ব হয়ে পড়ে স্তব্ধ। প্রতিদিন হাজার হাজার ...
07/09/2022

বিগত দুই বছর করোনার দাপট দেখেছে বিশ্ব। ভাইরাসজনিত এই রোগের প্রাদুর্ভাবে পুরো বিশ্ব হয়ে পড়ে স্তব্ধ। প্রতিদিন হাজার হাজার মানুষ যুক্ত হয়েছে মৃত্যুর মিছিলে। ঘরবন্দি থাকতে হয়েছে মাসের পর মাস। তবে বর্তমানে কিছুটা করোনার সংক্রমণ কমলেও একেবারে চলে যায়নি।

সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করিয়ে নিচ্ছেন। তবে করোনার পরীক্ষা বেশ ঝামেলার। অনেকের জন্য এটি বেশ অস্বস্তিকরও বটে। বিশেষ করে শিশুদের জন্য কষ্টদায়কও এই পদ্ধতি। এবার মোবাইল অ্যাপেই করা যাবে করোনা পরীক্ষা এমনটাই দাবি করছেন নেদারল্যান্ডসের একদল গবেষক।

নেদারল্যান্ডসের মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘদিন গবেষণার মাধ্যমে একটি অ্যাপ তৈরি করেছেন। তাদের দাবি, স্মার্টফোনে এই অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে করোনা পরীক্ষা করতে পারে। আপনার ফোনে অ্যাপটি থাকলে খুব সহজেই ঘরে বসে করোনা পরীক্ষা করে নিতে পারবেন। শুধু কণ্ঠ শুনেই অ্যাপ জানান দেবে আপনি করোনা আক্রান্ত কি না। এখন আর প্রয়োজন পড়বে না লালারস পরীক্ষার।

গবেষকদের দাবি, এই পদ্ধতিতে করোনা পরীক্ষা অ্যান্টিজেন টেস্টের থেকে বেশি নিরাপদ ও কম খরচ সাপেক্ষ ও সহজ। অর্থাৎ যে সকল দেশে ব়্যাপিড টেস্ট খরচ সাপেক্ষ, সেখানকার জন্য বেশ লাভজনক এই অ্যাপ। এছাড়াও কিট দিয়ে পরীক্ষার চেয়ে এটি বেশি নির্ভুল, সস্তা, দ্রুত এবং ব্যবহার করা অনেক সহজ।

সোমবার স্পেনের বার্সেলোনায় ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি ইন্টারন্যাশনাল কংগ্রেসে এই ফলাফল উপস্থাপন করা হয়। গবেষকদের মতে, এআই মডেলটি ৮৯ শতাংশ নির্ভুল তথ্য দিয়েছে। যেখানে কিট পরীক্ষার নির্ভুলতা ব্র্যান্ডের উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হয়।

আলজবাউই এবং তার সুপারভাইজাররা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাউড-সোর্সিং কোভিড-১৯ সাউন্ডস অ্যাপ থেকে ডেটা ব্যবহার করেছেন। যাতে ৪ হাজার ৩৫২ জন মানুষের উপর পরীক্ষা করা হয় এই অ্যাপ। পরীক্ষা করে দেখা গিয়েছে গোটাবিশ্বে ৮৯ শতাংশ ক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীকে চিহ্নিত করেছেন। ৮৩ শতাংশ নির্ভুলভাবে করোনা নেগেটিভ রোগীকে শনাক্ত করতে পেরেছে।

গবেষক ওয়াফা আলিজাবি জানান, করোনা ভোকাল কর্ড ও ফুসফুস ক্ষতিগ্রস্ত করে। সেই কারণেই গবেষণা শুরু করা হয়েছিল যে যদি ভয়েসের মাধ্যমে চিনে নেওয়া যায় করোনা আক্রান্তকে।

