
12/07/2025
এই দুইদিনের কালকে আর আজকে দুইটি মোট তিনটি কাহিনী কি হচ্ছে এইগুলো আমরাও বেথিতো দেশকে নির্বাচন ঠেকাতে একটি তৃতীয় অপশক্তি জিয়াউর রহমানের দলকে, তারেক রহমানের নিষ্ঠাবান কে খালেদা জিয়ার ত্যাগ ও শক্তিকে দুর্বল করতে চাচ্ছে, তার জন্য এই ভাবে মাস্টার গেম করে দুইটা কাহিনীর পর শেষ পর্যন্ত একজন বৃদ্ধ বাবা সমতুল্য ওঁনাকেও ছাড় দেননি এটার তো কোনো কে করেছে জানিনা, বলবেন এটাও বিএনপি করেছে, আচ্ছা মানছি বিএনপির জনপ্রিয়তা সয্য হচ্ছে না, আমাদের দেশে নায়ক বার বার বলে আসছে যারাই এই কর্ম কাণ্ডের সাথে লিপ্ত হচ্ছে দেখসেন আপনারা জনগন তাকে গেরাও করে গণপিটুনি দিয়ে পুলিশ এ দড়িয়ে দিন, ওই সন্ত্রাসী আমার দলের কেউ না আপনারা চেয়ে চেয়ে দেখসেন কেন ভয় নাকি যারা ওখানে উপস্থিত থাকেন আপনাদের পরিকল্পনা, দেশে কু ঢুকে গেছে র গিয়েছে আর কু ইন হইসে, আল্লাহ সব দেখসেন কাপুরুষের মতো পিছনে গেম করে বেশি দিন টিকা যায়না সত্য উন্মোচন হয়, যতই চেষ্টা করেন বিএনপি বৃহৎ দল মাইনাস করতে চাচ্ছেন পারবেন আল্লাহ না চাইলে,তবে প্রতিটা পৈচাসিক কর্ম এর প্রতিবাদ আমাদের দেশ নায়ক আগেই বিচার দাবি করেন, দলের হলে শাস্তি দেন আজীবন এর জন্য, উনি আর কত নেয় বিচার করবেন, ওনার হাতে তো প্রশাসন না, ইনটুরিম সরকারের কাছে কি করছে এই আপডেট বাংলাদেশ এ কিভাবে সম্ভব ফাঁকি দিয়ে এটাই ভেবে পাচ্ছিনা, যৌথ অভিযান এর জোর দাবি করছি কারণ আর্মি মাঠে থাকলে সব কাঁপুনি উঠে আমাদের জিয়াউর রহমানের গড়ে তুলা সামরিক বাহিনী, আমাদের অগাত বিস্বাস নির্বাচন এর আগে যৌথ বাহিনী করা টহলে থাকলে সব কিছু মাদক, রাহাজানি, সন্ত্রাসী নেনো % চলে আসবে