বাঙ্গালী

বাঙ্গালী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাঙ্গালী, News & Media Website, Dhaka.

07/08/2025

রাজাকারের বই এ রাজাকারের ইতিহাস।

ফ্যাসিস্ট কে ? ফ্যাসিজম কাকে বলে ?
07/08/2025

ফ্যাসিস্ট কে ? ফ্যাসিজম কাকে বলে ?

বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য বলছে পিটার হাস বাংলাদেশেই ছিলেন..। ভিআইপি লাউঞ্জের তথ্য অনুযায়ী ,Peter D....
05/08/2025

বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য বলছে পিটার হাস বাংলাদেশেই ছিলেন..।

ভিআইপি লাউঞ্জের তথ্য অনুযায়ী ,Peter D. Haas, যিনি একজন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত (Ambassador - Ex), তিনি EK 583 ফ্লাইটে ১৯:১০ মিনিটে যাত্রা করেছেন..!
অথচ ধরা খাওয়ার পরও সারাদিন বিভিন্ন মিডিয়া দিয়ে সংবাদ করানো হলো পিটার হাস ওয়াশিংটনে..।

এই হচ্ছে আন্তর্জাতিক মাপের বাটপারের বাটপারি ও মিডিয়ার তথাকথিত স্বাধীনতা..।

05/08/2025

সময়ের প্রয়োজনে কথাগুলো বারবার চলেই আসে। এই লোকের কবরেও আগুন দিয়েছে ইয়াজিদ এর গুষ্টি।

"মঞ্চ ৭১" এর পাঁচ দফা...মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্ম...
04/08/2025

"মঞ্চ ৭১" এর পাঁচ দফা...

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযোদ্ধাদের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌“মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড, পতাকা বা জাতীয় সংগীতের নাম নয়- এটি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। হাজার বছরের স্বপ্ন ও আত্মত্যাগের ফসল। অথচ আজ আমরা গভীর বেদনা ও ক্ষোভ নিয়ে দেখছি, এ ইতিহাস মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র চলছে। আগস্ট অভ্যুত্থানের পর ঘোষিত কথিত ‘জুলাই ঘোষণাপত্র’ এবং বিভিন্ন বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা ও বিকৃত করার চেষ্টা করা হয়েছে।’’

মঞ্চ ৭১’ যে পাঁচ দফা দাবি জানিয়েছে সেগুলো হলো-
১. জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধবিরোধী কোনো বক্তব্য বা ব্যাখ্যা রাখা যাবে না; থাকলে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হবে।

২. মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বাদ দিয়ে তথাকথিত নতুন সংবিধান প্রণয়নের যে চেষ্টা চলছে, তা বাঙালি জাতি কখনও মেনে নেবে না।

৩. কোনো রাজনৈতিক দলের ব্যর্থতার দায়ে সকল মুক্তিযোদ্ধাকে দায়ী করা যাবে না।

৪. যারা মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য দিচ্ছে, ইতিহাস বিকৃত করছে, মুক্তিযোদ্ধাদের হেয় করছে- তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ও বিচার করতে হবে।

৫. ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে- তারা কী মনে করেন, কী করবেন এবং কী করবেন না।

‘মঞ্চ ৭১’ ঘোষণা দিয়েছে- এই দাবি উপেক্ষা করে যদি কেউ মুক্তিযুদ্ধকে অসম্মান করে, তাহলে তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। প্রয়োজনে ইতিহাস রক্ষার জন্য জীবনবাজি রাখতেও তারা প্রস্তুত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন এই প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি ইতিহাস, স্বাধীনতা এবং শহীদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা।

04/08/2025
এনসিপি নেতার নেতৃত্বে জনকণ্ঠ ‘দখল’, নেপথ্যে ১০ কোটি টাকা চাঁদা দাবিনিজস্ব প্রতিবেদক, ঢাকাদৈনিক ‘জনকণ্ঠ’কে ‘স্বৈরাচারের দ...
03/08/2025