অ্যাপের মাধ্যমে করোনা পরীক্ষা করতে হলে কয়েকটি পদ্ধতি আছে। শুরুতে তিনবার কাশি, তিন থেকে পাঁচবার মুখ দিয়ে গভীরভাবে শ্বাস নেওয়া এবং তিনবার স্ক্রিনে থাকা ছোট বাক্য পড়তে হবে। এসময় রেকর্ড হওয়া ব্যবহারকারীর কণ্ঠস্বর পরীক্ষা করা হবে এআইয়ের মাধ্যমে। তারপর পরীক্ষার ফলাফল ভেসে উঠবে ফোনের স্ক্রিনে।

সূত্র: লাইভমিন্ট

কেএসকে/এমএস

সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করিয়ে নিচ্ছেন। তবে করোনার পরীক্ষা বেশ ঝামেলার। অনেকের জন্য এটি বেশ অস্বস্তিক.....

ভারতের কাছে যা যা চাওয়া হয়েছে তারা সব দিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়...
07/09/2022

ভারতের কাছে যা যা চাওয়া হয়েছে তারা সব দিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপের উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, আমরা যা যা চেয়েছি ভারত সব দিয়েছে। শেখ হাসিনা তিস্তার কথা বলতে ভুলে যাননি। পশ্চিমবঙ্গ থেকে কিছুটা আপত্তি আছে। আশা করি, সেটিও হয়ে যাবে। বিএনপির তো না পাওয়ার হতাশা। আমাদের না পাওয়ার হতাশা নেই। আপনারা ভারতের সঙ্গে দেওয়াল তুলেছেন, আমরা সেই দেওয়াল ভেঙে দিয়েছি। কোন দেশের ছিটমহল এতো শান্তিপূর্ণভাবে হয়নি। আপনারা তো ভুলেই যান আসল কথা বলতে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্ব থাকলে যে সমস্যা সেগুলো সমাধান হবে।

দলের দায়িত্বে থাকার একটা বয়সের সীমারেখা থাকা উচিত কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রীর কোন বয়স নেই। মুহিত সাহেব অর্থমন্ত্রী ছিলেন ৮০ বছর পার হওয়া পর্যন্ত। রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি মন্ত্রী ছিলেন। রাজনীতির কোন সময়সীমা থাকা উচিত না, যতক্ষণ তিনি সক্ষম থাকবেন। সে যদি মনে করে আমি অবসরে যেতে চাই সে ছেড়ে দিতে পারে। তার অভিমত প্রকাশের পর দল যদি মনে করে তাকে অবসর দিতে পারে। তাকে সম্মানজনক উপদেষ্টা পদ দেওয়া যেতে পারে। শেষ বয়সে যদি রাজনীতি করতে না পারেন তাহলে তো মৃত্যুর আগেই মরে গেল। সাধারণ সম্পাদক বিষয়ে নেত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটিই কার্যকর হবে।

তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সরকার, বর্তমান মন্ত্রিসভা কিছুটা দুর্বল বলে মনে করেন কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের মন্ত্রিসভায় যারা আছেন তারা দুর্বল নয়। ভুলভ্রান্তি থাকতে পারে। কিছুটা দুর্বলতা থাকতে পারে। কিন্তু মন্ত্রিসভা দুর্বল নয়। কোন কাজ কিন্তু ঠেকে থাকছে না।

মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। আপনারা গণমাধ্যমে লেখালেখি করছেন, সেটি প্রধানমন্ত্রীর নজরে আছে। তিনি খোঁজখবর নিচ্ছেন। তিনিই সেটি নিয়ে সিদ্ধান্ত নেবেন।

নির্বাচনে ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইসির সঙ্গে সংলাপে আমরা ৩০০ আসনে ইভিএম চেয়েছি। গত নির্বাচনে চেয়েছি, এবারও আমরা বলেছি ৩০০ আসনে ইভিএম চাই। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে ১৫০ আসনে আগামী নির্বাচনে ইভিএমে ভোট। এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটিই ঠিক। আমাদের যে দাবি নির্বাচনে কারচুপি জালিয়াতি রোধের জন্য এটি ভালো। নাগরিকরা তো তাদের দাবি তুলতেই পারে, ইসি কি করবে সেটি তো তাদের সিদ্ধান্ত।

