14/04/2025
★ কেউ গুজবে কান দিবেন না ★
আগে জানুন তারপর সিদ্ধান্ত নেন। ফেসবুকে পোস্ট দেখে হুজুগের বাংগালী পরিচয় দিবেন না। ইসরায়েল দেশের জন্মের আগে ইউনিলিভার প্রতিষ্ঠিত। এই পোস্ট শেষ পর্যন্ত পড়লেই জানতে পারবেন ইউনিলিভার ইসরাইলে কোনো ব্যবসাই করে না।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সম্পর্কে:
বাংলাদেশ সরকার এবং ইউনিলিভার-এর একটি জয়েন্ট ভেঞ্চার হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
ঢাকাতে এর হেড কোয়ার্টার। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত এর মেইন ফ্যাক্টরি। তাছাড়া এই বাংলাদেশেই আরো ৭টি সহযোগী ম্যানুফ্যাকচারিং সাইট রয়েছে। বাংলাদেশেই উৎপন্ন হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পণ্য গুলো।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ইউনিলিভারের ভোগ্যপণ্য প্রস্তুত, বিপণন ও আমদানির সাথে সংশ্লিষ্ট যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৪ সালে। এটি বাংলাদেশ সরকার এবং ইউনিলিভারের যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। প্রতিষ্ঠানটিতে ইউনিলিভারের শেয়ার ৬০.৪% এবং বাংলাদেশ সরকারের শেয়ার ৩৯.৬%।
সুতরাং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পণ্য ইজরায়েলি পণ্য নয়।
★unilever কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত?★
Unilever* কোম্পানি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দুটি কোম্পানি, Lever Brothers* (যা ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয়) এবং *Margarine Unie* (যা ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়) এর একত্রিত হওয়ার মাধ্যমে গঠিত হয়। Unilever বিশ্বের অন্যতম বৃহত্তম FMCG (Fast-Moving Consumer Goods) কোম্পানি, যা খাদ্য, পানীয়, প্রসাধনী, স্বাস্থ্য ও হোম কেয়ার পণ্য তৈরিতে বিশেষজ্ঞ।
★ইসরাইল কত সালে প্রতিষ্ঠিত দেশ হিসেবে স্বীকৃত পায়?★
ইসরাইল ১৯৪৮ সালের *১৪ মে* তারিখে প্রতিষ্ঠিত দেশ হিসেবে স্বীকৃতি পায়। এই দিনটি ছিল ইসরাইলের স্বাধীনতা ঘোষণা দিবস। ইসরাইলের প্রতিষ্ঠার পর, জাতিসংঘ এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
★unliver কোম্পানির মালিক কোন দেশ?★
*Unilever* কোম্পানিটি একটি দ্বি-জাতিক (Anglo-Dutch) প্রতিষ্ঠান, যার মালিকানা *যুক্তরাজ্য* এবং *নেদারল্যান্ডস* দুই দেশেই রয়েছে। কোম্পানিটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর উভয় দেশেই রয়েছে - *লন্ডন (যুক্তরাজ্য)* এবং *রটারডাম (নেদারল্যান্ডস)*।
অতীতে, Unilever একে অপরের মধ্যে একটি শক্তিশালী যৌথ মালিকানার কাঠামো ছিল, কিন্তু ২০২০ সালে কোম্পানি তাদের শেয়ার কার্যক্রম একত্রিত করে, যার ফলে কোম্পানির কর্পোরেট দৃষ্টি এ