
25/05/2025
আপনাদের কি মনে আছে ফখরুদ্দীন স্যারের কথা, এই সেই ফখরুদ্দীন যিনি তত্ত্বাবধক সরকারের দায়িত্বে ২ বছর ক্ষমতায় ছিলেন। আর সেই ২ বছরে আওয়ামী লীগ কে এবং বিএনপি কে কুত্তার মত পিটিয়ে ছিলেন, শুধু তাই নয় হাসিনা এবং খালেদা কে ঘাড় ধরে জেলে পাঠিয়ে দিয়েছেন। তখন সব রাজনৈতিক দল গুলো ফখরুদ্দীন কে আব্বা বলে ডাকতো। আর এই ফখরুদ্দীনের মত যদি ড.ইউনুস স্যার সব রাজনৈতিক দল গুলোকে কুত্তার মত পিটাইতে পারতো, তাহলে আর কোন রাজনৈতিক দল নির্বাচন দেন নির্বাচন দেন এই কথা টা বলার সাহস করতো না। সত্যি কথা বলতে এই জগতে ভালো মানুষকে কেউ মূল্যায়ন করে না।