নির্বাচনকে সামনে রেখে দলের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে আমরা শান্তিপূর্ণ পরিবেশে, গণতান্ত্রিক রাজনীতি আমরা চাই। রাজনীতিতে আন্দোলন আছে, থাকবে। জনগণের সম্পৃক্ততা আমরা চাই। শান্তিপূর্ণ আন্দোলন এক কথা, সহিংস আন্দোলন তো জনস্বার্থে প্রতিরোধ করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। এখানে সাস্প্রদায়িকতার উপাদান আছে, সেটিও অতিক্রম করতে হবে। সেজন্য বিএনপিকে বলি, আমরা তাদের প্রতিপক্ষ মনে করি কিন্তু তারা আমাদের শত্রুভাবে। আমরা অনেক কিছু সহ্য করছি। রাস্তা অবরোধ করে মানুষের চলাচল বন্ধ করে সংঘাত বাধানো, পুলিশের উপর হামলা করে, কোথাও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন গায়ে পড়ে কারও সঙ্গে ঝগড়া করবেন না। কিন্তু আমরা যদি হামলায় আক্রান্ত হই তখন কি আমরা চুপচাপ বসে থাকব। কর্মীরা কি চুপচাপ বসে থাকতে রাজি হবে? বিএনপি তো আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি দিতে বাধ্য করতে পারেনি। কোথায় আপনাদের গণতন্ত্র? আপনার কী মনে আছে কবে আপনাদের কাউন্সিল হয়েছে? বিএনপি কর্মীরাও ভুলে গেছেন কবে তাদের সম্মেলন হয়েছে। বিএনপি কাউন্সিল কথাটাই ভুলে গেছে, তারা আবার গণতন্ত্রের কথা বলে।

আইএইচআর/জেএইচ/জেআইএম

ভারতের কাছে যা যা চাওয়া হয়েছে তারা সব দিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্প.....

মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর...
07/09/2022

মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এবারই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠক মিন অং হ্লাইংয়ের। নিষেধাজ্ঞার মধ্যে দেশ দুটির এ বৈঠক অনেক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

মিন অং হ্লাইং, যিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। অভ্যুত্থানের পর থেকে দু’বার রাশিয়া সফর করলেন তিনি।

দেশটির পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে তার এ সফর। ফোরামে অংশ নিয়ে দুই নেতার সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার (৭ সেপ্টেম্বর)। চীন, ভারত, জাপান, কাজাখস্তানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন এই ফোরামে।

বৈঠকে আলোচনা সম্পর্কে আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘আমাদের সম্পর্ক ইতিবাচকভাবে উন্নীত হচ্ছে’। মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর পুতিন হলেন দ্বিতীয় বিদেশি নেতা যিনি মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন।

সেনা অভ্যুত্থানের জেরে মিয়ানমার গভীর সংকট তৈরি হয়। দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই হাজার মানুষের প্রাণ গেছে এ পর্যন্ত। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যেও পড়ে দেশটির জান্তা সরকার। মস্কোও ইউক্রেন আগ্রাসনের জেরে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। গত ৬ মাস ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

মিয়ানমারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা গ্লোবাল নিউ লাইট জানিয়েছে যে, মঙ্গলবার রাতে মিয়ানমার সেনাপ্রধান প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা আন্তন কোব্যাকভের সঙ্গে দেখা করেছেন। তাদের একটি ছবিও প্রকাশ করা হয়েছে এতে। রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী আলেকজান্ডার ফোমিন ও মিয়ানমারের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সেখানে। গত মার্চ মাসে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে ফোমিন একজন অতিথি হিসেবে সফর করেছিলেন।