এনসিপি নেতার নেতৃত্বে জনকণ্ঠ ‘দখল’, নেপথ্যে ১০ কোটি টাকা চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দৈনিক ‘জনকণ্ঠ’কে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পত্রিকাটির কার্যালয় দখল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার নেতৃত্বাধীন একটি গোষ্ঠী।
শনিবার (২ আগষ্ট ২০২৫) এই নজিরবিহীন ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এই দখলের নেপথ্যে রয়েছে পত্রিকাটির মালিকের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবির মতো গুরুতর অভিযোগ।

ঘটনার মূল অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তার নেতৃত্বে একটি দল মঙ্গলবার জনকণ্ঠ কার্যালয়ে প্রবেশ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

দখলের পর নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে গোষ্ঠীটি ‘জনকণ্ঠ’র ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয়, যেখানে লেখা হয়, “ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে জনকণ্ঠ।” একই সঙ্গে তারা ৬ সদস্যের একটি নতুন সম্পাদকীয় বোর্ড গঠনের ঘোষণাও দিয়েছে, যা এখন থেকে পত্রিকাটি পরিচালনা করবে বলে জানানো হয়।

ঘোষিত নতুন বোর্ডে রয়েছেন:

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে ১ জন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) থেকে ১ জন

জয়নাল আবেদীন শিশির

সাবরিনা বিনতে আহমদ

ইসরাফিল ফরাজী

মীর জসিম

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য অনুযায়ী, জয়নাল আবেদীন শিশিরের নেতৃত্বাধীন দলটি প্রথমে পত্রিকা কর্তৃপক্ষের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। সেই দাবি পূরণ না হওয়ায় তারা ‘স্বৈরাচারের দোসর’ তকমা দিয়ে প্রতিষ্ঠানটি জোরপূর্বক দখল করে নেয়।

জয়নাল আবেদীন শিশিরের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেন এবং অতীতে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকায় প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমকে এভাবে দখল এবং চাঁদা দাবির ঘটনায় দেশের গণমাধ্যম জগতে তীব্র আলোড়ন ও শঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকে এক নজিরবিহীন হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

#জনকণ্ঠ_দখল #জয়নাল_আবেদীন_শিশির
#এনসিপি #জনকণ্ঠ #চাঁদাবাজি

গুপ্ত শিবিরের রহস্য ফাঁস করছে ছাত্র সমন্বয়ক রা।
02/08/2025

গুপ্ত শিবিরের রহস্য ফাঁস করছে ছাত্র সমন্বয়ক রা।

গত কয়েকদিন ধরে মেজর সাদেক সম্পর্কিত অনেক কথা শোনা যাচ্ছে, যার অধিকাংশই ভিত্তিহীন এবং বানানো। তাই এসব শোনার পর আমি মনে ক...
02/08/2025

গত কয়েকদিন ধরে মেজর সাদেক সম্পর্কিত অনেক কথা শোনা যাচ্ছে, যার অধিকাংশই ভিত্তিহীন এবং বানানো। তাই এসব শোনার পর আমি মনে করলাম, আপনাদের আরো কিছু জানা প্রয়োজন। সাদেক ৭৪ বিএমএ লং কোর্সের একজন দক্ষ, চৌকস, শান্ত, মেধাবী এবং আর্মির সকল কোর্সে টপ করা অফিসারদের মধ্যে একজন। তার সম্পর্কে বলতে গিয়ে শুরুতেই তার পূর্বের কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা প্রয়োজন। ২০২৩ সালের মে মাসে তার পিজিআর এ পোস্টিং হয়। কিন্তু এক বছরের মাথায় সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০২৪ সালের জুন মাসে তাকে পিজিআর থেকে যশোর ক্যান্টনমেন্টে বদলি করা হয়। তার বিরুদ্ধে তখন অভিযোগ আনা হয় যে, তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর ডিউটি পালনে উদাসীন। যেকারণে তাকে পিজিআর এ রাখা সমীচীন নয়। পরবর্তীতে কয়েক মাস পর ২য় বেঙ্গলে কর্মরত অবস্থায় তার রামু ক্যান্টনমেন্টে পোস্টিং অর্ডার আসে। এর মধ্যে তার মিশন নাম আসার সেরিয়াল থাকলেও পূর্বের পিজিআর থেকে আসা তার অভিযোগের কারণে তার নাম আসতে দেরি হয়। এর মধ্যে সাদেক রামু ক্যান্টনমেন্টে যোগ দেয়। রামুতে যোগ দেয়ার পূর্বে সে পোস্টিংয়ের পর যে ছুটি পেয়েছিল, তখন শারীরিক কিছু সমস্যা থাকার কারণে সে ১/২ সপ্তাহ সিএমএইচে ভর্তি ছিল এবং ছুটি শেষ হতে না হতেই রামুতে যোগ দেয়। সঠিকভাবে সব কাজ সম্পাদনের পর মাস ব্যাপী শীতকালীন মহড়ার শেষে ফেরার পথে মাঝ রাস্তায় সাদেক মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তৎকালীন অচেতন অবস্থায় তাকে রামু সিএমএইচের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সে সময় পরিবারের কাছে একটি ছবি পাঠিয়েছিল, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এমন অবস্থায় তাকে ঢাকা সিএমএইচে আনা হয়। পরবর্তীতে ২১ দিন চিকিৎসার পর তার চেকআপ রিপোর্ট ভালো না আসায় সে পুনরায় কার্ডিওলজি এবং পালমোনোলজি অধীনে আরও ১.৫-২ মাস ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন থাকে। তার চিকিৎসা চলমান থাকায় ইউনিট থেকে তার ছুটি এক্সটেন্ড করে। শারীরিক দুর্বলতার কারণে সাদেক বেশিরভাগ সময়েই নিজের ঘরে বিশ্রামে থাকতো।

