
09/08/2025
ছোটদের সময় ১০ম সাহিত্য সভা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সাহিত্য সভায় সভাপতিত্ব করেন ছোটদের সময় উপদেষ্টা, লেখক ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ছড়াকার মাহমুদউল্লাহ। মধ্যমণি ছিলেন কবি ও শিশুসাহিত্যিক জাকির আবু জাফর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন। আলোচক ছিলেন সায়েন্স ফিকশন লেখক সরকার হুমায়ুন, কবি জামসেদ ওয়াজেদ, কবি শাকিল মাহমুদ, কবি শামস আরেফিন ও কবি আবিদ আজম।
সাহিত্য সভায় লেখা পাঠ করেন কবি ও সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক, ছড়াকার শাহজাহান মোহাম্মদ, শিশুপত্রিকার সহযোগী সম্পাদক ও শিশুসাহিত্যিক কামাল হোসাইন, কবি ও সাংবাদিক মাসউদুল কাদির, কবি ও সম্পাদক মুনীরুল ইসলাম, কবি সুমন রায়হান, কবি রোকন জহুর, কবি ও প্রকাশক সুজন বিশ্বাস, কবি কাজী সিকান্দার, কবি আমির সোহেল, কবি মিজান ফারাবী, কবি গাজী তানভীর আহমেদ, শিশুসাহিত্যিক শাহিন পরদেশী, কবি আরিফ হোসেন সবুজ, কবি আকিবুর রহমান, কবি মাসুম শাহ, ও গল্পকার রাব্বি হোসেন।
সাহিত্য সভা পরিচালনা করেন ছোটদের সময় সম্পাদক ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ার।