দু’দেশের প্রতিনিধিরা ‘রাশিয়ান ফেডারেশন ও মিয়ানমার, দুই সশস্ত্র বাহিনীর মধ্যে ভালো বন্ধু হিসাবে ভাল সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছে। সংবাদপত্রটি বলছে যে, ২০২২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হলো। পর্যটন, তেল ও গ্যাস বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুসহ আরও বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা বলা হয়েছে বলে জানা গেছে।

মিয়ানমার গত আগস্টে সংকট কাটাতে রাশিয়ার জ্বালানি তেল আমদানির পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। ভ্লাদিভোস্টকে মিন অং হ্লাইং পুতিনকে বলেন যে রাশিয়ান রুবলে আমদানির জন্য মিয়ানমার প্রস্তুত।

মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস এ বছরের শুরুর দিকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেছিলেন যে রাশিয়া অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্ত্র সরবরাহ করেছে এমন তিনটি রাষ্ট্রের মধ্যে একটি। এসব অস্ত্র বেসামরিক লোকদের বিরুদ্ধে ব্যবহার করা সত্ত্বেও। বাকি দেশগুলো ছিল চীন ও সার্বিয়া।

সূত্র: আল-জাজিরা

এসএনআর/জেআইএম

মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। দেশটিতে সেনা অভ্য....

বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। তাদের গান মানেই তারুণ্যের উন্মাদনা। এক যুগেরও বেশি সময় ধরে নিজেদের জনপ...
07/09/2022

বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। তাদের গান মানেই তারুণ্যের উন্মাদনা। এক যুগেরও বেশি সময় ধরে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে এই ব্যান্ডদলটি।

দীর্ঘ সময় পর এই ব্যান্ডদলটি প্রথমবারের মতো যুক্ত হলো সিনেমার সঙ্গে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নির্মাতা মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার ‘নিরুদ্দেশ’ শিরোনামের গানটির মাধ্যমে।

‘অ্যাশেজ’-এর সব গানের মতো এটি লিখেছেন ও সুর করেছেন জুনায়েদ ইভান।

এ নিয়ে জুনায়েদ ইভান বলেন, ‘বিউটি সার্কাস সিনেমার নির্মাতা মাহমুদ দিদার ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই আমাদের পরিচয়। তখন থেকে গান-চলচ্চিত্র নানা বিষয়ে আমাদের একটা আড্ডা হতো। বছর চারেক আগে তিনি এই সিনেমায় গানের ব্যাপারে বলেন আমাকে। গানের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। খারাপ সময় পেরিয়ে একটা মানুষের ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেটাই এ গানের বিষয়বস্তু।’

২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘বিউটি সার্কাস’। এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। বিউটি নামের এক নারী, যে একটি সার্কাস দল চালায়, তার জীবন-সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায়।

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, মনিষা অর্চি প্রমুখ।

এমআই/জেএস/জেআইএম

বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। তাদের গান মানেই তারুণ্যের উন্মাদনা। এক যুগেরও বেশি সময় ধরে ন.....

সরল সুদে ব্যাংক ঋণ নিয়ে চক্রবৃদ্ধি হারে পরিশোধ করতে হচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...
07/09/2022

সরল সুদে ব্যাংক ঋণ নিয়ে চক্রবৃদ্ধি হারে পরিশোধ করতে হচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধীক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে। এনিয়ে বিপাকে পড়েছেন ঋণ গ্রহিতারা। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

২০১৮ সালের ১৪ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা রূপালী ব্যাংকের মধ্যে ২০০ কোটি টাকার কর্পোরেট ঋণের চুক্তি সম্পাদিত হলেও ১৩০ কোটি টাকা ঋণ হিসেবে গ্রহণ করে হাবিপ্রবি কর্তৃপক্ষ। পরে সেই টাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৪ শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীকে ঋণ হিসেবে প্রদান করে হাবিপ্রবি কর্তৃপক্ষ।