এখন জাতির কাছে আমার প্রশ্ন, শারীরিকভাবে এমন অসুস্থ একজনের পক্ষে কীভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব? জনসাধারণের এক জায়গার রেস্তোরাঁয় কীভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব? কিন্তু কিছু লোক দেখছি, নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যেই সাদেকের বিরুদ্ধে গুরুতর প্রশিক্ষণের অভিযোগ এনে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ফাঁসানোর চেষ্টা করছে। সামাজিক মিডিয়ায় এধরনের অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত ও গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। কিছু মানুষের উদ্দেশ্য শুধু সাদেককে দোষী দেখানো নয়, বরং সম্মানিত সেনাপ্রধানকে টার্গেট করে অনেক কিছু বলা এবং তার ওপর চাপ প্রয়োগ করা। এতে বোঝা যাচ্ছে তারা এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছে হয়তো। তাই এসব মিডিয়ার প্রতি আমার একান্ত আবেদন, আপনারা একটি নিরীহ অফিসারকে দাবার-গুটি হতে দেবেন না। আমার দেশের জনগণের প্রতি আমার অগাধ বিশ্বাস, তারা সঠিকভাবে বিবেচনা করবেন এবং তিলকে তাল বানিয়ে রাষ্ট্রদ্রোহী আখ্যা দেয়ার হাত থেকে তাকে রক্ষা করবেন। এ দেশের মানুষ, মানুষকে ভালোবাসে। কতিপয় একটি গোষ্ঠীর মতো সবাই সব জায়গায় রাজনীতি খুঁজে না।

~ সাদেক এর মা (Mother-in-Law)

#সেনাবাহিনী #মেজর #সাদিক

আমরা কোথাও যাব না ,সবাই আমাদের কাছে আসবে। কথা রাখার জন্য ইউনূস ষাঁড় কে অনেক ধন্যবাদ ।  🤣🤣🤣
01/08/2025

আমরা কোথাও যাব না ,সবাই আমাদের কাছে আসবে। কথা রাখার জন্য ইউনূস ষাঁড় কে অনেক ধন্যবাদ । 🤣🤣🤣

তারপরেও তাজুলের মতো আইনজীবী আদালতে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে যাবে আন্দোলন রত ছাত্রদের ঘাড়ে দোষ চাপানোর জন্য মেট্রোরেল...
31/07/2025

তারপরেও তাজুলের মতো আইনজীবী আদালতে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে যাবে আন্দোলন রত ছাত্রদের ঘাড়ে দোষ চাপানোর জন্য মেট্রোরেল থেকে শুরু করে সকল নাশকতার জন্য নাকি শেখ হাসিনা ই দায়ী।

31/07/2025

জয় বাংলা 🇧🇩

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঙ্গালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share