চুক্তির সময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত কর্তৃপক্ষের অবহেলার কারণে ব্যাংকে সেই ঋণের টাকার সুদ বেশি পরিমাণে দিতে হচ্ছে ঋণগ্রহিতাদের। চুক্তির আগে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জানানো হয় ঋণে সুদের হার সরল হিসেবে ৯ শতাংশ দিতে হবে। কিন্তু চুক্তি ৯ শতাংশ চক্রবৃদ্ধি হারে করা হয়। বিষয়টি তখন ঋণ গ্রহিতাদের জানানো হয়নি। ২০১৮ সালের মার্চ মাসের পর অদ্যাবধি ৪০৪ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী তাদের ঋণ পরিশোধ করছেন সরল হিসেবে। কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে চক্রবৃদ্ধি হারে।

সম্প্রতি রুয়েটে একই ব্যাংকের একই নিয়মের ৬০ কোটি টাকার ঋণের কাগজপত্র যাচাই করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা এই কারচুপি দেখতে পায়। রুয়েটের ঋণের কিস্তি ৯ শতাংশ সরল সুদে আদায় করা হচ্ছে। অথচ হাবিপ্রবিতে ৯ শতাংশ চক্রবৃদ্ধিহারে আদায় করেছে ব্যাংকটি। একই ব্যাংকের দুটি পৃথক বিশ্ববিদ্যালয়ে একই ঋণ দু’ভাবে আদায় করা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ মার্চ বিশ্ববিদ্যালয় ও রূপালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে ২০০ কোটি টাকার ঋণ চুক্তিনামা হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে তৎকালীন রেজিস্ট্রার প্রফেসর ড. সফিউল আলম এবং রূপালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায়।

ওই সময়ে মোট ৪০৪ জন ১৩০ কোটি টাকার ঋণ গ্রহণ করেন। যার মধ্যে শিক্ষক ১০৫ জন, কর্মকর্তা ১০৮ জন ও কর্মচারী ১৯১ জন। যাদের মধ্যে এই ঋণ প্রদান করা হয়েছিল তাদেরকে জানানো হয়েছিল যে ঋণের টাকা ৯ শতাংশ সরল সুদে ১৮০টি কিস্তির মাধ্যমে ১৫ বছরে পরিশোধ হবে। এতে করে প্রতি মাসে প্রতি লাখে ১০১৫ টাকা করে ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইন্সটলমেন্ট) দিতে হবে। ইতোমধ্যে ঋণ নেওয়ার ৫২ মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে ৩৭ মাসের কিস্তি পরিশোধও করা হয়েছে।

মাঝে করোনাকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হিসেবে ১৫ মাসের ইএমআই প্রদান করা হয়নি। জুলাই মাসে ঋণ গ্রহীতারা ব্যাংকের কাছে মূলঋণের কত টাকা কমেছে জানতে গিয়ে হেরফের দেখতে পান। পরে তারা জানতে পারেন যে, তাদেরকে ৯ শতাংশ সরল সুদ নিয়মে যে ঋণ প্রদান করা হয়েছে তার ইএমআই সরল সুদে নয়, বরং চক্রবৃদ্ধি বা অন্য উপায়ে নেওয়া হচ্ছে। এরপরেই ঋণ গ্রহীতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। বিষয়টি জানার পর রূপালী ব্যাংকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরইমধ্যে বিষয়টি রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়। পরে রূপালী ব্যাংক বিষয়টি সমাধান করতে আশ্বস্ত করে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ৩ জন ঋণগ্রহীতা শিক্ষক জানান, ঋণ দেওয়ার সময় ৯ শতাংশ হারে সরল সুদে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এখন জানতে পারছি যে আমাদের কাছ থেকে ৯ শতাংশ হারে চক্রবৃদ্ধিহারে আদায় করা হয়েছে। অথচ আমাদের পরে রুয়েটে একই ঋণ দেওয়া হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হয়েছে সরল সুদে। আর আমাদের কাছে আদায় করা হয়েছে চক্রবৃদ্ধিহারে। একই ঋণ দুটি বিশ্ববিদ্যালয় থেকে দুটি নিয়মে কেন আদায় করা হবে। তারা এক প্রকার আমাদেরকে অন্ধকারে রেখে ঋণ আদায় করেছে।

তারা বলেন, এখানে চুক্তির আগে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল। এ পর্যন্ত প্রতিজন ঋণ গ্রহীতা ৩৭ মাস কিংবা তারও বেশি কিস্তি (ইএমআই) পরিশোধ করেছেন। এসব ইএমআইয়ে অতিরিক্ত অর্থ আদায় হয়েছে তা সমন্বয় করতে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

সাবেক প্রক্টর প্রফেসর ড. সফিকুল ইসলাম বলেন, আমরা যারা ঋণ গ্রহণ করেছি তাদের কাছ থেকে সরল সুদের বিনিময়ে অন্যভাবে ইএমআই গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত যে অর্থ আমাদের কাছ থেকে আদায় করা হয়েছে তা যাতে করে আমাদের সঙ্গে সমন্বয় করা হয় সেজন্য আমরা আবেদন করেছি। যদিও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি।

রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান বলেন, ওই সময় যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে সরল সুদ বা চক্রবৃদ্ধি কথাটি উল্লেখ ছিল না। যারা ওই সময় চুক্তি করেছিলেন তাদের এটি দেখার কথা। চক্রবৃদ্ধি হারে যে টাকা প্রথম থেকে গ্রহণ করা হয়েছে অতিরিক্ত সেই অর্থ সমন্বয় করার জন্য ব্যাংকে চিঠি প্রদান করা হয়েছে। একইসঙ্গে ৯ শতাংশ সরল সুদ থেকে ৮ শতাংশ সরল সুদ করার জন্যও বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হিসাব) মিজানুর রহমান বলেন, যারা ঋণ গ্রহণ করেছেন তাদেরকে ১৮০টি কিস্তি প্রদান করতে হবে। বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার হিসেবে করোনার কারণে আমরা ১৫টি কিস্তি প্রদান করিনি। কিন্তু রূপালী ব্যাংক ১৫ মাসের ইএমআই মূলধনের সঙ্গে যুক্ত করেছে। এটি হলে রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বা নির্দেশনা অমান্য করেছে। আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে সরল কিংবা চক্রবৃদ্ধি কিছুই লেখা ছিল না, এটি এখন আমরা দেখছি। কিন্তু যারা এই ঋণের সুবিধা নিয়েছেন তারা বলছেন যে তাদেরকে সরল সুদে ঋণ প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছিল।

রূপালী ব্যাংক হাবিপ্রবি শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র রায় বলেন, হাবিপ্রবি কর্তৃপক্ষ যে চুক্তিটি করেছিল সেই চুক্তিটি সংশোধনের জন্য আবেদন করেছে। সেই আবেদন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি। ২০১৮ সালের মার্চ মাসের চুক্তির সময় আমি দায়িত্বে ছিলাম না। তাই এ ব্যাপারে বিস্তারিত আমি বলতে পারছি না।

ওই সময়ে দায়িত্বরত ব্যাংকের ব্যবস্থাপক পবিত্র কুমার রায় বলেন, ওই সময় যে চুক্তি হয়েছে তা চক্রবৃদ্ধি হারেই হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এখন চক্রবৃদ্ধি হারে সুদের ঋণের অর্থ সরল সুদের বলে প্রদান করেছে বিশ্ববিদ্যালয়। সেই দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সেই সময়ে যারা দায়িত্বে ছিলেন বিষয়টি তাদের। এ বিষয়ে এর চেয়ে আমি কিছু বলতে চাই না।

ওই সময়ে দায়িত্বরত রেজিস্ট্রার প্রফেসর ড. সফিউল ইসলাম মৃত্যুবরণ করেছেন। সেই সময় থেকে অদ্যাবধি দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অডিট শাখার উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। কিন্তু তিনি চুক্তিটি সরল সুদে নাকি চক্রবৃদ্ধি হারে ছিল তা জানাতে পারেননি।

তিনি বলেন, চুক্তিপত্র দেখতে হবে, চুক্তিপত্র আমার কাছে নেই। সমস্যা আছে সমাধান হবে। বিষয়টিতো ব্যাংক আর বিশ্ববিদ্যালয় সমাধান করবে। এটা নিয়ে সংবাদ প্রকাশ করার মতো কিছু আছে কি? এখনও সেই সময়টা হয়নি। এখন আপাতত নিউজ করার প্রয়োজন নেই, প্রয়োজন হলে আপনাদের দারস্ত হবো।

ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন খান জানান, সে সময়ে চুক্তির কোনো কিছুতে আমাকে রাখা হয়নি। আমি পরিচালক থাকলেও আমাকে অন্ধকারে রাখা হয়েছিল। আমাকে চুক্তি দেখতে দেওয়া হয়নি, কোথাও আমার স্বাক্ষর নেই।

এফএ/এমএস

সরল সুদে ব্যাংক ঋণ নিয়ে চক্রবৃদ্ধি হারে পরিশোধ করতে হচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বি....

কলেছাত্রীর ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানকে গ্রেফতার করে...
07/09/2022

কলেছাত্রীর ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে বরগুনা জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, কলেজছাত্রীর মামলার পর থেকে মেয়র পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে বরগুনা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে পৌরসভায় একটি চাকরির জন্য মেয়রের কাছে যান ওেই কলেজছাত্রী। তিনি চাকরির প্রলোভনে তাকে ধর্ষণ করতেন। একপর্যায়ে এ অনৈতিক কাজে রাজি না হওয়ায় তিনি তরুণীকে বিয়ের প্রলোভনে আরও কয়েকবার ধর্ষণ করেন। সম্প্রতি মেয়র আর তাকে চাকরি দেবে না ও বিয়ে করবে না বলে জানিয়ে দেন। বিষয়টি প্রতিবাদ করায় তার লোকজন কলেজছাত্রীকে প্রাণনাশের হুমকি দেন। তাই তিনি থানায় ধর্ষণ মামলা করেন।

এর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত বছরের ১১ এপ্রিল মেয়র আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন জেলার দুর্গাপুর উপজেলার এক সেবিকা। ধর্ষণে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

পরে ওই সেবিকা সন্তানের পিতৃ পরিচয়ের দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বছর ১১ এপ্রিল মেয়রের লোকজন তাকে তুলে নিয়ে নির্যাতন করেন। খবর পেয়ে পুলিশ ওই সেবিকাকে মেয়রের চেম্বার থেকে উদ্ধার করেন। ওই রাতে ভুক্তভোগী বাদী হয়ে মেয়রকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

এসজে/এমএস

কলেছাত্রীর ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানকে গ্.....

ওয়ালটন-ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্র্যাব) ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে এভারগ্রীন। মঙ্গলবার (৭ সেপ্টেম্...
07/09/2022

ওয়ালটন-ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্র্যাব) ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে এভারগ্রীন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত সেমিফাইনালে এভারগ্রীন ৩-১ গোলে টুডেস ক্রাইম টিমসকে পরাজিত করে।

খেলায় প্রথমার্ধের মাত্র ২ মিনিটের মাথায় প্রথম গোল করেন এভারগ্রীনের অধিনায়ক মনিরুজ্জামান উজ্জ্বল। ম্যাচের ৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে হ্যাটট্রিক পূরণ করেন উজ্জ্বল।

ম্যাচের শেষদিকে টুডেস ক্রাইম টিমসের একমাত্র খেলোয়াড় হিসেবে গোল করেন মনি আার্চয্য।

এ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পৌঁছেছে এভারগ্রীন ও টাইফুন।

সোমবার টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও শেখ মোহাম্মদ আসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল। ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুর সার্বিক সহযোগিতায় ফুটবল খেলা পরিচালনা করেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন।

টিটি/এসএএস/এমএস

ওয়ালটন-ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্র্যাব) ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে এভারগ্রীন। মঙ্গলবার (...

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Newspaper 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category